নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা শহরে কিশোরীদের খেলাধুলায় অংশ নেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হলো পরিবারের সহযোগিতা না পাওয়া। ঘরের কাজ, যাতায়াতের অসুবিধা, নিরাপত্তাহীনতা ও পর্যাপ্ত অবকাঠামোর অভাবেও মেয়েরা খেলাধুলার সুযোগ পায় না। স্পোর্টস ফর প্রটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (স্পিরিট) প্রকল্পের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বেসরকারি সংস্থা অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় টেরে ডেস হোমস, ব্রেকিং দ্য সাইলেন্স ও সলিডারিটি যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রকল্পের লার্নিং শেয়ারিং বৈঠকে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে বিশেষ অতিথি আশ্রয়ন প্রকল্প-২ এর পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, ফুটবলে নারীদের সাফল্যে আমরা স্বপ্ন ও সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু মেয়েদের খেলাধুলায় ফান্ড না থাকা আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মেয়েদের খেলায় বরাদ্দ কম বোলএ জানান বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলী। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে মেয়েদের খেলাধুলায় বরাদ্দ কম থাকা একটা বড় প্রতিবন্ধকতা। জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা যে বরাদ্দ পায়, তা দিয়ে সব কাজ করা সম্ভব হয় না।
বৈঠকে স্পিরিট প্রকল্পের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন টেরে ডেস হোমসের প্রকল্প ব্যবস্থাপক সুরোজিৎ কুণ্ডু। তিনি জানান, ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এবং কুড়িগ্রামের চিলমারি, উলিপুর ও সদর উপজেলায় স্পিরিট প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য ছিল অসহায় শিশু ও তরুণদের জন্য নিরাপদ খেলাধুলার সুযোগ তৈরি করে তাদের মানসিক ও সামাজিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত করা। ২০২২ সালের সেপ্টেম্বরে এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হবে চলতি বছর জুনে। প্রকল্পের কাজ করতে গিয়ে তারা দেখেছেন, কিশোরীরা খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার শিকার হয়। কিন্তু সামান্য সুযোগ পেলেই তারা নিজেদের প্রমাণ করতে পারে। হিজড়া জনগোষ্ঠী খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে কটূক্তি, সামাজিক গ্রহণযোগ্যতার অভাব, কাজের সুযোগ না থাকাসহ নানা সমস্যার সম্মুখীন হয়।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির বলেন, নিরাপদ খেলাধুলা শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিক বিকাশেও গুরুত্বপূর্ণ। ক্রীড়া মন্ত্রণালয় এ ধরনের কাজে বরাদ্দ দেয়। তবে বাজেট স্বল্পতার কারণে অনেক সময় যতটা সহযোগিতা প্রয়োজন ততটা করা সম্ভব হয় না।
প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, স্পিরিট প্রকল্পের কার্যক্রমে অংশগ্রহণের পর ৯৫ শতাংশ কিশোর-কিশোরী খেলাধুলায় যুক্ত হয়েছে, যেখানে প্রকল্পের আগে অংশগ্রহণ ছিল মাত্র ৫৯ শতাংশ। কুড়িগ্রামে মেয়েদের অংশগ্রহণ ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন বিশেষভাবে লক্ষণীয়। প্রকল্পের শুরুতে মানসিক সুস্থতার মান ছিল মাত্র ৮ শতাংশ, যা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। সম্পর্ক, নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে কুড়িগ্রাম এলাকার অগ্রগতি ঢাকার তুলনায় বেশি।
ঢাকা শহরে কিশোরীদের খেলাধুলায় অংশ নেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হলো পরিবারের সহযোগিতা না পাওয়া। ঘরের কাজ, যাতায়াতের অসুবিধা, নিরাপত্তাহীনতা ও পর্যাপ্ত অবকাঠামোর অভাবেও মেয়েরা খেলাধুলার সুযোগ পায় না। স্পোর্টস ফর প্রটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (স্পিরিট) প্রকল্পের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বেসরকারি সংস্থা অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় টেরে ডেস হোমস, ব্রেকিং দ্য সাইলেন্স ও সলিডারিটি যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রকল্পের লার্নিং শেয়ারিং বৈঠকে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে বিশেষ অতিথি আশ্রয়ন প্রকল্প-২ এর পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, ফুটবলে নারীদের সাফল্যে আমরা স্বপ্ন ও সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু মেয়েদের খেলাধুলায় ফান্ড না থাকা আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মেয়েদের খেলায় বরাদ্দ কম বোলএ জানান বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলী। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে মেয়েদের খেলাধুলায় বরাদ্দ কম থাকা একটা বড় প্রতিবন্ধকতা। জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা যে বরাদ্দ পায়, তা দিয়ে সব কাজ করা সম্ভব হয় না।
বৈঠকে স্পিরিট প্রকল্পের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন টেরে ডেস হোমসের প্রকল্প ব্যবস্থাপক সুরোজিৎ কুণ্ডু। তিনি জানান, ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এবং কুড়িগ্রামের চিলমারি, উলিপুর ও সদর উপজেলায় স্পিরিট প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য ছিল অসহায় শিশু ও তরুণদের জন্য নিরাপদ খেলাধুলার সুযোগ তৈরি করে তাদের মানসিক ও সামাজিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত করা। ২০২২ সালের সেপ্টেম্বরে এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হবে চলতি বছর জুনে। প্রকল্পের কাজ করতে গিয়ে তারা দেখেছেন, কিশোরীরা খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার শিকার হয়। কিন্তু সামান্য সুযোগ পেলেই তারা নিজেদের প্রমাণ করতে পারে। হিজড়া জনগোষ্ঠী খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে কটূক্তি, সামাজিক গ্রহণযোগ্যতার অভাব, কাজের সুযোগ না থাকাসহ নানা সমস্যার সম্মুখীন হয়।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির বলেন, নিরাপদ খেলাধুলা শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিক বিকাশেও গুরুত্বপূর্ণ। ক্রীড়া মন্ত্রণালয় এ ধরনের কাজে বরাদ্দ দেয়। তবে বাজেট স্বল্পতার কারণে অনেক সময় যতটা সহযোগিতা প্রয়োজন ততটা করা সম্ভব হয় না।
প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, স্পিরিট প্রকল্পের কার্যক্রমে অংশগ্রহণের পর ৯৫ শতাংশ কিশোর-কিশোরী খেলাধুলায় যুক্ত হয়েছে, যেখানে প্রকল্পের আগে অংশগ্রহণ ছিল মাত্র ৫৯ শতাংশ। কুড়িগ্রামে মেয়েদের অংশগ্রহণ ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন বিশেষভাবে লক্ষণীয়। প্রকল্পের শুরুতে মানসিক সুস্থতার মান ছিল মাত্র ৮ শতাংশ, যা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। সম্পর্ক, নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে কুড়িগ্রাম এলাকার অগ্রগতি ঢাকার তুলনায় বেশি।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
২৪ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
২৪ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
২৪ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
২৪ দিন আগে