সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।
লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।
এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’
লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।
তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।
লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।
এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’
লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।
তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে