সম্পাদকীয়
হাজী মুহম্মদ মুহসীনের মৃত্যুর ২০০ বছর পূর্ণ হয়েছে ২০১৩ সালের নভেম্বরে। এখনো তিনি মানুষের হৃদয়ে জাগ্রত—সেই হুগলি থেকে গোটা পশ্চিমবঙ্গ এবং সুদূর বাংলাদেশেও। শুধু বাঙালি মুসলমানই নয়, এই অঞ্চলের শিক্ষা ও সামাজিক, দাতব্য কর্মকাণ্ডে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন সবার শীর্ষে।
দিল্লির শাসনে তখন মোগল সম্রাট আওরঙ্গজেব। সম্রাটের বিচারালয়ের সম্মানিত সদস্য ছিলেন আগা মোতাহার। আওরঙ্গজেব আগা মোতাহারের ওপর সন্তুষ্ট হয়ে যশোর, হুগলি, নদীয়া ও চব্বিশ পরগনা জেলার প্রচুর জমি তাঁকে জায়গির দেন। আর তিনি হুগলিতে বসবাস শুরু করেন। তাঁর সঙ্গে ছিল স্ত্রী ও একমাত্র মেয়ে মন্নুজান। তবে কিছুদিন পর মারা যান আগা মোতাহার। পরে আগা মোতাহারের বিধবা স্ত্রীকে বিয়ে করেন মুহসীনের বাবা হাজী ফয়জুল্লাহ। মন্নুজান হয়ে যান মুহসীনের বোন। তাঁদের মা-বাবা মারা গেলে ভাইবোন হয়ে পড়েন অভিভাবকহীন। বিশাল সম্পত্তির মালিক হন মন্নুজান। একসময় তিনি বিয়ে করেন আগা সালাউদ্দিনকে। এই দম্পতির কোনো সন্তান ছিল না। তাঁদের জমিদারির আয়ের বেশির ভাগ অংশই তাঁরা দাতব্যকাজে ব্যয় করতেন।
স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান মন্নুজান তাঁর সম্পত্তি মুহসীনকে দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু এতে প্রথমে রাজি হননি মুহসীন। অবশেষে মন্নুজান ১৮০২ সালে সমুদয় সম্পত্তি লন্ডনের সুপ্রিম কোর্টের মাধ্যমে মুহসীনকে দান করেন। কিন্তু কয়েক বছরের মধ্যে পুরো সম্পত্তি তিনি দানপত্র করে দেন। দানপত্রে বলা হয়, ধর্মীয় স্থাপনার পাশাপাশি শিক্ষা, জনকল্যাণে এসব সম্পত্তি থেকে আয় করা অর্থ ব্যয় করা হবে।
ছোটবেলা থেকেই শিক্ষার পাশাপাশি কুস্তি, তরবারির লড়াই এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করতেন মুহসীন। তাঁরা দুই ভাইবোন সংগীতের শিক্ষাও পেয়েছিলেন, সেতার বাজাতেন এবং গজল গাইতেন। অকৃতদার, অবৈষয়িক মুহসীন বহু দেশ ঘুরেছেন। এ কারণে জীবন সম্পর্কে তাঁর গড়ে উঠেছিল আলাদা এক দৃষ্টিভঙ্গি।
উপমহাদেশের দানবীর হিসেবে পরিচিত এ মহান ব্যক্তির জন্ম ১৭৩২ সালের ৩ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলিতে।
হাজী মুহম্মদ মুহসীনের মৃত্যুর ২০০ বছর পূর্ণ হয়েছে ২০১৩ সালের নভেম্বরে। এখনো তিনি মানুষের হৃদয়ে জাগ্রত—সেই হুগলি থেকে গোটা পশ্চিমবঙ্গ এবং সুদূর বাংলাদেশেও। শুধু বাঙালি মুসলমানই নয়, এই অঞ্চলের শিক্ষা ও সামাজিক, দাতব্য কর্মকাণ্ডে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন সবার শীর্ষে।
দিল্লির শাসনে তখন মোগল সম্রাট আওরঙ্গজেব। সম্রাটের বিচারালয়ের সম্মানিত সদস্য ছিলেন আগা মোতাহার। আওরঙ্গজেব আগা মোতাহারের ওপর সন্তুষ্ট হয়ে যশোর, হুগলি, নদীয়া ও চব্বিশ পরগনা জেলার প্রচুর জমি তাঁকে জায়গির দেন। আর তিনি হুগলিতে বসবাস শুরু করেন। তাঁর সঙ্গে ছিল স্ত্রী ও একমাত্র মেয়ে মন্নুজান। তবে কিছুদিন পর মারা যান আগা মোতাহার। পরে আগা মোতাহারের বিধবা স্ত্রীকে বিয়ে করেন মুহসীনের বাবা হাজী ফয়জুল্লাহ। মন্নুজান হয়ে যান মুহসীনের বোন। তাঁদের মা-বাবা মারা গেলে ভাইবোন হয়ে পড়েন অভিভাবকহীন। বিশাল সম্পত্তির মালিক হন মন্নুজান। একসময় তিনি বিয়ে করেন আগা সালাউদ্দিনকে। এই দম্পতির কোনো সন্তান ছিল না। তাঁদের জমিদারির আয়ের বেশির ভাগ অংশই তাঁরা দাতব্যকাজে ব্যয় করতেন।
স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান মন্নুজান তাঁর সম্পত্তি মুহসীনকে দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু এতে প্রথমে রাজি হননি মুহসীন। অবশেষে মন্নুজান ১৮০২ সালে সমুদয় সম্পত্তি লন্ডনের সুপ্রিম কোর্টের মাধ্যমে মুহসীনকে দান করেন। কিন্তু কয়েক বছরের মধ্যে পুরো সম্পত্তি তিনি দানপত্র করে দেন। দানপত্রে বলা হয়, ধর্মীয় স্থাপনার পাশাপাশি শিক্ষা, জনকল্যাণে এসব সম্পত্তি থেকে আয় করা অর্থ ব্যয় করা হবে।
ছোটবেলা থেকেই শিক্ষার পাশাপাশি কুস্তি, তরবারির লড়াই এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করতেন মুহসীন। তাঁরা দুই ভাইবোন সংগীতের শিক্ষাও পেয়েছিলেন, সেতার বাজাতেন এবং গজল গাইতেন। অকৃতদার, অবৈষয়িক মুহসীন বহু দেশ ঘুরেছেন। এ কারণে জীবন সম্পর্কে তাঁর গড়ে উঠেছিল আলাদা এক দৃষ্টিভঙ্গি।
উপমহাদেশের দানবীর হিসেবে পরিচিত এ মহান ব্যক্তির জন্ম ১৭৩২ সালের ৩ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলিতে।
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১১ আগস্ট ২০২৫যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
০৭ আগস্ট ২০২৫বাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
০৬ আগস্ট ২০২৫যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
০৬ আগস্ট ২০২৫