ফিচার ডেস্ক
কাউকে দাওয়াত দিয়ে রান্নাবান্না করে খাওয়ানোর পর বাসন মাজতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। এত বাসন মাজতে হবে বলে মাথায় হাত পড়ে। এখান থেকেই হয়তো একদিন ডিশওয়াশার তৈরির সূত্র পেয়েছিলেন জোসেফাইন কোচরান। না হলে কি আর ডিশওয়াশার তৈরিতে মন দিতেন তিনি?
শিকাগোর উদ্ভাবক জোসেফাইন ডিশওয়াশার আবিষ্কারের জন্য প্রত্যেক মানুষের; বিশেষ করে নারীদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন। তবে জানিয়ে রাখা ভালো, জোসেফাইন আসলে কাপড় ধোয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে সেটিতে তিনি সফল হতে পারেননি। এরপর তিনি ডিশওয়াশার মেশিনের একটি প্রোটোটাইপ ডিজাইন করেন। শুধু তা-ই নয়, ইলিনয়ের শেলবিভিলে নিজ বাড়িতে জোসেফাইন এর প্রথম মডেলটির নকশা করেছিলেন। ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর এটির পেটেন্ট পান তিনি।
তবে পঞ্চাশের দশক পর্যন্ত সাধারণ মানুষের কাছে ডিশওয়াশার জনপ্রিয়তা পায়নি। প্রথম দিকে শুধু বড় বড় হোটেল আর রেস্তোরাঁতেই এর জায়গা হয়। তিনি এই ডিশওয়াশার তৈরির জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা শেষ পর্যন্ত কিচেনএইডে পরিণত হয়। ১৮৩৯ সালের ৮ মার্চ ওহাইওর অশতাবুলা কাউন্টিতে জন্ম নেওয়া এই নারী উদ্ভাবক ১৯১৩ সালের ৩ আগস্ট শিকাগোর ইলিনয়ে মারা যান।
সূত্র: ক্ল্যাসিক শিকাগো ম্যাগাজিন
কাউকে দাওয়াত দিয়ে রান্নাবান্না করে খাওয়ানোর পর বাসন মাজতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। এত বাসন মাজতে হবে বলে মাথায় হাত পড়ে। এখান থেকেই হয়তো একদিন ডিশওয়াশার তৈরির সূত্র পেয়েছিলেন জোসেফাইন কোচরান। না হলে কি আর ডিশওয়াশার তৈরিতে মন দিতেন তিনি?
শিকাগোর উদ্ভাবক জোসেফাইন ডিশওয়াশার আবিষ্কারের জন্য প্রত্যেক মানুষের; বিশেষ করে নারীদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন। তবে জানিয়ে রাখা ভালো, জোসেফাইন আসলে কাপড় ধোয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে সেটিতে তিনি সফল হতে পারেননি। এরপর তিনি ডিশওয়াশার মেশিনের একটি প্রোটোটাইপ ডিজাইন করেন। শুধু তা-ই নয়, ইলিনয়ের শেলবিভিলে নিজ বাড়িতে জোসেফাইন এর প্রথম মডেলটির নকশা করেছিলেন। ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর এটির পেটেন্ট পান তিনি।
তবে পঞ্চাশের দশক পর্যন্ত সাধারণ মানুষের কাছে ডিশওয়াশার জনপ্রিয়তা পায়নি। প্রথম দিকে শুধু বড় বড় হোটেল আর রেস্তোরাঁতেই এর জায়গা হয়। তিনি এই ডিশওয়াশার তৈরির জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা শেষ পর্যন্ত কিচেনএইডে পরিণত হয়। ১৮৩৯ সালের ৮ মার্চ ওহাইওর অশতাবুলা কাউন্টিতে জন্ম নেওয়া এই নারী উদ্ভাবক ১৯১৩ সালের ৩ আগস্ট শিকাগোর ইলিনয়ে মারা যান।
সূত্র: ক্ল্যাসিক শিকাগো ম্যাগাজিন
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
০৬ আগস্ট ২০২৫গ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫