সম্পাদকীয়
বিজন ভট্টাচার্য ছিলেন নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতা। তাঁর জন্ম রাজবাড়ী জেলার খানখানাপুরে, ১৯০৬ সালের ১৭ জুলাই।
১৯৩০ সালে কলকাতা গিয়ে প্রথমে আশুতোষ কলেজে এবং পরে রিপন কলেজে পড়াশোনা করেন। এ সময়ে তিনি মহিষবাথানে লবণ সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন। বিএ পড়ার সময় তাঁর পড়াশোনায় ইতি ঘটে। অসহযোগ আন্দোলনে যুক্ত থাকার কারণে কারাবরণ করেন। ১৯৩৮ সালে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন। তাঁর প্রথম গল্প ‘জালসত্ত্ব’ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪০ সালে। এই সময় তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে সার্বক্ষণিক কর্মী হন। ১৯৪৩ সালে বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান হলেন কবি নবারুণ ভট্টাচার্য।
বিজন ভট্টাচার্যের প্রথম নাটক ‘আগুন’ ১৯৪৩ সালে বিখ্যাত ‘অরণী’ পত্রিকায় প্রকাশিত হয় এবং ওই বছরেই নাটকটি মঞ্চস্থ হলে নাট্যকার হিসেবে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ে। একই বছর ‘অরণী’তে তাঁর দ্বিতীয় নাটক ‘জবানবন্দী’ প্রকাশিত হয়। পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে কৃষকসমাজের দুর্দশার চিত্র তিনি তাঁর ‘নবান্ন’ নাটকে তুলে ধরে বাংলা নাট্যধারায় এক নতুন যুগের সূচনা করেন।
ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘ, প্রগতি লেখক সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘ গঠনে বিশেষ ভূমিকা রাখেন। একসময় তিনি রাজনৈতিক মতান্তরের কারণে সংগঠন থেকে বেরিয়ে এসে ১৯৫০ সালে গঠন করেন ‘ক্যালকাটা থিয়েটার গ্রুপ’। ১৯৭০ সালে স্বপ্রতিষ্ঠিত এই সংগঠন থেকেও ইস্তফা দিয়ে ‘কবচকুণ্ডল’ নাট্যপ্রতিষ্ঠান গড়ে তোলেন এবং শেষাবধি এর সঙ্গেই যুক্ত ছিলেন।
বিজন ভট্টাচার্য চলচ্চিত্রেও দক্ষতার সঙ্গে অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, পদাতিক, যুক্তি তক্কো গপ্পো ইত্যাদি। ১৯৪৮-৫০ সালে তিনি বোম্বাই চলচ্চিত্রে অভিনয় ও স্ক্রিপ্ট লেখার কাজও করেন।
মানবদরদি এই নাট্যকার ১৯৭৮ সালের ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
বিজন ভট্টাচার্য ছিলেন নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতা। তাঁর জন্ম রাজবাড়ী জেলার খানখানাপুরে, ১৯০৬ সালের ১৭ জুলাই।
১৯৩০ সালে কলকাতা গিয়ে প্রথমে আশুতোষ কলেজে এবং পরে রিপন কলেজে পড়াশোনা করেন। এ সময়ে তিনি মহিষবাথানে লবণ সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন। বিএ পড়ার সময় তাঁর পড়াশোনায় ইতি ঘটে। অসহযোগ আন্দোলনে যুক্ত থাকার কারণে কারাবরণ করেন। ১৯৩৮ সালে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন। তাঁর প্রথম গল্প ‘জালসত্ত্ব’ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪০ সালে। এই সময় তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে সার্বক্ষণিক কর্মী হন। ১৯৪৩ সালে বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান হলেন কবি নবারুণ ভট্টাচার্য।
বিজন ভট্টাচার্যের প্রথম নাটক ‘আগুন’ ১৯৪৩ সালে বিখ্যাত ‘অরণী’ পত্রিকায় প্রকাশিত হয় এবং ওই বছরেই নাটকটি মঞ্চস্থ হলে নাট্যকার হিসেবে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ে। একই বছর ‘অরণী’তে তাঁর দ্বিতীয় নাটক ‘জবানবন্দী’ প্রকাশিত হয়। পঞ্চাশের মন্বন্তরের পটভূমিতে কৃষকসমাজের দুর্দশার চিত্র তিনি তাঁর ‘নবান্ন’ নাটকে তুলে ধরে বাংলা নাট্যধারায় এক নতুন যুগের সূচনা করেন।
ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘ, প্রগতি লেখক সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘ গঠনে বিশেষ ভূমিকা রাখেন। একসময় তিনি রাজনৈতিক মতান্তরের কারণে সংগঠন থেকে বেরিয়ে এসে ১৯৫০ সালে গঠন করেন ‘ক্যালকাটা থিয়েটার গ্রুপ’। ১৯৭০ সালে স্বপ্রতিষ্ঠিত এই সংগঠন থেকেও ইস্তফা দিয়ে ‘কবচকুণ্ডল’ নাট্যপ্রতিষ্ঠান গড়ে তোলেন এবং শেষাবধি এর সঙ্গেই যুক্ত ছিলেন।
বিজন ভট্টাচার্য চলচ্চিত্রেও দক্ষতার সঙ্গে অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, পদাতিক, যুক্তি তক্কো গপ্পো ইত্যাদি। ১৯৪৮-৫০ সালে তিনি বোম্বাই চলচ্চিত্রে অভিনয় ও স্ক্রিপ্ট লেখার কাজও করেন।
মানবদরদি এই নাট্যকার ১৯৭৮ সালের ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
একটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
১১ আগস্ট ২০২৫যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
০৭ আগস্ট ২০২৫বাংলা বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ। বাতাসে আর্দ্রতা, আকাশে ঘনঘোর মেঘ, আর রিমঝিম শব্দে প্রকৃতির নীরব সংগীত। এই শ্রাবণেই, ১৩৪৮ বঙ্গাব্দের ২২ তারিখ, আমাদের ছেড়ে গিয়েছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে ২২ শ্রাবণ বাঙালির জন্য শুধু এক প্রাকৃতিক ঋতুর উপলব্ধি নয়—এ এক স্মরণ,
০৬ আগস্ট ২০২৫যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক ইতিহাসভিত্তিক জাদুঘর। এটি উদ্বোধন করা হয় ১৮৮১ সালে। ১৭৫৩ সালের দিকে বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ দিয়ে যাত্রা শুরু হয় ব্রিটিশ মিউজিয়ামের। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ছিল ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ।
০৬ আগস্ট ২০২৫