বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর চিহুয়াহুয়া জাতের টবিকিথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে টবিকিথের নাম ঘোষণা করে। গত ১৬ মার্চ ২০২২-এ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ।
চিহুয়াহুয়া জাতের কুকুর সাধারণত ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকে। টবিকিথের জন্ম ২০০১ সালের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনাক্রেসের বাসিন্দা গিসেলা শোর জানান, একটি আশ্রয় কেন্দ্র থেকে টবিকিথকে দত্তক নিয়েছিলেন তিনি; যখন কুকুরছানাটির বয়স ছিল মাত্র কয়েক মাস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে শোর বলেন, ‘আমি একটি অ্যানিমেল রেসকিউ সংস্থার স্বেচ্ছাসেবক ছিলাম। এক বয়স্ক দম্পতির কাছ থেকে কুকুরছানাটি আনা হয়, কারণ তারা ওর যত্ন নিতে পারছিলেন না। ছোট্ট চিহুয়াহুয়া জাতের কুকুরছানাটির নাম রাখা হয়েছিল পিনাট বাটার। আমি পরে তার নাম পরিবর্তন করে টবিকিথ রাখি।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৬ মার্চ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করার পর জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে তার মর্যাদা নিশ্চিত করা হয়।
এর আগে রেকর্ড করা সবচেয়ে বয়স্ক কুকুরটির নাম ছিল ব্লুই। অস্ট্রেলিয়ান ওই কুকুরটি ১৯৩৯ সালের ১৪ নভেম্বর ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়।
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর চিহুয়াহুয়া জাতের টবিকিথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে টবিকিথের নাম ঘোষণা করে। গত ১৬ মার্চ ২০২২-এ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ।
চিহুয়াহুয়া জাতের কুকুর সাধারণত ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকে। টবিকিথের জন্ম ২০০১ সালের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনাক্রেসের বাসিন্দা গিসেলা শোর জানান, একটি আশ্রয় কেন্দ্র থেকে টবিকিথকে দত্তক নিয়েছিলেন তিনি; যখন কুকুরছানাটির বয়স ছিল মাত্র কয়েক মাস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে শোর বলেন, ‘আমি একটি অ্যানিমেল রেসকিউ সংস্থার স্বেচ্ছাসেবক ছিলাম। এক বয়স্ক দম্পতির কাছ থেকে কুকুরছানাটি আনা হয়, কারণ তারা ওর যত্ন নিতে পারছিলেন না। ছোট্ট চিহুয়াহুয়া জাতের কুকুরছানাটির নাম রাখা হয়েছিল পিনাট বাটার। আমি পরে তার নাম পরিবর্তন করে টবিকিথ রাখি।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৬ মার্চ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করার পর জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে তার মর্যাদা নিশ্চিত করা হয়।
এর আগে রেকর্ড করা সবচেয়ে বয়স্ক কুকুরটির নাম ছিল ব্লুই। অস্ট্রেলিয়ান ওই কুকুরটি ১৯৩৯ সালের ১৪ নভেম্বর ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে