ফিচার ডেস্ক
‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে...’
রবীন্দ্রনাথ ঠাকুর এ গান লিখেছিলেন ১৯৩৯ সালে। ঠাকুর যদি ঘুণাক্ষরেও জানতেন, একদিন প্রযুক্তি মানুষের ‘মনে মনে’ও হারিয়ে যাওয়ার অধিকার কেড়ে নেবে, তাহলে কী করতেন? সে উত্তর মহাকালের গর্ভেই থাকুক।
গ্লোবাল পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে জিপিএস নামে যে প্রযুক্তি এখন আমাদের হারিয়ে যাওয়ার অধিকারও কেড়ে নিয়েছে, সেটির ধারণা দিয়েছিলেন গ্ল্যাডিস মে ওয়েস্ট ওরফে এন ই ব্রাউন। ১৯৩০ সালের ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রে জন্মেছিলেন গ্ল্যাডিস।
আমেরিকান এই গণিতবিদ পৃথিবীর আকৃতির গাণিতিক মডেলিং এবং স্যাটেলাইট জিওডেসি মডেলের উন্নয়নে অবদান রেখেছিলেন। পরবর্তী সময়ে যা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের অন্তর্ভুক্ত করা হয়। এ ধারণার জন্য ওয়েস্টকে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর স্যাটেলাইট জিওডেসি মডেলের উন্নয়নের জন্য তাঁকে ওয়েবি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল।
ওয়েস্ট ১৯৪৮ সালে স্নাতক হয়ে বৃত্তি পান। ১৯৫৬ সালে ভার্জিনিয়ার ডাহলগ্রেনে নেভাল প্রুভিং গ্রাউন্ডে নিয়োগ পাওয়া চারজন কৃষ্ণাঙ্গের মধ্যে তিনি ছিলেন একজন।
ষাটের দশকের শুরুর দিকে তিনি নেপচুন ও প্লুটো গ্রহের গতিবিষয়ক গবেষণায় অংশ নিয়েছিলেন। পরবর্তীকালে তিনি পৃথিবীর আকৃতির অলটিমিটার মডেলগুলো একত্র করে উপগ্রহ থেকে ডেটা বিশ্লেষণ করতে শুরু করেন। তিনি সিস্যাট রাডার অলটাইমেট্রি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হয়েছিলেন।
সূত্র: সায়েন্টিফিক উইমেন
‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে...’
রবীন্দ্রনাথ ঠাকুর এ গান লিখেছিলেন ১৯৩৯ সালে। ঠাকুর যদি ঘুণাক্ষরেও জানতেন, একদিন প্রযুক্তি মানুষের ‘মনে মনে’ও হারিয়ে যাওয়ার অধিকার কেড়ে নেবে, তাহলে কী করতেন? সে উত্তর মহাকালের গর্ভেই থাকুক।
গ্লোবাল পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে জিপিএস নামে যে প্রযুক্তি এখন আমাদের হারিয়ে যাওয়ার অধিকারও কেড়ে নিয়েছে, সেটির ধারণা দিয়েছিলেন গ্ল্যাডিস মে ওয়েস্ট ওরফে এন ই ব্রাউন। ১৯৩০ সালের ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রে জন্মেছিলেন গ্ল্যাডিস।
আমেরিকান এই গণিতবিদ পৃথিবীর আকৃতির গাণিতিক মডেলিং এবং স্যাটেলাইট জিওডেসি মডেলের উন্নয়নে অবদান রেখেছিলেন। পরবর্তী সময়ে যা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের অন্তর্ভুক্ত করা হয়। এ ধারণার জন্য ওয়েস্টকে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর স্যাটেলাইট জিওডেসি মডেলের উন্নয়নের জন্য তাঁকে ওয়েবি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল।
ওয়েস্ট ১৯৪৮ সালে স্নাতক হয়ে বৃত্তি পান। ১৯৫৬ সালে ভার্জিনিয়ার ডাহলগ্রেনে নেভাল প্রুভিং গ্রাউন্ডে নিয়োগ পাওয়া চারজন কৃষ্ণাঙ্গের মধ্যে তিনি ছিলেন একজন।
ষাটের দশকের শুরুর দিকে তিনি নেপচুন ও প্লুটো গ্রহের গতিবিষয়ক গবেষণায় অংশ নিয়েছিলেন। পরবর্তীকালে তিনি পৃথিবীর আকৃতির অলটিমিটার মডেলগুলো একত্র করে উপগ্রহ থেকে ডেটা বিশ্লেষণ করতে শুরু করেন। তিনি সিস্যাট রাডার অলটাইমেট্রি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হয়েছিলেন।
সূত্র: সায়েন্টিফিক উইমেন
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
২৫ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
২৫ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
২৫ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
২৫ দিন আগে