ডেস্ক রিপোর্ট
সাদা ও তীব্র সাইট্রাস সুগন্ধযুক্ত একটি হাইব্রিড গোলাপের নাম মারিয়া শ্রাইভার। ২০০৪ সালের অক্টোবরে গোলাপটির নামকরণ করা হয় মারিয়া ওয়িংস শ্রাইভারের নাম অনুসারে। শ্রাইভার একজন আমেরিকান সাংবাদিক, লেখক, ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি এবং কেনেডি পরিবারের সদস্য। তিনি দ্য উইমেনস আলঝেইমার মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা।
১৯৫৫ সালের ৬ নভেম্বর শিকাগো শহরের ইলিনয়ের প্রেসবিটারিয়ান হাসপাতালে জন্মেছিলেন মারিয়া। তাঁর বাবা রাজনীতিবিদ সার্জেন্ট শ্রাইভার এবং মা কর্মী ইউনিস কেনেডি। শ্রাইভার তাঁর সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন সিবিএস স্টেশন কেওয়াইডব্লিউ টিভি থেকে।
১৯৮৬ সালে এনবিসি নিউজে যোগদানের আগে স্বল্পসময়ের জন্য সিবিএস মর্নিং নিউজে উপস্থাপনা করেন। টুডে শো এবং এনবিসি নাইটলি নিউজের সাপ্তাহিক সংস্করণেও তিনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে আর্নল্ড শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার ৩৮তম গভর্নর হিসেবে অভিষিক্ত হওয়ার পর সেই প্রদেশের ফার্স্ট লেডি হন মারিয়া। ফার্স্ট লেডি হিসেবে নিজের কাজ করার জন্য ২০০৪ সালে এনবিসি নিউজ ছেড়ে দেন তিনি। তবে এরপর ২০১৩ সালে বিশেষ উপস্থাপক হিসেবে ফিরে আসেন। মারিয়া ফার্স্ট লেডি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ায় নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্যের অবসান ঘটানোর বাস্তব সমাধান নিয়ে কাজ করা এবং পুরো ক্যালিফোর্নিয়ায় তাঁদের সেবামূলক কাজ করতে উৎসাহিত করেন।
সাদা ও তীব্র সাইট্রাস সুগন্ধযুক্ত একটি হাইব্রিড গোলাপের নাম মারিয়া শ্রাইভার। ২০০৪ সালের অক্টোবরে গোলাপটির নামকরণ করা হয় মারিয়া ওয়িংস শ্রাইভারের নাম অনুসারে। শ্রাইভার একজন আমেরিকান সাংবাদিক, লেখক, ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি এবং কেনেডি পরিবারের সদস্য। তিনি দ্য উইমেনস আলঝেইমার মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা।
১৯৫৫ সালের ৬ নভেম্বর শিকাগো শহরের ইলিনয়ের প্রেসবিটারিয়ান হাসপাতালে জন্মেছিলেন মারিয়া। তাঁর বাবা রাজনীতিবিদ সার্জেন্ট শ্রাইভার এবং মা কর্মী ইউনিস কেনেডি। শ্রাইভার তাঁর সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন সিবিএস স্টেশন কেওয়াইডব্লিউ টিভি থেকে।
১৯৮৬ সালে এনবিসি নিউজে যোগদানের আগে স্বল্পসময়ের জন্য সিবিএস মর্নিং নিউজে উপস্থাপনা করেন। টুডে শো এবং এনবিসি নাইটলি নিউজের সাপ্তাহিক সংস্করণেও তিনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে আর্নল্ড শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার ৩৮তম গভর্নর হিসেবে অভিষিক্ত হওয়ার পর সেই প্রদেশের ফার্স্ট লেডি হন মারিয়া। ফার্স্ট লেডি হিসেবে নিজের কাজ করার জন্য ২০০৪ সালে এনবিসি নিউজ ছেড়ে দেন তিনি। তবে এরপর ২০১৩ সালে বিশেষ উপস্থাপক হিসেবে ফিরে আসেন। মারিয়া ফার্স্ট লেডি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ায় নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্যের অবসান ঘটানোর বাস্তব সমাধান নিয়ে কাজ করা এবং পুরো ক্যালিফোর্নিয়ায় তাঁদের সেবামূলক কাজ করতে উৎসাহিত করেন।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
২৫ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫