নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদে এক-তৃতীয়াংশ মহিলা আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে এসব আসনে সরাসরি নির্বাচনের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
মহিলা পরিষদের সভাপতি বলেন, কাউকে পেছনে রেখে গণতন্ত্র এগিয়ে নেওয়া যায় না। তাই নারীসমাজের দাবি, সংসদে এক-তৃতীয়াংশ আসন নারীদের হতে হবে এবং এসব আসনে সরাসরি নির্বাচন দিতে হবে। পশ্চাৎপদ অংশকে এগিয়ে নিতে সুযোগ প্রয়োজন। নারীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দলগুলোকে নারী আন্দোলনের দাবিকে গুরুত্ব দিতে হবে; মানুষের কণ্ঠস্বরকে বুঝতে হবে। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নারীদের অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে।
রাজনৈতিক দলের নারীনেত্রীদের মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে, তারা কীভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করবে এবং সমতা প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে কেবল রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নও করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বেলাবো জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস প্রমুখ।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্টন মোড় পর্যন্ত র্যালি হয়। সমাবেশ ও র্যালিতে বাংলাদেশ মহিলা পরিষদ ছাড়াও গণসাক্ষরতা অভিযান, কর্মজীবী নারী এবং নারী শ্রমিককেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।
জাতীয় সংসদে এক-তৃতীয়াংশ মহিলা আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে এসব আসনে সরাসরি নির্বাচনের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
মহিলা পরিষদের সভাপতি বলেন, কাউকে পেছনে রেখে গণতন্ত্র এগিয়ে নেওয়া যায় না। তাই নারীসমাজের দাবি, সংসদে এক-তৃতীয়াংশ আসন নারীদের হতে হবে এবং এসব আসনে সরাসরি নির্বাচন দিতে হবে। পশ্চাৎপদ অংশকে এগিয়ে নিতে সুযোগ প্রয়োজন। নারীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দলগুলোকে নারী আন্দোলনের দাবিকে গুরুত্ব দিতে হবে; মানুষের কণ্ঠস্বরকে বুঝতে হবে। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নারীদের অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে।
রাজনৈতিক দলের নারীনেত্রীদের মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে, তারা কীভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করবে এবং সমতা প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে কেবল রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নও করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বেলাবো জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস প্রমুখ।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্টন মোড় পর্যন্ত র্যালি হয়। সমাবেশ ও র্যালিতে বাংলাদেশ মহিলা পরিষদ ছাড়াও গণসাক্ষরতা অভিযান, কর্মজীবী নারী এবং নারী শ্রমিককেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
২৪ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
২৪ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
২৪ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
২৪ দিন আগে