কাশফিয়া আলম ঝিলিক
স্বাধীন বাংলাদেশের বয়সের সমান্তরালে বেড়েছে বইমেলার বয়স। গত ৫২ বছরে এর রূপ, জায়গা আর পরিসর বদলেছে অনেকবার। দেখতে দেখতে এটি উৎসবে পরিণত হয়েছে। শীতের শেষ আর বসন্তের শুরু জুড়ে বাঙালির মনে ফেব্রুয়ারি মানেই বইমেলা। এখানে পাঠক, লেখক আর প্রকাশকদের পাশাপাশি বড় একটা অংশজুড়ে থাকেন বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীরা। কেমন দেখেন তাঁরা বইমেলাকে? তাঁদের কথা তুলে ধরেছেন কাশফিয়া আলম ঝিলিক।
একজন ক্রেতা শেখ ফাতিমা পাপিয়া নামে বইমেলার এক বিক্রয়কর্মীকে লেখক মনে করে কথা বলতে শুরু করেন। পাপিয়া জানালেন, তিনি লেখক নন। ক্রেতা বলেন, ভুল করে যখন আপনাকেই লেখক মনে করেছি, তখন আপনিই অটোগ্রাফ দিয়ে দিন।
চৈতন্য প্রকাশনীর বিক্রয়কর্মী শেখ ফাতিমা পাপিয়া এমনই এক মজার ঘটনা জানালেন। বই বিক্রয়কর্মী হিসেবে চার বছরের অভিজ্ঞতা তাঁর। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানালেন, লেখক-পাঠকদের খুব কাছ থেকে দেখার সুযোগ একজন বিক্রয়কর্মী হিসেবে তিনি অনেক বেশি উপভোগ করেন। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ার সময় থেকে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন লামিয়া। এখন তিনি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়েন। ২০২১ সালের আগে ও পরের চিত্র খুব ভালো করে মনে করতে পারেন পাপিয়া। কোভিডের আগে ও পরে মেলায় পাঠকদের অংশগ্রহণ ও পাঠরুচির বিস্তর ফারাক খেয়াল করেছেন তিনি। তরুণ লেখকেরাও এখন পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে বলে অভিজ্ঞতা থেকে জানালেন পাপিয়া। তিনি বলেন, তবে তরুণ লেখকদের বইয়ের প্রতি এই প্রজন্মের পাঠকদের অনেক আগ্রহ আছে।’
গত চার বছরে কাজ করতে গিয়ে তেমন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হননি পাপিয়া। তবে বিক্রয়কর্মীদের যাতায়াতের সমস্যা সমাধানের ক্ষেত্রে মনোযোগ দেওয়া হলে নারী কর্মীরা আরও স্বচ্ছন্দে কাজ করতে পারতেন বলে মনে করেন পাপিয়া।
স্বাধীন বাংলাদেশের বয়সের সমান্তরালে বেড়েছে বইমেলার বয়স। গত ৫২ বছরে এর রূপ, জায়গা আর পরিসর বদলেছে অনেকবার। দেখতে দেখতে এটি উৎসবে পরিণত হয়েছে। শীতের শেষ আর বসন্তের শুরু জুড়ে বাঙালির মনে ফেব্রুয়ারি মানেই বইমেলা। এখানে পাঠক, লেখক আর প্রকাশকদের পাশাপাশি বড় একটা অংশজুড়ে থাকেন বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীরা। কেমন দেখেন তাঁরা বইমেলাকে? তাঁদের কথা তুলে ধরেছেন কাশফিয়া আলম ঝিলিক।
একজন ক্রেতা শেখ ফাতিমা পাপিয়া নামে বইমেলার এক বিক্রয়কর্মীকে লেখক মনে করে কথা বলতে শুরু করেন। পাপিয়া জানালেন, তিনি লেখক নন। ক্রেতা বলেন, ভুল করে যখন আপনাকেই লেখক মনে করেছি, তখন আপনিই অটোগ্রাফ দিয়ে দিন।
চৈতন্য প্রকাশনীর বিক্রয়কর্মী শেখ ফাতিমা পাপিয়া এমনই এক মজার ঘটনা জানালেন। বই বিক্রয়কর্মী হিসেবে চার বছরের অভিজ্ঞতা তাঁর। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানালেন, লেখক-পাঠকদের খুব কাছ থেকে দেখার সুযোগ একজন বিক্রয়কর্মী হিসেবে তিনি অনেক বেশি উপভোগ করেন। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ার সময় থেকে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন লামিয়া। এখন তিনি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়েন। ২০২১ সালের আগে ও পরের চিত্র খুব ভালো করে মনে করতে পারেন পাপিয়া। কোভিডের আগে ও পরে মেলায় পাঠকদের অংশগ্রহণ ও পাঠরুচির বিস্তর ফারাক খেয়াল করেছেন তিনি। তরুণ লেখকেরাও এখন পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে বলে অভিজ্ঞতা থেকে জানালেন পাপিয়া। তিনি বলেন, তবে তরুণ লেখকদের বইয়ের প্রতি এই প্রজন্মের পাঠকদের অনেক আগ্রহ আছে।’
গত চার বছরে কাজ করতে গিয়ে তেমন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হননি পাপিয়া। তবে বিক্রয়কর্মীদের যাতায়াতের সমস্যা সমাধানের ক্ষেত্রে মনোযোগ দেওয়া হলে নারী কর্মীরা আরও স্বচ্ছন্দে কাজ করতে পারতেন বলে মনে করেন পাপিয়া।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
০৬ আগস্ট ২০২৫গ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫