কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।
দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ আলোড়ন তোলে। হঠাৎ গোখরোটি আবির্ভূত হয়ে খেলোয়াড়দের চমকে দেয়। গলফ কোর্সে খেলোয়াড়দের সাধারণ একটি দিনকে স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতায় পরিণত করে সাপটি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ব্যবসায়ী ও গলফার এলিথা পিচি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘কেপ কোবরাটি বক্সে (গলফ খেলার নির্দিষ্ট একটি জায়গা) ঢুকে পড়েছিল। আমি এখান থেকে (বল দিয়ে) সরাসরি ওটাকে আঘাত করতে যাচ্ছি।’
গোখরোটিকে গলফ কোর্সের একটি সাইনকে ক্রুদ্ধভাবে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
গত শনিবার কেপটাউনের দক্ষিণ আফ্রিকার আটলান্টিক গলফ ক্লাবে এই কাণ্ড হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
অবশ্য গোখরোটি শিকারি একটি প্রাণীকে এড়ানোর জন্যও মাঠে হাজির হতে পারে। ভিডিওটিতে একটি বেজিকেও দেখা যায়। কোবরার প্রধান প্রতিপক্ষগুলোর মধ্যে এটি একটি। সবুজ ঝোপঝাড়ের আড়ালে ছিল এটি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘গলফ কোর্স তৈরি করে এমন একটি কিছু পেতে পারেন! পশুপ্রেমীরা কি জঙ্গলে প্রাণীদের বসবাসের জায়গায় একটি গলফ মাঠ তৈরি করা উপযুক্ত বলে মনে করেন? আসুন মরুভূমিকেও সবুজে পরিণত করার চেষ্টা চালিয়ে যাই।’ মন্তব্য করেন একজন ব্যবহারকারী।
‘আমি উল্লেখ করতে যাচ্ছি না যে পেছনে একটি বেজিও রয়েছে। সাপটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।’ লেখেন অপর এক ব্যবহারকারী।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথমে প্রাণীটিকে একটি রাজ গোখরো মনে করেছিলেন। পরে বুঝতে পারেন এটি একটি বড় আকারের কেপ গোখরো।
গলফাররা ভাগ্যবান যে তাঁরা শীতল রক্তের এই প্রাণীটির কামড় খাননি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি এটি। এই অঞ্চলে কেপ কোবরা ও ব্ল্যাক মামবা সবচেয়ে প্রাণঘাতী দংশনগুলোর জন্য দায়ী।
উচ্চমাত্রার নিউরোটক্সিক বিষের কারণে কেপ কোবরা অত্যন্ত বিপজ্জনক। তা ছাড়া ঘরবাড়িসহ অন্যান্য যেসব জায়গায় মানুষের আনাগোনা বেশি, সেখানে এদের অনুপ্রবেশের অভ্যাস আরও বেশি ঝুঁকি তৈরি করে।
কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।
দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ আলোড়ন তোলে। হঠাৎ গোখরোটি আবির্ভূত হয়ে খেলোয়াড়দের চমকে দেয়। গলফ কোর্সে খেলোয়াড়দের সাধারণ একটি দিনকে স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতায় পরিণত করে সাপটি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ব্যবসায়ী ও গলফার এলিথা পিচি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘কেপ কোবরাটি বক্সে (গলফ খেলার নির্দিষ্ট একটি জায়গা) ঢুকে পড়েছিল। আমি এখান থেকে (বল দিয়ে) সরাসরি ওটাকে আঘাত করতে যাচ্ছি।’
গোখরোটিকে গলফ কোর্সের একটি সাইনকে ক্রুদ্ধভাবে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
গত শনিবার কেপটাউনের দক্ষিণ আফ্রিকার আটলান্টিক গলফ ক্লাবে এই কাণ্ড হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
অবশ্য গোখরোটি শিকারি একটি প্রাণীকে এড়ানোর জন্যও মাঠে হাজির হতে পারে। ভিডিওটিতে একটি বেজিকেও দেখা যায়। কোবরার প্রধান প্রতিপক্ষগুলোর মধ্যে এটি একটি। সবুজ ঝোপঝাড়ের আড়ালে ছিল এটি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘গলফ কোর্স তৈরি করে এমন একটি কিছু পেতে পারেন! পশুপ্রেমীরা কি জঙ্গলে প্রাণীদের বসবাসের জায়গায় একটি গলফ মাঠ তৈরি করা উপযুক্ত বলে মনে করেন? আসুন মরুভূমিকেও সবুজে পরিণত করার চেষ্টা চালিয়ে যাই।’ মন্তব্য করেন একজন ব্যবহারকারী।
‘আমি উল্লেখ করতে যাচ্ছি না যে পেছনে একটি বেজিও রয়েছে। সাপটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।’ লেখেন অপর এক ব্যবহারকারী।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথমে প্রাণীটিকে একটি রাজ গোখরো মনে করেছিলেন। পরে বুঝতে পারেন এটি একটি বড় আকারের কেপ গোখরো।
গলফাররা ভাগ্যবান যে তাঁরা শীতল রক্তের এই প্রাণীটির কামড় খাননি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি এটি। এই অঞ্চলে কেপ কোবরা ও ব্ল্যাক মামবা সবচেয়ে প্রাণঘাতী দংশনগুলোর জন্য দায়ী।
উচ্চমাত্রার নিউরোটক্সিক বিষের কারণে কেপ কোবরা অত্যন্ত বিপজ্জনক। তা ছাড়া ঘরবাড়িসহ অন্যান্য যেসব জায়গায় মানুষের আনাগোনা বেশি, সেখানে এদের অনুপ্রবেশের অভ্যাস আরও বেশি ঝুঁকি তৈরি করে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫