ডেস্ক রিপোর্ট
হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর কবিতা ‘পল রেভারের রাইড’। ১৮৬১ সালে লেখা এই কবিতায় ফুটে ওঠে কীভাবে একজন সাধারণ আমেরিকান এক রাতের মধ্যে জনগণের নায়ক হয়ে ওঠেন।
১৭৭৫ সালে এক দুঃসাহসিক কাজ করেছিলেন পল রেভার। লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের আগে ব্রিটিশ সৈন্যদের আশপাশের এলাকাবাসীকে সতর্ক করেন তিনি। তবে তাঁর এই রেকর্ড ভেঙে দেন এক নারী। তাঁর নাম সিবিল লুডিংটন।
ষোড়শী সিবিল লুডিংটন এক গভীর রাতে ঘোড়ার পিঠে সওয়ার হন। তাঁর কাঁধে ব্রিটিশদের আক্রমণ সম্পর্কে নিজের গ্রামবাসীকে সচেতন করার বিশাল দায়িত্ব। তিনি প্রায় ৪০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন এ কাজের জন্য, যা পল রেভারের বিখ্যাত রাইডের যাত্রাপথের দৈর্ঘ্যের প্রায় তিন গুণ।
ড্যানবারি শহরে আক্রমণ করা হচ্ছে—এমন খবর পেয়ে কোনো কিছু না ভেবেই ঘোড়ায় চড়ে ঘরে ঘরে সতর্কবাণী পৌঁছাতে রওনা দেন সিবিল। অনেকে বলেন, তিনি নিজেই এই সিদ্ধান্ত নেন। আবার অনেকে মনে করেন, তাঁর বাবা তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন বলেই তিনি এমন দুঃসাহসিক যাত্রা করেছিলেন।
এ ঘটনার দুই বছর পর ১৭৭৭ সালের ২৬ এপ্রিল সিবিল লুডিংটন মাঝরাতে ঘোড়ার পিঠে চড়ে আমেরিকান মিলিশিয়াদের সতর্ক করেছিলেন ব্রিটিশদের আক্রমণ সম্পর্কে। জীবনের ঝুঁকি নিয়ে করা এসব কাজ তাঁকে স্মরণীয় করে রেখেছে।
হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর কবিতা ‘পল রেভারের রাইড’। ১৮৬১ সালে লেখা এই কবিতায় ফুটে ওঠে কীভাবে একজন সাধারণ আমেরিকান এক রাতের মধ্যে জনগণের নায়ক হয়ে ওঠেন।
১৭৭৫ সালে এক দুঃসাহসিক কাজ করেছিলেন পল রেভার। লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের আগে ব্রিটিশ সৈন্যদের আশপাশের এলাকাবাসীকে সতর্ক করেন তিনি। তবে তাঁর এই রেকর্ড ভেঙে দেন এক নারী। তাঁর নাম সিবিল লুডিংটন।
ষোড়শী সিবিল লুডিংটন এক গভীর রাতে ঘোড়ার পিঠে সওয়ার হন। তাঁর কাঁধে ব্রিটিশদের আক্রমণ সম্পর্কে নিজের গ্রামবাসীকে সচেতন করার বিশাল দায়িত্ব। তিনি প্রায় ৪০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন এ কাজের জন্য, যা পল রেভারের বিখ্যাত রাইডের যাত্রাপথের দৈর্ঘ্যের প্রায় তিন গুণ।
ড্যানবারি শহরে আক্রমণ করা হচ্ছে—এমন খবর পেয়ে কোনো কিছু না ভেবেই ঘোড়ায় চড়ে ঘরে ঘরে সতর্কবাণী পৌঁছাতে রওনা দেন সিবিল। অনেকে বলেন, তিনি নিজেই এই সিদ্ধান্ত নেন। আবার অনেকে মনে করেন, তাঁর বাবা তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন বলেই তিনি এমন দুঃসাহসিক যাত্রা করেছিলেন।
এ ঘটনার দুই বছর পর ১৭৭৭ সালের ২৬ এপ্রিল সিবিল লুডিংটন মাঝরাতে ঘোড়ার পিঠে চড়ে আমেরিকান মিলিশিয়াদের সতর্ক করেছিলেন ব্রিটিশদের আক্রমণ সম্পর্কে। জীবনের ঝুঁকি নিয়ে করা এসব কাজ তাঁকে স্মরণীয় করে রেখেছে।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
০৬ আগস্ট ২০২৫গ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫