অনলাইন ডেস্ক
আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ—সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নোস্টারের সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি অর্চিতা ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অর্চিতা লিখেছেন, ওই পর্নোস্টারের ‘আত্মবিশ্বাস, পেশাদারত্ব, সাফল্য’ তাকে মুগ্ধ করেছে। তাঁর কাছে থেকে ‘শেখার সুযোগ পেয়ে’ তিনি কৃতজ্ঞ।
তার এই পোস্ট ঘিরে তৈরি হয় বিস্ফোরণ। অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি (এআই জেনারেটেড) বলে দাবি করছে। কিন্তু তাতে গুজব থেমে থাকেনি। কেউ কেউ বলছেন, একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে, যা নাকি অর্চিতার বলে দাবি করা হচ্ছে। অর্চিতা আমেরিকান পর্নো ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন—এমন কথাও বলছেন অনেকে।
রোমানিয়ান কণ্ঠশিল্পী কেট লিনের গানে দুর্দান্ত শাড়ি ট্রান্সফরমেশন রিল দিয়ে শুরু হয়েছিল অর্চিতার খ্যাতি। সেই ভিডিওতে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এই নতুন আলোচনার ঢেউ অনেক বেশি শোরগোল তুলেছে।
এই ভাইরাল বিতর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও, ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা পোস্ট করেন অর্চিতা, ‘একটা ফ্রেম, একটা মুহূর্ত...আর তাতেই নাম উঠে যাচ্ছে শিরোনামে, গুঞ্জনে, আলোচনায়। আমি কিছু স্বীকার করিনি, আবার অস্বীকারও করিনি। কেন? কারণ, আমি শিখেছি—নীরবতাও অনেক সময় জবাব দিতে পারে।’
তিনি আরও লেখেন, ‘কিছু সফর ব্যক্তিগত, কিছু সিদ্ধান্ত কৌশলগত। সব গল্প ক্যাপশনে বলা যায় না—সেগুলো অধ্যায়ে খুলে পড়তে হয়।’
সত্যি কি অর্চিতা পর্নো ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন? সেই ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েকে দেখা যাচ্ছে, তা কি তিনিই? নাকি সবটাই এআই-এর খেলা আর গুজবের বুনন? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। কিন্তু অর্চিতা ফুকনের গল্প যে স্পষ্ট হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই।
আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ—সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নোস্টারের সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি অর্চিতা ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অর্চিতা লিখেছেন, ওই পর্নোস্টারের ‘আত্মবিশ্বাস, পেশাদারত্ব, সাফল্য’ তাকে মুগ্ধ করেছে। তাঁর কাছে থেকে ‘শেখার সুযোগ পেয়ে’ তিনি কৃতজ্ঞ।
তার এই পোস্ট ঘিরে তৈরি হয় বিস্ফোরণ। অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি (এআই জেনারেটেড) বলে দাবি করছে। কিন্তু তাতে গুজব থেমে থাকেনি। কেউ কেউ বলছেন, একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে, যা নাকি অর্চিতার বলে দাবি করা হচ্ছে। অর্চিতা আমেরিকান পর্নো ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন—এমন কথাও বলছেন অনেকে।
রোমানিয়ান কণ্ঠশিল্পী কেট লিনের গানে দুর্দান্ত শাড়ি ট্রান্সফরমেশন রিল দিয়ে শুরু হয়েছিল অর্চিতার খ্যাতি। সেই ভিডিওতে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এই নতুন আলোচনার ঢেউ অনেক বেশি শোরগোল তুলেছে।
এই ভাইরাল বিতর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও, ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা পোস্ট করেন অর্চিতা, ‘একটা ফ্রেম, একটা মুহূর্ত...আর তাতেই নাম উঠে যাচ্ছে শিরোনামে, গুঞ্জনে, আলোচনায়। আমি কিছু স্বীকার করিনি, আবার অস্বীকারও করিনি। কেন? কারণ, আমি শিখেছি—নীরবতাও অনেক সময় জবাব দিতে পারে।’
তিনি আরও লেখেন, ‘কিছু সফর ব্যক্তিগত, কিছু সিদ্ধান্ত কৌশলগত। সব গল্প ক্যাপশনে বলা যায় না—সেগুলো অধ্যায়ে খুলে পড়তে হয়।’
সত্যি কি অর্চিতা পর্নো ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন? সেই ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েকে দেখা যাচ্ছে, তা কি তিনিই? নাকি সবটাই এআই-এর খেলা আর গুজবের বুনন? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। কিন্তু অর্চিতা ফুকনের গল্প যে স্পষ্ট হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে