ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এতে চমৎকার সময় কাটার পাশাপাশি মগজটাও ঝালাই করা হয়ে যায়। তাই এখন থেকে নিয়মিত পাঠকদের জন্য নানা ধরনের ধাঁধা উপহার দেব আমরা। এর মধ্যে থাকবে লজিক ধাঁধা, গণিতের ধাঁধা, লোকধাঁধাসহ নানা ধরনের ধাঁধা। আজ প্রথম কিস্তিতে থাকছে চারটি ধাঁধা। উত্তর পাবেন লেখার শেষে।
লিফট রহস্য
একজন লোক কোনো একটি দালানের ১১ তলায় থাকেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি লিফটের বোতাম চেপে এক তলায় নেমে যান। সন্ধ্যায় যখন ফেরেন, তখন যদি বৃষ্টির দিন হয় কিংবা লিফটে অন্য কেউ থাকেন, তবে সরাসরি যে তলায় থাকেন সেখানে, মানে ১১ তলাতেই ওঠেন। কিন্তু বৃষ্টি না হলে এবং একা থাকলে লিফটের ৭ নম্বর বোতাম চাপেন, অর্থাৎ আট তলায় নেমে যান। বাকি তিনটি তলা হেঁটে ওঠেন। তাঁর এমন আচরণের রহস্য কী?
কয়টি হাঁস
কয়েকটি হাঁস একটির পেছনে একটি চলছে। একটি হাঁসের সামনে দুটি হাঁস, একটি হাঁসের পেছনে দুটি হাঁস। আর মাঝখানে একটি হাঁস। বলুন তো মোট হাঁসের সংখ্যা কত?
শিক্ষার্থী সংখ্যা কত
কোনো এক স্কুলের পঞ্চম শ্রেণির একটি শাখার শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আপনাকে। এখানে জানিয়ে রাখছি, এখন প্রতি বেঞ্চে যত জন করে বসছে, চারটি বেঞ্চ বেশি থাকলে একজন কম বসলেই চলত।
সত্যি ও মিথ্যা
হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে এসেছেন যেখান থেকে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। একটি গেছে ‘সত্যি’ শহরের দিকে, যেখানে সবাই সত্যি কথা বলে। অপর পথটি গেছে ‘মিথ্যা’ শহরের দিকে, যেখানে সবাই মিথ্যা কথা বলে। দুই রাস্তার সংযোগস্থলে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার জানা নেই সে কোন শহরের বাসিন্দা। এখন ‘সত্যি’ শহরের রাস্তা কোনটি বোঝার জন্য তাকে কী প্রশ্ন করবেন?
উত্তর:
লিফট রহস্য
লোকটির উচ্চতা একটু কম। লিফটের ওপরের দিকের বাটন তিনি নাগাল পান না। তবে অন্য কেউ থাকলে তাকে দিয়ে চাপাতে পারেন কিংবা বৃষ্টির দিনে ছাতা দিয়ে চাপ দিতে পারেন।
শিক্ষার্থীর সংখ্যা কত
৪৮
কয়টি হাঁস
তিনটি। সামনের হাঁসটির পেছনে দুটি হাঁস, পেছনের হাঁসটির সামনে দুটি হাঁস। আর তিনটি হাঁসের মাঝখানে একটি হাঁস।
সত্য ও মিথ্যা
আপনি কোন দিকে থাকেন? যে শহরের লোকেরা মিথ্যা বলে সে অবশ্যই উল্টো দিকে অর্থাৎ ‘সত্যি’ শহরের দিক দেখিয়ে দেবে। অপর দিকে সত্যি বলে যে শহরের মানুষ, লোকটি যদি সেখানকার বাসিন্দা হয় তাহলে অবশ্যই ঠিক পথই দেখিয়ে দেবে।
ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এতে চমৎকার সময় কাটার পাশাপাশি মগজটাও ঝালাই করা হয়ে যায়। তাই এখন থেকে নিয়মিত পাঠকদের জন্য নানা ধরনের ধাঁধা উপহার দেব আমরা। এর মধ্যে থাকবে লজিক ধাঁধা, গণিতের ধাঁধা, লোকধাঁধাসহ নানা ধরনের ধাঁধা। আজ প্রথম কিস্তিতে থাকছে চারটি ধাঁধা। উত্তর পাবেন লেখার শেষে।
লিফট রহস্য
একজন লোক কোনো একটি দালানের ১১ তলায় থাকেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি লিফটের বোতাম চেপে এক তলায় নেমে যান। সন্ধ্যায় যখন ফেরেন, তখন যদি বৃষ্টির দিন হয় কিংবা লিফটে অন্য কেউ থাকেন, তবে সরাসরি যে তলায় থাকেন সেখানে, মানে ১১ তলাতেই ওঠেন। কিন্তু বৃষ্টি না হলে এবং একা থাকলে লিফটের ৭ নম্বর বোতাম চাপেন, অর্থাৎ আট তলায় নেমে যান। বাকি তিনটি তলা হেঁটে ওঠেন। তাঁর এমন আচরণের রহস্য কী?
কয়টি হাঁস
কয়েকটি হাঁস একটির পেছনে একটি চলছে। একটি হাঁসের সামনে দুটি হাঁস, একটি হাঁসের পেছনে দুটি হাঁস। আর মাঝখানে একটি হাঁস। বলুন তো মোট হাঁসের সংখ্যা কত?
শিক্ষার্থী সংখ্যা কত
কোনো এক স্কুলের পঞ্চম শ্রেণির একটি শাখার শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আপনাকে। এখানে জানিয়ে রাখছি, এখন প্রতি বেঞ্চে যত জন করে বসছে, চারটি বেঞ্চ বেশি থাকলে একজন কম বসলেই চলত।
সত্যি ও মিথ্যা
হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে এসেছেন যেখান থেকে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। একটি গেছে ‘সত্যি’ শহরের দিকে, যেখানে সবাই সত্যি কথা বলে। অপর পথটি গেছে ‘মিথ্যা’ শহরের দিকে, যেখানে সবাই মিথ্যা কথা বলে। দুই রাস্তার সংযোগস্থলে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার জানা নেই সে কোন শহরের বাসিন্দা। এখন ‘সত্যি’ শহরের রাস্তা কোনটি বোঝার জন্য তাকে কী প্রশ্ন করবেন?
উত্তর:
লিফট রহস্য
লোকটির উচ্চতা একটু কম। লিফটের ওপরের দিকের বাটন তিনি নাগাল পান না। তবে অন্য কেউ থাকলে তাকে দিয়ে চাপাতে পারেন কিংবা বৃষ্টির দিনে ছাতা দিয়ে চাপ দিতে পারেন।
শিক্ষার্থীর সংখ্যা কত
৪৮
কয়টি হাঁস
তিনটি। সামনের হাঁসটির পেছনে দুটি হাঁস, পেছনের হাঁসটির সামনে দুটি হাঁস। আর তিনটি হাঁসের মাঝখানে একটি হাঁস।
সত্য ও মিথ্যা
আপনি কোন দিকে থাকেন? যে শহরের লোকেরা মিথ্যা বলে সে অবশ্যই উল্টো দিকে অর্থাৎ ‘সত্যি’ শহরের দিক দেখিয়ে দেবে। অপর দিকে সত্যি বলে যে শহরের মানুষ, লোকটি যদি সেখানকার বাসিন্দা হয় তাহলে অবশ্যই ঠিক পথই দেখিয়ে দেবে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫