ফিচার ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা কক্সবাজারের প্রকৃতি নানাভাবে ধ্বংস হচ্ছে। ভ্রমণে আসা পর্যটকদের বিনোদনের নতুন ক্ষেত্রও তৈরি হচ্ছে না। বিষয়টি বিবেচনায় রেখে স্থপতি মেরিনা তাবাসসুমের তত্ত্বাবধানে কক্সবাজারে হতে যাচ্ছে দুই দিনব্যাপী ট্যুরিজম আর্কিটেকচার সামিট।
আয়োজনের শিরোনাম ‘ডিসকোর্স বাই দ্য শোর: ট্যুরিজম আর্কিটেকচার সামিট-২০২৫’। কক্সবাজারের প্যাঁচার দ্বীপ সৈকতের পরিবেশবান্ধব মারমেইড বিচ রিসোর্টে ১১ ও ১২ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মূলত পরিবেশবান্ধব পর্যটন ও জলবায়ু নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আলোচনায় গুরুত্ব পাবে স্থাপত্যের মাধ্যমে কীভাবে টেকসই পর্যটনকে সহায়তা করা যায় এবং পরিবেশগত ভারসাম্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা যায়। স্থপতিরা আলোচনা করবেন টেকসই পর্যটন, স্থাপনা নির্মাণ, উপকূলীয় প্রতিরোধক্ষমতা ও স্থানীয় বাস্তবভিত্তিক স্থাপত্যচর্চার সংযোগ নিয়ে।
সম্মেলন শুরু হবে একটি প্যানেল আলোচনার মধ্য দিয়ে। যেখানে উপস্থিত থাকবেন স্থপতি মেরিনা তাবাসসুম, খোন্দকার হাসিবুল কবির ও এহসান খান। বিকেলে সাতজন স্থপতি তাঁদের প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। পরে একটি গাইডেড সান-সেট মেডিটেশনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে নকশা তৈরি করা হবে। দ্বিতীয় দিনে আরও ১০ জন স্থপতি দুটি সেশনে তাঁদের ধারণাগুলো তুলে ধরবেন। সম্মেলন শেষ হবে একটি ওপেন ফ্লোর প্যানেল আলোচনার মাধ্যমে, যার মডারেটর হিসেবে থাকবেন মাহমুদুল আনওয়ার রিয়াদ ও নাহাস খলিল। সমাপনী বক্তব্যে সম্মেলনের সারমর্ম তুলে ধরবেন মেরিনা তাবাসসুম।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা কক্সবাজারের প্রকৃতি নানাভাবে ধ্বংস হচ্ছে। ভ্রমণে আসা পর্যটকদের বিনোদনের নতুন ক্ষেত্রও তৈরি হচ্ছে না। বিষয়টি বিবেচনায় রেখে স্থপতি মেরিনা তাবাসসুমের তত্ত্বাবধানে কক্সবাজারে হতে যাচ্ছে দুই দিনব্যাপী ট্যুরিজম আর্কিটেকচার সামিট।
আয়োজনের শিরোনাম ‘ডিসকোর্স বাই দ্য শোর: ট্যুরিজম আর্কিটেকচার সামিট-২০২৫’। কক্সবাজারের প্যাঁচার দ্বীপ সৈকতের পরিবেশবান্ধব মারমেইড বিচ রিসোর্টে ১১ ও ১২ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মূলত পরিবেশবান্ধব পর্যটন ও জলবায়ু নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আলোচনায় গুরুত্ব পাবে স্থাপত্যের মাধ্যমে কীভাবে টেকসই পর্যটনকে সহায়তা করা যায় এবং পরিবেশগত ভারসাম্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা যায়। স্থপতিরা আলোচনা করবেন টেকসই পর্যটন, স্থাপনা নির্মাণ, উপকূলীয় প্রতিরোধক্ষমতা ও স্থানীয় বাস্তবভিত্তিক স্থাপত্যচর্চার সংযোগ নিয়ে।
সম্মেলন শুরু হবে একটি প্যানেল আলোচনার মধ্য দিয়ে। যেখানে উপস্থিত থাকবেন স্থপতি মেরিনা তাবাসসুম, খোন্দকার হাসিবুল কবির ও এহসান খান। বিকেলে সাতজন স্থপতি তাঁদের প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। পরে একটি গাইডেড সান-সেট মেডিটেশনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে নকশা তৈরি করা হবে। দ্বিতীয় দিনে আরও ১০ জন স্থপতি দুটি সেশনে তাঁদের ধারণাগুলো তুলে ধরবেন। সম্মেলন শেষ হবে একটি ওপেন ফ্লোর প্যানেল আলোচনার মাধ্যমে, যার মডারেটর হিসেবে থাকবেন মাহমুদুল আনওয়ার রিয়াদ ও নাহাস খলিল। সমাপনী বক্তব্যে সম্মেলনের সারমর্ম তুলে ধরবেন মেরিনা তাবাসসুম।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
২৪ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
২৪ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
২৪ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
২৪ দিন আগে