আজ বরেণ্য দুজন নারীর জন্মদিন। তাঁদের একজন মেরি অ্যান্ডারসন, আরেকজন অ্যামি ট্যান। তাঁদের প্রতি শ্রদ্ধা।
ফিচার ডেস্ক
অনেক আবিষ্কারের গোড়ার কথা আমরা জানি না। মনে করি, এগুলো তো ছিলই। কিন্তু না। সেসব আবিষ্কারের পেছনে ছিল মানুষের দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং ধৈর্য ধরে কাজ করার গল্প।
গাড়ির সামনের কাচ পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় উইন্ডশিল্ড ওয়াইপার। জানেন, কে এর আবিষ্কারক? তাঁর নাম মেরি অ্যান্ডারসন। তিনিই সেই উদ্ভাবক, যিনি ১৯০৩ সালে উইন্ডশিল্ড ওয়াইপারের পেটেন্ট পান। উদ্ভাবনটি ১৯২২ সালে কেডিলাক গাড়ির নির্মাতাপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে গ্রহণ করে।
অ্যান্ডারসন লক্ষ করেছিলেন, স্ট্রিট কার ড্রাইভারদের অনেক সময় খারাপ আবহাওয়ায় দেখতে না পেরে জানালা খোলার প্রয়োজন পড়ত। কখনো কখনো কারটি থামিয়ে জানালা পরিষ্কার করতে হতো। মেরির উদ্ভাবনটি ছিল প্রথম কার্যকর উইন্ডশিল্ড পরিষ্কার করার যন্ত্র, যেটি গাড়ির জানালা পরিষ্কারের জন্য ব্যবহার করতে হয়েছিল। সে উদ্ভাবনটি ছিল একধরনের লিভার-নিয়ন্ত্রিত স্প্রিং-লোডেড আর্ম ও রাবার ব্লেড। এ আবিষ্কারের ফলে গাড়ির ড্রাইভাররা ঝুঁকি ছাড়া খারাপ আবহাওয়ায় উইন্ডশিল্ড পরিষ্কার করতে পারতেন। মেরি অ্যান্ডারসন তাঁর জীবদ্দশায় নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ এবং পরিচালনার পাশাপাশি একটি গবাদিপশুর খামার ও আঙুরবাগানও পরিচালনা করেছিলেন।
মেরির জন্ম ১৮৬৬ সালের ১৯ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের গ্রিন কাউন্টিতে। তিনি ১৯৫৩ সালের ২৭ জুন মারা যান। ২০১১ সালে তাঁকে উদ্ভাবকদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।
সূত্র: ন্যাশনাল ইনভেন্টরস হল অব ফেম
অনেক আবিষ্কারের গোড়ার কথা আমরা জানি না। মনে করি, এগুলো তো ছিলই। কিন্তু না। সেসব আবিষ্কারের পেছনে ছিল মানুষের দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং ধৈর্য ধরে কাজ করার গল্প।
গাড়ির সামনের কাচ পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় উইন্ডশিল্ড ওয়াইপার। জানেন, কে এর আবিষ্কারক? তাঁর নাম মেরি অ্যান্ডারসন। তিনিই সেই উদ্ভাবক, যিনি ১৯০৩ সালে উইন্ডশিল্ড ওয়াইপারের পেটেন্ট পান। উদ্ভাবনটি ১৯২২ সালে কেডিলাক গাড়ির নির্মাতাপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে গ্রহণ করে।
অ্যান্ডারসন লক্ষ করেছিলেন, স্ট্রিট কার ড্রাইভারদের অনেক সময় খারাপ আবহাওয়ায় দেখতে না পেরে জানালা খোলার প্রয়োজন পড়ত। কখনো কখনো কারটি থামিয়ে জানালা পরিষ্কার করতে হতো। মেরির উদ্ভাবনটি ছিল প্রথম কার্যকর উইন্ডশিল্ড পরিষ্কার করার যন্ত্র, যেটি গাড়ির জানালা পরিষ্কারের জন্য ব্যবহার করতে হয়েছিল। সে উদ্ভাবনটি ছিল একধরনের লিভার-নিয়ন্ত্রিত স্প্রিং-লোডেড আর্ম ও রাবার ব্লেড। এ আবিষ্কারের ফলে গাড়ির ড্রাইভাররা ঝুঁকি ছাড়া খারাপ আবহাওয়ায় উইন্ডশিল্ড পরিষ্কার করতে পারতেন। মেরি অ্যান্ডারসন তাঁর জীবদ্দশায় নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ এবং পরিচালনার পাশাপাশি একটি গবাদিপশুর খামার ও আঙুরবাগানও পরিচালনা করেছিলেন।
মেরির জন্ম ১৮৬৬ সালের ১৯ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের গ্রিন কাউন্টিতে। তিনি ১৯৫৩ সালের ২৭ জুন মারা যান। ২০১১ সালে তাঁকে উদ্ভাবকদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।
সূত্র: ন্যাশনাল ইনভেন্টরস হল অব ফেম
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
২৪ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
২৪ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
২৪ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
২৪ দিন আগে