ফিচার ডেস্ক
একটি প্রসিদ্ধ রিডিং মেথড স্টেজেস অব রিডিং ডেভেলপমেন্ট। এটি ব্যাখ্যা করে কীভাবে শিক্ষার্থীরা পাঠক হিসেবে এগিয়ে যায়। ১৯৮৩ সালে এই মেথডের গবেষক ছিলেন জিন স্টার্নলিখট চ্যাল। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে সাক্ষরতা গবেষক হিসেবে কাজ করেছেন।
পাঠ্যবই পড়ার ক্ষেত্রে সরাসরি এবং পদ্ধতিগত নির্দেশনার গুরুত্বে বিশ্বাসী ছিলেন জিন। শিশুদের সফল ও সঠিকভাবে পড়ার গুরুত্ব এবং পড়তে ব্যর্থ শিশুদের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দিয়ে গবেষণা করেছিলেন তিনি। প্রাথমিক পাঠ্য পড়ার জন্য যে পদ্ধতি বিষয়ে তিনি ধারণা দিয়েছিলেন, তা সবার মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল।
জিনের পেশাদার জীবন ছিল নিম্ন সামাজিক, অর্থনৈতিক অবস্থার শিশুদের সফলভাবে পড়া শেখার প্রতি। কেন অনেক শিশু ভালোভাবে পড়তে শিখছে না—এ বিষয়ে রুডলফ ফ্লেশের ‘হোয়াই
জনি ক্যান্ট রিড’ বইয়ের মাধ্যমে একটি আলোচনা ছড়িয়ে পড়েছিল। জিন
‘লার্নিং টু রিড: দ্য গ্রেট ডিবেট’ বইতে সেই সমস্যার সমাধান লেখেন।
জিন এবং এডগার ডেল ১৯৪৮ সালে একটি সূত্র তৈরি করেন। তার নাম ছিল ডেল-চ্যাল রিডেবিলিটি ফর্মুলা। এ ফর্মুলা ছিল বৈধ এবং নির্ভরযোগ্য। জিন ১৯৯১ সালে হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অবসর গ্রহণ করেন। ১৯২১ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া জিন ৭৮ বছর বয়সে ১৯৯৯ সালের ২৭ নভেম্বর ম্যাসাচুসেটসের কেমব্রিজে মারা যান।
একটি প্রসিদ্ধ রিডিং মেথড স্টেজেস অব রিডিং ডেভেলপমেন্ট। এটি ব্যাখ্যা করে কীভাবে শিক্ষার্থীরা পাঠক হিসেবে এগিয়ে যায়। ১৯৮৩ সালে এই মেথডের গবেষক ছিলেন জিন স্টার্নলিখট চ্যাল। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে সাক্ষরতা গবেষক হিসেবে কাজ করেছেন।
পাঠ্যবই পড়ার ক্ষেত্রে সরাসরি এবং পদ্ধতিগত নির্দেশনার গুরুত্বে বিশ্বাসী ছিলেন জিন। শিশুদের সফল ও সঠিকভাবে পড়ার গুরুত্ব এবং পড়তে ব্যর্থ শিশুদের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দিয়ে গবেষণা করেছিলেন তিনি। প্রাথমিক পাঠ্য পড়ার জন্য যে পদ্ধতি বিষয়ে তিনি ধারণা দিয়েছিলেন, তা সবার মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল।
জিনের পেশাদার জীবন ছিল নিম্ন সামাজিক, অর্থনৈতিক অবস্থার শিশুদের সফলভাবে পড়া শেখার প্রতি। কেন অনেক শিশু ভালোভাবে পড়তে শিখছে না—এ বিষয়ে রুডলফ ফ্লেশের ‘হোয়াই
জনি ক্যান্ট রিড’ বইয়ের মাধ্যমে একটি আলোচনা ছড়িয়ে পড়েছিল। জিন
‘লার্নিং টু রিড: দ্য গ্রেট ডিবেট’ বইতে সেই সমস্যার সমাধান লেখেন।
জিন এবং এডগার ডেল ১৯৪৮ সালে একটি সূত্র তৈরি করেন। তার নাম ছিল ডেল-চ্যাল রিডেবিলিটি ফর্মুলা। এ ফর্মুলা ছিল বৈধ এবং নির্ভরযোগ্য। জিন ১৯৯১ সালে হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অবসর গ্রহণ করেন। ১৯২১ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া জিন ৭৮ বছর বয়সে ১৯৯৯ সালের ২৭ নভেম্বর ম্যাসাচুসেটসের কেমব্রিজে মারা যান।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
০৬ আগস্ট ২০২৫গ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫