বাথরুমে পরার এক জোড়া স্যান্ডেলের দাম ৯ হাজার! শুনে অবাক হওয়ারই কথা। আর এই স্যান্ডেল বাজারে আনছে নামী ফ্যাশন ব্র্যান্ড ‘হুগো বস’। নীল রঙা ফ্লিপ-ফ্লপ এক জোড়া জুতোর মূল্য পড়বে ৮ হাজার ৯৯০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকার বেশি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই নীল চপ্পল। ‘দেশি চপ্পল’ বা বাথরুমে ব্যবহারের স্যান্ডেলের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এর। দুই ফিতার এই স্যান্ডেলের ছবি টুইটারে পোস্ট হওয়ার পর রিটুইট করছেন অনেকে। সঙ্গে জুড়ে দিচ্ছেন টীকা টিপ্পনী সংবলিত মজার সব ক্যাপশন।
কেউ বলছেন, তাঁরা এমন এক জোড়া জুতার জন্য ১৫০ রুপির বেশি দেবেন না। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্যারাগনের ১০০ টাকার চপ্পল এর চেয়ে ভালো।’ একজন মজা করে লিখেছেন, ‘বাথরুমের চপ্পল বাইরে রোদ পোহাচ্ছে।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বন্ধুরা, এটি বাথরুমের স্লিপার।’ আরেকজন লিখেছেন, ‘ছোট শহরগুলোর সাপ্তাহিক বাজারে, লোকেরা ৫০ টাকায় পাবে এই স্যান্ডেল।’
এর আগে আরেক ফ্যাশন ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা ১৮০০ ডলার মূল্যের ট্র্যাশ ব্যাগ (ময়লা ফেলার ব্যাগ) বাজারে আনে। এটি লঞ্চের আগে রীতিমতো ফ্যাশন শোর আয়োজন করা হয়। নীল, হলুদ, কালো ও সাদা—এই চার রঙের ট্র্যাশ ব্যাগ আনে ব্র্যান্ডটি। ব্যাগের সামনের দিকে ব্যালেন্সিয়াগার লোগো রয়েছে।
বাথরুমে পরার এক জোড়া স্যান্ডেলের দাম ৯ হাজার! শুনে অবাক হওয়ারই কথা। আর এই স্যান্ডেল বাজারে আনছে নামী ফ্যাশন ব্র্যান্ড ‘হুগো বস’। নীল রঙা ফ্লিপ-ফ্লপ এক জোড়া জুতোর মূল্য পড়বে ৮ হাজার ৯৯০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকার বেশি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই নীল চপ্পল। ‘দেশি চপ্পল’ বা বাথরুমে ব্যবহারের স্যান্ডেলের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এর। দুই ফিতার এই স্যান্ডেলের ছবি টুইটারে পোস্ট হওয়ার পর রিটুইট করছেন অনেকে। সঙ্গে জুড়ে দিচ্ছেন টীকা টিপ্পনী সংবলিত মজার সব ক্যাপশন।
কেউ বলছেন, তাঁরা এমন এক জোড়া জুতার জন্য ১৫০ রুপির বেশি দেবেন না। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্যারাগনের ১০০ টাকার চপ্পল এর চেয়ে ভালো।’ একজন মজা করে লিখেছেন, ‘বাথরুমের চপ্পল বাইরে রোদ পোহাচ্ছে।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বন্ধুরা, এটি বাথরুমের স্লিপার।’ আরেকজন লিখেছেন, ‘ছোট শহরগুলোর সাপ্তাহিক বাজারে, লোকেরা ৫০ টাকায় পাবে এই স্যান্ডেল।’
এর আগে আরেক ফ্যাশন ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা ১৮০০ ডলার মূল্যের ট্র্যাশ ব্যাগ (ময়লা ফেলার ব্যাগ) বাজারে আনে। এটি লঞ্চের আগে রীতিমতো ফ্যাশন শোর আয়োজন করা হয়। নীল, হলুদ, কালো ও সাদা—এই চার রঙের ট্র্যাশ ব্যাগ আনে ব্র্যান্ডটি। ব্যাগের সামনের দিকে ব্যালেন্সিয়াগার লোগো রয়েছে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫