লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।
কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে।
সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।
লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।
কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে।
সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে