Ajker Patrika

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি

ভিডিও
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩২

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় যৌথ অভিযানে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি। ১৭ জুলাই বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপির সদস্যরা আটক করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল।

এর মধ্যে রয়েছে শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা। এছাড়া ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল গোয়াইনঘাট ও ফতেহপুরের মাঝামাঝি সারি নদীর পাশে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালায়। সেনাবাহিনীর সহায়তায় এই অভিযানে জব্দ করা হয় ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট, স্কিন সাইন, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানে আটক মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত