একটা সময় সাগরে বিপদে পড়া মানুষ বোতলে বার্তা পাঠাত। এমন চিরকুট পেয়ে এর সাহায্যে হারিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত মানুষ উদ্ধারের ঘটনাও আছে বিস্তর। সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এমন বোতল বার্তার ব্যবহার একেবারেই কমে গেছে। তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। এমনই একটি বোতল বার্তা ভেসে এসেছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ব্রিটিশ শাসিত দ্বীপ কেম্যান দ্বীপের সৈকতে।
কেম্যান আইল্যান্ডের সৈকতে হাঁটা এক ব্যক্তি হঠাৎই আবিষ্কার করেন হাতে লেখা মেসেজ পুরে রাখা কাচের বোতলটিকে। ব্রায়ান ফেলপস নামের ওই ব্যক্তি জানান, উপকূল ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ কাচের বোতলটি চোখে পড়ে। ভেতরে রঙিন কাগজে হাতে লেখা বার্তা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই-এর এক প্রতিবেদনে।
ফেলপস জানান, তিনি বোতলটি না খোলার সিদ্ধান্ত নেন। তবে তাঁর মনে হয়েছে পৃথিবী থেকে বিদায় নেওয়া কারও প্রতি পরিবারের সদস্যদের বার্তা ছিল বোতলের ভেতরে।
‘বিষয়বস্তু ব্যক্তিগত বলে মনে হওয়ায় পরের বার সেখানে গেলে আবার বোতলটি সমুদ্রে ফেলে দেওয়ার ইচ্ছা আছে আমার। যতটুকু দেখতে পেয়েছি তাতে বোতলটিতে মৃত ব্যক্তির উদ্দেশে ২০২১ সালে পরিবারের সদস্যদের লেখা তিন-চারটি চিঠি রয়েছে বলে মনে হয়েছে।’ ফেলপস বলেন কেম্যান কম্পাসকে।
সাম্প্রতিক সময়েই স্কটল্যান্ডের আঙ্গাসের টে এস্টুয়ারির (মোহনা) তীরে এক নারী ময়লা পরিষ্কারের সময় বোতলে ভরা একটি মেসেজ পান। ৪০ বছরে ছয় মাইল দূরত্ব অতিক্রম করে বোতলটি। জেনি স্মিথ নামের ওই নারী জানান, মেসেজগুলো লেখেন স্থানীয় তিনজন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে সামাজিকমাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হন তিনি।
একটা সময় সাগরে বিপদে পড়া মানুষ বোতলে বার্তা পাঠাত। এমন চিরকুট পেয়ে এর সাহায্যে হারিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত মানুষ উদ্ধারের ঘটনাও আছে বিস্তর। সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এমন বোতল বার্তার ব্যবহার একেবারেই কমে গেছে। তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। এমনই একটি বোতল বার্তা ভেসে এসেছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ব্রিটিশ শাসিত দ্বীপ কেম্যান দ্বীপের সৈকতে।
কেম্যান আইল্যান্ডের সৈকতে হাঁটা এক ব্যক্তি হঠাৎই আবিষ্কার করেন হাতে লেখা মেসেজ পুরে রাখা কাচের বোতলটিকে। ব্রায়ান ফেলপস নামের ওই ব্যক্তি জানান, উপকূল ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ কাচের বোতলটি চোখে পড়ে। ভেতরে রঙিন কাগজে হাতে লেখা বার্তা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই-এর এক প্রতিবেদনে।
ফেলপস জানান, তিনি বোতলটি না খোলার সিদ্ধান্ত নেন। তবে তাঁর মনে হয়েছে পৃথিবী থেকে বিদায় নেওয়া কারও প্রতি পরিবারের সদস্যদের বার্তা ছিল বোতলের ভেতরে।
‘বিষয়বস্তু ব্যক্তিগত বলে মনে হওয়ায় পরের বার সেখানে গেলে আবার বোতলটি সমুদ্রে ফেলে দেওয়ার ইচ্ছা আছে আমার। যতটুকু দেখতে পেয়েছি তাতে বোতলটিতে মৃত ব্যক্তির উদ্দেশে ২০২১ সালে পরিবারের সদস্যদের লেখা তিন-চারটি চিঠি রয়েছে বলে মনে হয়েছে।’ ফেলপস বলেন কেম্যান কম্পাসকে।
সাম্প্রতিক সময়েই স্কটল্যান্ডের আঙ্গাসের টে এস্টুয়ারির (মোহনা) তীরে এক নারী ময়লা পরিষ্কারের সময় বোতলে ভরা একটি মেসেজ পান। ৪০ বছরে ছয় মাইল দূরত্ব অতিক্রম করে বোতলটি। জেনি স্মিথ নামের ওই নারী জানান, মেসেজগুলো লেখেন স্থানীয় তিনজন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে সামাজিকমাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হন তিনি।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে