ফিচার ডেস্ক
আগস্ট শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস।
দক্ষিণ আফ্রিকায় তখনো শ্বেতাঙ্গদের শাসন চলছে। সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গরা বিভিন্নভাবে নির্যাতিত। ১৯৫৬ সালে শ্বেতাঙ্গ সরকার কৃষ্ণাঙ্গদের জন্য পাসপোর্টের বদলে বিশেষ একটি পাস চালু করে। এই বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ মানুষেরা প্রতিবাদ করতে থাকে। সেই প্রতিবাদের শক্তিশালী অংশ ছিল নারীরা।
৯ আগস্ট ১৯৫৬। দিনটি ছিল প্রতিবাদে প্রকম্পিত। সেদিন দক্ষিণ আফ্রিকার প্রায় ২০ হাজার কৃষ্ণাঙ্গ নারীর একটি দল অপমানজনক ‘পাস আইন’-এর বিরুদ্ধে মিছিল শুরু করে। লিলিয়ান এনগয়ি, হেলেন জোসেফ, আলবার্টিনা সিসুলু এবং সোফিয়া উইলিয়ামস-ডি ব্রুইনের নেতৃত্বে সে মিছিল শুরু হয়। মিছিলের অভিমুখ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী জোহানেস গেরহার্ডাস স্ট্রিজডমের অফিস। প্রধানমন্ত্রী সে সময় অফিসে না থাকায় তাঁর সচিবের কাছে নিজেদের দাবিসংবলিত চিঠি হস্তান্তর করা হয়েছিল সেদিন। সে সময় নারীদের মিছিল থেকে গাওয়া হচ্ছিল, ‘ওয়াথিন্ট আবাফাজি, ওয়াথিন্ট ইমবোকোডো’ শিরোনামের একটি গান। এর অর্থ, নারীদের আঘাত করা মানে পাথরে আঘাত করা। এই স্লোগান সে সময়কার সরকারকে ভীষণভাবে ভীত করে তুলেছিল।
নারীদের সে মিছিল এবং তাদের প্রতিবাদকে স্মরণ করার জন্য ৯ আগস্ট এখন দক্ষিণ আফ্রিকায় জাতীয় নারী দিবস হিসেবে পালিত হয়।
সূত্র: গুগল আর্টস অ্যান্ড কালচার
আগস্ট শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস।
দক্ষিণ আফ্রিকায় তখনো শ্বেতাঙ্গদের শাসন চলছে। সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গরা বিভিন্নভাবে নির্যাতিত। ১৯৫৬ সালে শ্বেতাঙ্গ সরকার কৃষ্ণাঙ্গদের জন্য পাসপোর্টের বদলে বিশেষ একটি পাস চালু করে। এই বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ মানুষেরা প্রতিবাদ করতে থাকে। সেই প্রতিবাদের শক্তিশালী অংশ ছিল নারীরা।
৯ আগস্ট ১৯৫৬। দিনটি ছিল প্রতিবাদে প্রকম্পিত। সেদিন দক্ষিণ আফ্রিকার প্রায় ২০ হাজার কৃষ্ণাঙ্গ নারীর একটি দল অপমানজনক ‘পাস আইন’-এর বিরুদ্ধে মিছিল শুরু করে। লিলিয়ান এনগয়ি, হেলেন জোসেফ, আলবার্টিনা সিসুলু এবং সোফিয়া উইলিয়ামস-ডি ব্রুইনের নেতৃত্বে সে মিছিল শুরু হয়। মিছিলের অভিমুখ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী জোহানেস গেরহার্ডাস স্ট্রিজডমের অফিস। প্রধানমন্ত্রী সে সময় অফিসে না থাকায় তাঁর সচিবের কাছে নিজেদের দাবিসংবলিত চিঠি হস্তান্তর করা হয়েছিল সেদিন। সে সময় নারীদের মিছিল থেকে গাওয়া হচ্ছিল, ‘ওয়াথিন্ট আবাফাজি, ওয়াথিন্ট ইমবোকোডো’ শিরোনামের একটি গান। এর অর্থ, নারীদের আঘাত করা মানে পাথরে আঘাত করা। এই স্লোগান সে সময়কার সরকারকে ভীষণভাবে ভীত করে তুলেছিল।
নারীদের সে মিছিল এবং তাদের প্রতিবাদকে স্মরণ করার জন্য ৯ আগস্ট এখন দক্ষিণ আফ্রিকায় জাতীয় নারী দিবস হিসেবে পালিত হয়।
সূত্র: গুগল আর্টস অ্যান্ড কালচার
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
০৬ আগস্ট ২০২৫গ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫