ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। অবিবাহিত। একটি অনলাইন ব্যবসা আছে। টিন সার্টিফিকেটও করিয়েছি। একটি বুটিকের দোকান দিতে চাইছি। এ জন্য ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে চাই। আমার কোনো ভাই নেই, একজন বড় বোন আছেন। বাবা মারা গেছেন সাত বছর আগে। ঋণটা নিজ নামেই নিতে চাই। আমার বোন ঋণের জামানতকারী হতে সম্মতি দিয়েছেন। জানতাম নারীরা ঋণের জামানতকারী হতে পারেন না। কিন্তু আমার বোন বলছেন, বর্তমানে নারীরাও জামানতকারী হতে পারেন। এই কথাটা কি ঠিক? আমার বোন কি ঋণের জামানতকারী হতে পারবেন? যদি না পারেন সে ক্ষেত্রে কি দুলাভাই কিংবা অন্য কোনো অনাত্মীয় পুরুষ আমার ঋণের জামানতকারী হতে পারবেন?
তাবাসসুম হাসিন, ঢাকা
কেন পারবেন না? আমাদের দেশে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেবল পুরুষ নন, নারীকেও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন আপনার মতো নারী উদ্যোক্তারা। দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এ ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন আপনাদের মতো নারী উদ্যোক্তারাও। কিন্তু ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি এখনো ততটা সহজ হয়নি। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোরও উৎসাহ কম দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে।
ব্যবসা, বাণিজ্য এবং শিল্প খাতে নারীরা যেন আরও এগিয়ে আসতে পারেন, সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি ধাপে ধাপে আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে যার সুফল ভোগ করছেন অসংখ্য নারী উদ্যোক্তা। আপনিও এর সুবিধা নিন। শুভকামনা রইল আপনার বুটিকের জন্য।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। অবিবাহিত। একটি অনলাইন ব্যবসা আছে। টিন সার্টিফিকেটও করিয়েছি। একটি বুটিকের দোকান দিতে চাইছি। এ জন্য ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে চাই। আমার কোনো ভাই নেই, একজন বড় বোন আছেন। বাবা মারা গেছেন সাত বছর আগে। ঋণটা নিজ নামেই নিতে চাই। আমার বোন ঋণের জামানতকারী হতে সম্মতি দিয়েছেন। জানতাম নারীরা ঋণের জামানতকারী হতে পারেন না। কিন্তু আমার বোন বলছেন, বর্তমানে নারীরাও জামানতকারী হতে পারেন। এই কথাটা কি ঠিক? আমার বোন কি ঋণের জামানতকারী হতে পারবেন? যদি না পারেন সে ক্ষেত্রে কি দুলাভাই কিংবা অন্য কোনো অনাত্মীয় পুরুষ আমার ঋণের জামানতকারী হতে পারবেন?
তাবাসসুম হাসিন, ঢাকা
কেন পারবেন না? আমাদের দেশে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেবল পুরুষ নন, নারীকেও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন আপনার মতো নারী উদ্যোক্তারা। দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এ ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন আপনাদের মতো নারী উদ্যোক্তারাও। কিন্তু ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি এখনো ততটা সহজ হয়নি। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোরও উৎসাহ কম দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে।
ব্যবসা, বাণিজ্য এবং শিল্প খাতে নারীরা যেন আরও এগিয়ে আসতে পারেন, সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি ধাপে ধাপে আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে যার সুফল ভোগ করছেন অসংখ্য নারী উদ্যোক্তা। আপনিও এর সুবিধা নিন। শুভকামনা রইল আপনার বুটিকের জন্য।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
০৬ আগস্ট ২০২৫গ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫