লাল পান্ডা নিঃসন্দেহে একটা দুর্লভ প্রাণী। আর এটির দিকে যে বন্যপ্রাণী পাচারকারীদের নজর থাকবে, তাতে সন্দেহ নেই। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না যে কেউ লাগেজের ভেতরে করে এই প্রাণী চোরাচালানের চেষ্টা করবে। কিন্তু ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে।
ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা একটি রেড পান্ডাসহ আরও কয়েক ডজন বিভিন্ন ধরনের প্রাণী থাইল্যান্ড থেকে পাচারের চেষ্টা করছিলেন।
সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যে ৮৭টি প্রাণী জব্দ করা হয় তার মধ্যে ছিল সাপ, টিয়া, রাম গুই প্রভৃতি।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
আটক ব্যক্তিরা উড়োজাহাজে করে মুম্বাই যাওয়ার চেষ্টা করার সময় তাদের লাগেজে এই প্রাণীগুলো পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে।
থাই শুল্ক বিভাগ একটি ঝুড়ির ভেতরে বিপন্ন প্রাণী লাল পান্ডা এবং একটি প্লাস্টিকের পাত্রে আটকানো একটি তোতা পাখির ছবি প্রকাশ করেছে। সাপগুলো কাপড়ের ব্যাগে একটির সঙ্গে আরেকটি কুণ্ডলী পাকানো অবস্থায় ছিল।
থাইল্যান্ড বন্যপ্রাণী পাচারকারীদের একটি প্রধান ট্রানজিট এলাকা। এগুলো সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি হয়। কিন্তু ভারতও দ্রুত পাচার করা বন্যপ্রাণী বিক্রির একটি ভালো বাজারে পরিণত হচ্ছে।
লাল পান্ডা নিঃসন্দেহে একটা দুর্লভ প্রাণী। আর এটির দিকে যে বন্যপ্রাণী পাচারকারীদের নজর থাকবে, তাতে সন্দেহ নেই। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না যে কেউ লাগেজের ভেতরে করে এই প্রাণী চোরাচালানের চেষ্টা করবে। কিন্তু ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে।
ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা একটি রেড পান্ডাসহ আরও কয়েক ডজন বিভিন্ন ধরনের প্রাণী থাইল্যান্ড থেকে পাচারের চেষ্টা করছিলেন।
সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যে ৮৭টি প্রাণী জব্দ করা হয় তার মধ্যে ছিল সাপ, টিয়া, রাম গুই প্রভৃতি।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
আটক ব্যক্তিরা উড়োজাহাজে করে মুম্বাই যাওয়ার চেষ্টা করার সময় তাদের লাগেজে এই প্রাণীগুলো পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে।
থাই শুল্ক বিভাগ একটি ঝুড়ির ভেতরে বিপন্ন প্রাণী লাল পান্ডা এবং একটি প্লাস্টিকের পাত্রে আটকানো একটি তোতা পাখির ছবি প্রকাশ করেছে। সাপগুলো কাপড়ের ব্যাগে একটির সঙ্গে আরেকটি কুণ্ডলী পাকানো অবস্থায় ছিল।
থাইল্যান্ড বন্যপ্রাণী পাচারকারীদের একটি প্রধান ট্রানজিট এলাকা। এগুলো সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি হয়। কিন্তু ভারতও দ্রুত পাচার করা বন্যপ্রাণী বিক্রির একটি ভালো বাজারে পরিণত হচ্ছে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে