দরজার লকের ছোট্ট ছিদ্রকে নিশানা করে তির ছুড়ে রেকর্ড গড়লেন ডেনমার্কের এক ব্যক্তি। ডেনমার্কের লিংবি এলাকার ওই তিরন্দাজের নাম লার্স অ্যান্ডারসন। গত জুনে তিনি দরজার লকের ছিদ্রে পরপর সাতটি তির ছুড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) লার্স অ্যান্ডারসনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর বেশ সাড়া পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শেয়ার করেছেন লার্সের রেকর্ড গড়া ভিডিওটি।
ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পর লার্সের কাছে এর কৌশল জানতে চাইলে বলেন, তিরে পালক ব্যবহার করেননি তিনি। এতে লকের সঙ্গে আটকে থাকার ঝুঁকি থাকে। আর তির ছোড়ার গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিশানা।
লার্স সফলভাবে নির্দেশনা মেনে লকের ছিদ্রের মধ্য দিয়ে তির ছুড়েছেন। অর্থাৎ নিশানা গিনেস নির্দেশিত ১০ মিলিমিটারের বা দশমিক ৩৯ ইঞ্চির বেশি চওড়া হওয়া যাবে না।
লার্স একজন পেশাদার তিরন্দাজ, যার ইউটিউব চ্যানেলে ৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি উদ্ভাবক সব চ্যালেঞ্জের সঙ্গে তাঁর তিরন্দাজ দক্ষতা প্রদর্শন করেন।
দরজার লকের ছোট্ট ছিদ্রকে নিশানা করে তির ছুড়ে রেকর্ড গড়লেন ডেনমার্কের এক ব্যক্তি। ডেনমার্কের লিংবি এলাকার ওই তিরন্দাজের নাম লার্স অ্যান্ডারসন। গত জুনে তিনি দরজার লকের ছিদ্রে পরপর সাতটি তির ছুড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) লার্স অ্যান্ডারসনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর বেশ সাড়া পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শেয়ার করেছেন লার্সের রেকর্ড গড়া ভিডিওটি।
ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পর লার্সের কাছে এর কৌশল জানতে চাইলে বলেন, তিরে পালক ব্যবহার করেননি তিনি। এতে লকের সঙ্গে আটকে থাকার ঝুঁকি থাকে। আর তির ছোড়ার গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিশানা।
লার্স সফলভাবে নির্দেশনা মেনে লকের ছিদ্রের মধ্য দিয়ে তির ছুড়েছেন। অর্থাৎ নিশানা গিনেস নির্দেশিত ১০ মিলিমিটারের বা দশমিক ৩৯ ইঞ্চির বেশি চওড়া হওয়া যাবে না।
লার্স একজন পেশাদার তিরন্দাজ, যার ইউটিউব চ্যানেলে ৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি উদ্ভাবক সব চ্যালেঞ্জের সঙ্গে তাঁর তিরন্দাজ দক্ষতা প্রদর্শন করেন।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
২০ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২১ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২৩ দিন আগে