আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পাঁচ বছর সংসার করার পর গত বছরের শেষের দিকে আমাদের ডিভোর্স হয়েছে। একা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে অনেকেই বলছেন, এই সমাজে একা নারীর নিরাপত্তা নেই। আমার বিদেশে চলে যাওয়া উচিত—এসব হাজারো কথা। এ ধরনের কথায় আমি মুষড়ে পড়ছি। একা পথ চলা কী খুব কঠিন? নাকি আমি শুধু শুধুই বেশি ভাবছি? বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগতে হবে—এটা জেনেই সিদ্ধান্তটা নিয়েছি। উল্লেখ্য, নিজের অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার সক্ষমতা আমার আছে।
শামীমা সুলতানা, কুমিল্লা
আপনি একজন আত্মনির্ভরশীল, আর্থিকভাবে স্বাধীন নারী। আবেগে তাড়িত না হয়ে যুক্তিযুক্তভাবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছি এবং এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এখন মানুষের ও সমাজের মানসিকতা বদলাচ্ছে। আমি অনেক একা নারীকে দেখেছি, তাঁরা আত্মসম্মান ও আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলছেন, অন্যদেরও পথ দেখিয়েছেন। নিজেকে ভালোবাসুন। নিজের সাফল্য ও ভালো লাগার বিষয়কে প্রাধান্য দিন। নিজেকে নতুন করে আবিষ্কার করুন। পেশাগত দায়িত্বের পাশাপাশি নিজেকে সময় দিন। আপনার সঙ্গে মন-মানসিকতায় মেলে এমন মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। ভবিষ্যতের অর্থনৈতিক সুরক্ষার ব্যবস্থা করুন।
প্রশ্ন: বিয়ের দুই বছরের মাথায় আমার স্বামী মারা যান। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলি চোখের পলকে। তাঁর মৃত্যুর পর সবকিছু ঘোলাটে আর ঝাপসা হয়ে যায় মুহূর্তেই। যে স্বপ্ন দেখে সংসার শুরু করেছিলাম, সেই স্বপ্ন আজন্মের জন্য স্বপ্নই রয়ে গেল। স্বামীর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ি। মনে হতো আত্মহত্যা করি। এই জগৎ-সংসার মিথ্যা মনে হয়। কীভাবে বাঁচব? কাকে নিয়ে বাঁচব? মাঝে মাঝে কিছুতেই মনকে শান্ত করতে পারি না। ডিপ্রেশন ঘিরে থাকে আমাকে। কী করব?
সেতু নাহার, সীতাকুণ্ড, চট্টগ্রাম
প্রিয়জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আপনি যে মানসিক অবস্থায় আছেন তা উত্তরণের জন্য একজন মনোরোগ চিকিৎসকের সাহায্য প্রয়োজন। উপসর্গ পড়ে মনে হচ্ছে, আপনি বিষণ্নতায় ভুগছেন। মনোরোগ চিকিৎসকের পরামর্শের মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যাবে। আপনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার পাশে আছি। আশা করি এই কষ্ট ও বিষণ্নতা থেকে আপনি সুস্থ হবেন। যদি সম্ভব হয় প্রশিক্ষণ নিয়ে কোনো পেশা কিংবা অনলাইন উদ্যোগের সঙ্গেও যুক্ত থাকতে পারেন। পাশাপাশি নিজের শরীর, মন, আবেগ-অনুভূতির যত্ন নিন।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
প্রশ্ন: আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পাঁচ বছর সংসার করার পর গত বছরের শেষের দিকে আমাদের ডিভোর্স হয়েছে। একা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে অনেকেই বলছেন, এই সমাজে একা নারীর নিরাপত্তা নেই। আমার বিদেশে চলে যাওয়া উচিত—এসব হাজারো কথা। এ ধরনের কথায় আমি মুষড়ে পড়ছি। একা পথ চলা কী খুব কঠিন? নাকি আমি শুধু শুধুই বেশি ভাবছি? বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগতে হবে—এটা জেনেই সিদ্ধান্তটা নিয়েছি। উল্লেখ্য, নিজের অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার সক্ষমতা আমার আছে।
শামীমা সুলতানা, কুমিল্লা
আপনি একজন আত্মনির্ভরশীল, আর্থিকভাবে স্বাধীন নারী। আবেগে তাড়িত না হয়ে যুক্তিযুক্তভাবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছি এবং এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এখন মানুষের ও সমাজের মানসিকতা বদলাচ্ছে। আমি অনেক একা নারীকে দেখেছি, তাঁরা আত্মসম্মান ও আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলছেন, অন্যদেরও পথ দেখিয়েছেন। নিজেকে ভালোবাসুন। নিজের সাফল্য ও ভালো লাগার বিষয়কে প্রাধান্য দিন। নিজেকে নতুন করে আবিষ্কার করুন। পেশাগত দায়িত্বের পাশাপাশি নিজেকে সময় দিন। আপনার সঙ্গে মন-মানসিকতায় মেলে এমন মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। ভবিষ্যতের অর্থনৈতিক সুরক্ষার ব্যবস্থা করুন।
প্রশ্ন: বিয়ের দুই বছরের মাথায় আমার স্বামী মারা যান। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলি চোখের পলকে। তাঁর মৃত্যুর পর সবকিছু ঘোলাটে আর ঝাপসা হয়ে যায় মুহূর্তেই। যে স্বপ্ন দেখে সংসার শুরু করেছিলাম, সেই স্বপ্ন আজন্মের জন্য স্বপ্নই রয়ে গেল। স্বামীর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ি। মনে হতো আত্মহত্যা করি। এই জগৎ-সংসার মিথ্যা মনে হয়। কীভাবে বাঁচব? কাকে নিয়ে বাঁচব? মাঝে মাঝে কিছুতেই মনকে শান্ত করতে পারি না। ডিপ্রেশন ঘিরে থাকে আমাকে। কী করব?
সেতু নাহার, সীতাকুণ্ড, চট্টগ্রাম
প্রিয়জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আপনি যে মানসিক অবস্থায় আছেন তা উত্তরণের জন্য একজন মনোরোগ চিকিৎসকের সাহায্য প্রয়োজন। উপসর্গ পড়ে মনে হচ্ছে, আপনি বিষণ্নতায় ভুগছেন। মনোরোগ চিকিৎসকের পরামর্শের মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যাবে। আপনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার পাশে আছি। আশা করি এই কষ্ট ও বিষণ্নতা থেকে আপনি সুস্থ হবেন। যদি সম্ভব হয় প্রশিক্ষণ নিয়ে কোনো পেশা কিংবা অনলাইন উদ্যোগের সঙ্গেও যুক্ত থাকতে পারেন। পাশাপাশি নিজের শরীর, মন, আবেগ-অনুভূতির যত্ন নিন।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
০৬ আগস্ট ২০২৫গ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
০৬ আগস্ট ২০২৫চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
০৬ আগস্ট ২০২৫চলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
০৬ আগস্ট ২০২৫