সাড়ে আট ইঞ্চি লম্বা কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের সময় ধরা পড়েছেন এক ব্যক্তি। তবে কী উদ্দেশ্যে তিনি এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের লা পোর্ট কাউন্টি কারাগারে এ ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কারাগারের সহকারী কমান্ডার লেফটেন্যান্ট জেফ হল্ট জানানা, গত বুধবার রুটিন তল্লাশির সময় ওই ব্যক্তির শরীরের বিশেষ জায়গায় কোনো বস্তু রয়েছে বলে সন্দেহ হয়। কিন্তু তিনি দেহ তল্লাশি করতে অসহযোগিতা করেন। পরে অবশ্য একান্ত অনিচ্ছায় ইলেকট্রনিক বডি স্ক্যান করতে রাজি হন তিনি। তখন তাঁর মলদ্বারে কাঁচিটি আবিষ্কৃত হয়।
কারাগারের একজন মুখপাত্র বলেন, কাঁচিটি আবিষ্কৃত হওয়ার কিছু সময় পরে কোনো অঘটন ছাড়াই তাঁর শরীর থেকে কাঁচিটি অপসারণ করা হয়েছে।
লা পোর্ট কাউন্টি শেরিফের অফিস থেকে ক্যাপ্টেন ডেরেক জে অ্যালেন বলেন, ব্যক্তিটি কারাগারের ভেতর কোনো বিপজ্জনক ঘটনা ঘটাতে পারতেন। কিন্তু লেফটেন্যান্ট হল্ট প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে অঘটন প্রতিহত করা গেছে। এ জন্য তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।
তবে কী কারণে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।
লা পোর্ট কাউন্টি কারাগারের কর্মকর্তারা বলেন, ২০১৭ সালে প্রথমবারের মতো কারাগারে ফুল-বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়। এরপর থেকে এ স্ক্যানারের মাধ্যমে অপরাধীদের শরীরের বিভিন্ন গোপন জায়গা থেকে ট্যাটু করার সরঞ্জাম, ওষুধ ও প্যারাফারনালিয়াসহ আরও অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সাড়ে আট ইঞ্চি লম্বা কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের সময় ধরা পড়েছেন এক ব্যক্তি। তবে কী উদ্দেশ্যে তিনি এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের লা পোর্ট কাউন্টি কারাগারে এ ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কারাগারের সহকারী কমান্ডার লেফটেন্যান্ট জেফ হল্ট জানানা, গত বুধবার রুটিন তল্লাশির সময় ওই ব্যক্তির শরীরের বিশেষ জায়গায় কোনো বস্তু রয়েছে বলে সন্দেহ হয়। কিন্তু তিনি দেহ তল্লাশি করতে অসহযোগিতা করেন। পরে অবশ্য একান্ত অনিচ্ছায় ইলেকট্রনিক বডি স্ক্যান করতে রাজি হন তিনি। তখন তাঁর মলদ্বারে কাঁচিটি আবিষ্কৃত হয়।
কারাগারের একজন মুখপাত্র বলেন, কাঁচিটি আবিষ্কৃত হওয়ার কিছু সময় পরে কোনো অঘটন ছাড়াই তাঁর শরীর থেকে কাঁচিটি অপসারণ করা হয়েছে।
লা পোর্ট কাউন্টি শেরিফের অফিস থেকে ক্যাপ্টেন ডেরেক জে অ্যালেন বলেন, ব্যক্তিটি কারাগারের ভেতর কোনো বিপজ্জনক ঘটনা ঘটাতে পারতেন। কিন্তু লেফটেন্যান্ট হল্ট প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে অঘটন প্রতিহত করা গেছে। এ জন্য তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।
তবে কী কারণে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।
লা পোর্ট কাউন্টি কারাগারের কর্মকর্তারা বলেন, ২০১৭ সালে প্রথমবারের মতো কারাগারে ফুল-বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়। এরপর থেকে এ স্ক্যানারের মাধ্যমে অপরাধীদের শরীরের বিভিন্ন গোপন জায়গা থেকে ট্যাটু করার সরঞ্জাম, ওষুধ ও প্যারাফারনালিয়াসহ আরও অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫