স্ভেৎলানা
ফিচার ডেস্ক
একজন বন্দী কারাগারে থেকে কিসের বিনিময়ে ভালো সেবা পেতে পারেন? অনেকের মনে ঘুরতে পারে এর অনেক উত্তর। কিন্তু যদি শোনেন, এই ‘বিনিময়’ সেই বন্দীর পরিবারকে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব! অনেকে হোঁচট খাবেন। তেমনই এক ঘটনার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস করেছেন স্ভেৎলানা নামের এক নারী। তিনি জানিয়েছেন, তাঁর জেলবন্দী স্বামীর ভালো থাকার বিনিময়ে তাঁকে নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এ প্রস্তাবের উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি কখনোই আমার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কথা ভাবিনি। এক সেকেন্ডের জন্যও নয়।’
৪২ বছর বয়সী স্ভেৎলানা দুই বছর ধরে স্বামীর অপেক্ষায় প্রহর গুনছেন। তাঁর স্বামী দিমারকে রাশিয়ানরা বন্দী করে রেখেছে। প্রতীক্ষাকালীন একদিন স্ভেৎলানা একটি ফোনকল পান। অন্য প্রান্ত থেকে এক রুশ এজেন্ট তাঁর সঙ্গে কথা বলেন। দিমিত্রি নামের সেই এজেন্ট স্ভেৎলানাকে তাঁর স্বামীর ভালো থাকার বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব দেন। তাঁকে বলা হয়েছিল, ‘তুমি একটি সামরিক অফিস পুড়িয়ে দিতে পারো, একটি সামরিক গাড়িতে আগুন ধরিয়ে দিতে পারো অথবা ইউক্রেনীয় রেলওয়ে ইলেকট্রিক বক্সে নাশকতা করতে পারো।’ তাঁর সামনে আরেকটি বিকল্প পথও খোলা রাখা হয়েছিল। কাছাকাছি থাকা আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর অবস্থান সম্পর্কে সেই এজেন্টকে জানানো। তাঁকে শিখিয়ে দেওয়া হয় কীভাবে একটি রেলস্টেশনে আগুন লাগাতে হবে। কোন ধরনের পোশাক পরে যেতে হবে। বিনিময়ে স্ভেৎলানা সেই এজেন্টকে জানান, তাঁকে তাঁর স্বামীর কাছে একটা পার্সেল পৌঁছে দিতে হবে।
ফোন ধরার পর স্ভেৎলানা মূলত ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে সব পদক্ষেপ নিচ্ছিলেন। তাদের নির্দেশ আছে, রুশ এজেন্টরা তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা যেন যতটা সম্ভব সময় নেয়, সবকিছু রেকর্ড ও ছবি তোলে এবং রিপোর্ট করে। স্ভেৎলানা রিপোর্ট করেছিলেন। তিনি মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন। তিনি সময় ক্ষেপণ করছিলেন নির্দেশমতো।
একপর্যায়ে স্ভেৎলানা সেই প্রস্তাবে রাজি না হলে এজেন্টটি তাঁকে বলেন, ‘তোমার স্বামীকে নির্যাতন করা হচ্ছে এবং এর জন্য তুমি দায়ী।’ সেদিনের সেই ফোনকল স্ভেৎলানাকে একচুলও নড়াতে পারেনি নিজের অবস্থান থেকে।
তিন মাস আগে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন স্ভেৎলানার স্বামী দিমার। বর্তমানে চার বছরের সন্তানকে নিয়ে ভালোভাবেই জীবনযাপন করছেন তাঁরা। সবাই যখন স্ভেৎলানাকে জিজ্ঞাসা করে, কীভাবে সহ্য করেছিলেন সেই সব দিন? উত্তরে তিনি বলেন, ‘আমি সব সময় বলি, আমি একজন অফিসারের স্ত্রী।’
ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, বন্দী সৈনিকদের আত্মীয়দের মধ্যে রাশিয়ার সঙ্গে কাজ করতে সম্মত হওয়া মানুষের সংখ্যা কম। অন্যদিকে রাশিয়ান সরকার এক বিবৃতিতে বিবিসিকে জানিয়েছে, বন্দীদের পরিবারকে লিভারেজ হিসেবে ব্যবহার করার অভিযোগগুলো ভিত্তিহীন। উল্টো রাশিয়া ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে মানবিকভাবে এবং জেনেভা কনভেনশনের নীতি অনুসারে আচরণ করে বলে দাবি করে।
সূত্র: বিবিসি
একজন বন্দী কারাগারে থেকে কিসের বিনিময়ে ভালো সেবা পেতে পারেন? অনেকের মনে ঘুরতে পারে এর অনেক উত্তর। কিন্তু যদি শোনেন, এই ‘বিনিময়’ সেই বন্দীর পরিবারকে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব! অনেকে হোঁচট খাবেন। তেমনই এক ঘটনার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস করেছেন স্ভেৎলানা নামের এক নারী। তিনি জানিয়েছেন, তাঁর জেলবন্দী স্বামীর ভালো থাকার বিনিময়ে তাঁকে নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এ প্রস্তাবের উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি কখনোই আমার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কথা ভাবিনি। এক সেকেন্ডের জন্যও নয়।’
৪২ বছর বয়সী স্ভেৎলানা দুই বছর ধরে স্বামীর অপেক্ষায় প্রহর গুনছেন। তাঁর স্বামী দিমারকে রাশিয়ানরা বন্দী করে রেখেছে। প্রতীক্ষাকালীন একদিন স্ভেৎলানা একটি ফোনকল পান। অন্য প্রান্ত থেকে এক রুশ এজেন্ট তাঁর সঙ্গে কথা বলেন। দিমিত্রি নামের সেই এজেন্ট স্ভেৎলানাকে তাঁর স্বামীর ভালো থাকার বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব দেন। তাঁকে বলা হয়েছিল, ‘তুমি একটি সামরিক অফিস পুড়িয়ে দিতে পারো, একটি সামরিক গাড়িতে আগুন ধরিয়ে দিতে পারো অথবা ইউক্রেনীয় রেলওয়ে ইলেকট্রিক বক্সে নাশকতা করতে পারো।’ তাঁর সামনে আরেকটি বিকল্প পথও খোলা রাখা হয়েছিল। কাছাকাছি থাকা আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর অবস্থান সম্পর্কে সেই এজেন্টকে জানানো। তাঁকে শিখিয়ে দেওয়া হয় কীভাবে একটি রেলস্টেশনে আগুন লাগাতে হবে। কোন ধরনের পোশাক পরে যেতে হবে। বিনিময়ে স্ভেৎলানা সেই এজেন্টকে জানান, তাঁকে তাঁর স্বামীর কাছে একটা পার্সেল পৌঁছে দিতে হবে।
ফোন ধরার পর স্ভেৎলানা মূলত ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে সব পদক্ষেপ নিচ্ছিলেন। তাদের নির্দেশ আছে, রুশ এজেন্টরা তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা যেন যতটা সম্ভব সময় নেয়, সবকিছু রেকর্ড ও ছবি তোলে এবং রিপোর্ট করে। স্ভেৎলানা রিপোর্ট করেছিলেন। তিনি মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন। তিনি সময় ক্ষেপণ করছিলেন নির্দেশমতো।
একপর্যায়ে স্ভেৎলানা সেই প্রস্তাবে রাজি না হলে এজেন্টটি তাঁকে বলেন, ‘তোমার স্বামীকে নির্যাতন করা হচ্ছে এবং এর জন্য তুমি দায়ী।’ সেদিনের সেই ফোনকল স্ভেৎলানাকে একচুলও নড়াতে পারেনি নিজের অবস্থান থেকে।
তিন মাস আগে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন স্ভেৎলানার স্বামী দিমার। বর্তমানে চার বছরের সন্তানকে নিয়ে ভালোভাবেই জীবনযাপন করছেন তাঁরা। সবাই যখন স্ভেৎলানাকে জিজ্ঞাসা করে, কীভাবে সহ্য করেছিলেন সেই সব দিন? উত্তরে তিনি বলেন, ‘আমি সব সময় বলি, আমি একজন অফিসারের স্ত্রী।’
ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, বন্দী সৈনিকদের আত্মীয়দের মধ্যে রাশিয়ার সঙ্গে কাজ করতে সম্মত হওয়া মানুষের সংখ্যা কম। অন্যদিকে রাশিয়ান সরকার এক বিবৃতিতে বিবিসিকে জানিয়েছে, বন্দীদের পরিবারকে লিভারেজ হিসেবে ব্যবহার করার অভিযোগগুলো ভিত্তিহীন। উল্টো রাশিয়া ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে মানবিকভাবে এবং জেনেভা কনভেনশনের নীতি অনুসারে আচরণ করে বলে দাবি করে।
সূত্র: বিবিসি
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
০৬ আগস্ট ২০২৫গ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫