অনলাইন ডেস্ক
চীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সাধারণত, থার্ড ডিগ্রি বার্ন বলতে—পোড়ে যাওয়ার সবচেয়ে গুরুতর অবস্থা, যা ত্বকের তিনটি স্তরকেই ক্ষতিগ্রস্ত করে। এতে ত্বক সাদা, চামড়ার মতো, বা পোড়া হতে পারে এবং ব্যথা নাও হতে পারে। কারণ, এমনটা হলে স্থানীয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।
হংকং থেকে প্রকাশিত সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে ৭ জুলাই। সেদিন সকালবেলা নিজের সবজির বাগানে কাজ করছিলেন ওয়াং ও নামের ওই নারী। সূর্য তখন তেজদীপ্ত, শিয়াংইয়াংয়ের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। অনেকক্ষণ কাজের পর তিনি বিশ্রাম নিতে গিয়ে একটি পাথরের ওপর বসেন।
কিন্তু ওই পাথর সূর্যের তাপে এমন গরম হয়ে উঠেছিল যে, সেটি যেন ছিল একটুকরো উনুন! বসার সঙ্গেসঙ্গে তিনি চেঁচিয়ে ওঠেন, কিন্তু পায়ের সমস্যার কারণে সঙ্গে সঙ্গে উঠতেও পারেননি। এই কয়েক সেকেন্ডেই পাথরের উত্তাপে চামড়া পুড়ে যায়!
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, এটি থার্ড ডিগ্রি বার্ন। মানে, চামড়ার পুরো স্তরটাই নষ্ট হয়ে গেছে। চিকিৎসায় শুধু ওষুধে চলবে না, অপারেশন করে মৃত টিস্যু কেটে বাদ দিতে হবে। তারপর স্কিন গ্রাফটিংয়ের মাধ্যমে নতুন চামড়া প্রতিস্থাপন করতে হবে।
স্থানীয় হাসপাতালের বার্নস বিভাগের প্রধান কিয়ান বেন বলেন, ‘থার্ড ডিগ্রির বার্ন বা পোড়া মানে শরীরের সেই অংশ নিজে নিজে আর সারতে পারবে না। অস্ত্রোপচার করতেই হবে।’ পরে ওয়াংয়ের অপারেশন সফলভাবে শেষ হয়। এখন তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। তবে দীর্ঘমেয়াদে তাঁর পেশি বা ত্বকে কোনো জটিলতা হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
এই ঘটনা সামনে আসতেই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকে ওই নারীর জন্য দুঃখ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন। কেউ লিখেছেন, ‘একবার গরম ব্যাটারিচালিত সিটে বসে আমারও ত্বক পুড়ে গিয়েছিল!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘গরমে এখন পাথরও বিশ্বাস করা যায় না!’
চিকিৎসকেরা বলছেন, তাপপ্রবাহের সময় পাথর, লোহা, সিমেন্ট বা মেটাল জাতীয় জিনিস রোদের নিচে প্রচণ্ড গরম হয়ে ওঠে। সেখানে হুট করে বসে পড়া বা হাত দেওয়া বিপজ্জনক হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে আরও বেশি ঝুঁকিপূর্ণ। তাই গরমের দিনে যেখানে-সেখানে বসার আগে সাবধান! পাথর মনে হলেও সেটা যেন না হয় আগুনের চেয়েও ভয়ানক। না হলে দাদি মায়ের মতো ১০ সেকেন্ডেই আপনারও লাগতে পারে তৃতীয় ডিগ্রির পোড়া!
চীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সাধারণত, থার্ড ডিগ্রি বার্ন বলতে—পোড়ে যাওয়ার সবচেয়ে গুরুতর অবস্থা, যা ত্বকের তিনটি স্তরকেই ক্ষতিগ্রস্ত করে। এতে ত্বক সাদা, চামড়ার মতো, বা পোড়া হতে পারে এবং ব্যথা নাও হতে পারে। কারণ, এমনটা হলে স্থানীয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।
হংকং থেকে প্রকাশিত সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে ৭ জুলাই। সেদিন সকালবেলা নিজের সবজির বাগানে কাজ করছিলেন ওয়াং ও নামের ওই নারী। সূর্য তখন তেজদীপ্ত, শিয়াংইয়াংয়ের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। অনেকক্ষণ কাজের পর তিনি বিশ্রাম নিতে গিয়ে একটি পাথরের ওপর বসেন।
কিন্তু ওই পাথর সূর্যের তাপে এমন গরম হয়ে উঠেছিল যে, সেটি যেন ছিল একটুকরো উনুন! বসার সঙ্গেসঙ্গে তিনি চেঁচিয়ে ওঠেন, কিন্তু পায়ের সমস্যার কারণে সঙ্গে সঙ্গে উঠতেও পারেননি। এই কয়েক সেকেন্ডেই পাথরের উত্তাপে চামড়া পুড়ে যায়!
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, এটি থার্ড ডিগ্রি বার্ন। মানে, চামড়ার পুরো স্তরটাই নষ্ট হয়ে গেছে। চিকিৎসায় শুধু ওষুধে চলবে না, অপারেশন করে মৃত টিস্যু কেটে বাদ দিতে হবে। তারপর স্কিন গ্রাফটিংয়ের মাধ্যমে নতুন চামড়া প্রতিস্থাপন করতে হবে।
স্থানীয় হাসপাতালের বার্নস বিভাগের প্রধান কিয়ান বেন বলেন, ‘থার্ড ডিগ্রির বার্ন বা পোড়া মানে শরীরের সেই অংশ নিজে নিজে আর সারতে পারবে না। অস্ত্রোপচার করতেই হবে।’ পরে ওয়াংয়ের অপারেশন সফলভাবে শেষ হয়। এখন তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। তবে দীর্ঘমেয়াদে তাঁর পেশি বা ত্বকে কোনো জটিলতা হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
এই ঘটনা সামনে আসতেই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকে ওই নারীর জন্য দুঃখ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন। কেউ লিখেছেন, ‘একবার গরম ব্যাটারিচালিত সিটে বসে আমারও ত্বক পুড়ে গিয়েছিল!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘গরমে এখন পাথরও বিশ্বাস করা যায় না!’
চিকিৎসকেরা বলছেন, তাপপ্রবাহের সময় পাথর, লোহা, সিমেন্ট বা মেটাল জাতীয় জিনিস রোদের নিচে প্রচণ্ড গরম হয়ে ওঠে। সেখানে হুট করে বসে পড়া বা হাত দেওয়া বিপজ্জনক হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে আরও বেশি ঝুঁকিপূর্ণ। তাই গরমের দিনে যেখানে-সেখানে বসার আগে সাবধান! পাথর মনে হলেও সেটা যেন না হয় আগুনের চেয়েও ভয়ানক। না হলে দাদি মায়ের মতো ১০ সেকেন্ডেই আপনারও লাগতে পারে তৃতীয় ডিগ্রির পোড়া!
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে