অনেক সময় বৈদ্যুতিক প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র দেখা যায়। তবে কেন এই ছিদ্র, কী তার কার্যকারিতা, তা হয়তো জানা নেই অনেকের। অনেকের মনে কৌতূহল, কেন এমন ছিদ্র, এটি কি কেবল নকশা, নাকি রয়েছে কোনো যথাযথ কারণ? বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকার কিছু প্রচলিত ধারণা রয়েছে।
সকেটের সঙ্গে ভালোভাবে আটকে থাকার জন্য
খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, সকেটের মধ্যে দুই পাশে কিছুটা অমসৃণ অংশ রয়েছে। আর এই অংশ প্লাগের ধাতব অংশে থাকা ছিদ্রের সঙ্গে সেট হয়ে শক্তভাবে আটকে থাকে। অনেক সময় প্লাগ এবং তারের ওজনের কারণে সকেট থেকে প্লাগ খুলে যায়। ধাতব অংশে থাকা ছিদ্রের কারণে প্লাগটি আলগা হতে পারে না। এতে সংযোগ অনেকটা নিরবচ্ছিন্ন হয়।
নির্দেশাবলি দেখাতে
একটি প্লাস্টিকের তার বা ছোট তালা ব্যবহার করে প্রস্তুতকারক দ্বারা বৈদ্যুতিক ডিভাইসগুলো সিল করা থাকে। আর তা প্লাগের ধাতবের একটি বা উভয় ছিদ্রে বাঁধা অবস্থায় থাকে। নিরাপত্তার প্রয়োজনীয়তায় এই ধরনের সিলিং প্রয়োজন হতে পারে। অনেক সময় ছিদ্রের মধ্যে একটি প্লাস্টিকের ব্যান্ড দিয়ে এর সঙ্গে একটি ট্যাগ সংযুক্ত করা থাকে। এসব ট্যাগে ‘এই ডিভাইসটি প্লাগ করার আগে আপনাকে অবশ্যই যা যা করতে হবে...’ মর্মে কিছু নির্দেশাবলি লেখা থাকে। আর ব্যবহারকারী ট্যাগ অপসারণ ছাড়া ডিভাইস প্লাগ-ইন করতে পারবেন না। ফলে অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীকে নিরাপত্তা কিংবা করণীয় নির্দেশাবলি পড়তে হয়।
কাঁচামাল সাশ্রয়ী
প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র থাকার কারণে ওই অংশের কাঁচামাল (ধাতু) বেঁচে যায়, যা নির্মাণ খরচ অনেকটা কমিয়ে আনে। ফলে প্রস্তুতকারকদের জন্য এটি ছোট্ট সঞ্চয় বলা যায়। আর এই ধারণাটিই বেশি প্রচলিত। এমনকি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের (এএনএসআই) মতে, বৈদ্যুতিক প্লাগগুলোতে ছিদ্র রাখতেই হবে—এমন কোনো নিয়ম নেই। এটি কাঁচামাল সাশ্রয়ের লক্ষ্যে সম্পূর্ণ উৎপাদন উদ্দেশ্যে করা। বৈদ্যুতিক প্লাগকে মানসম্মত করার ক্ষেত্রে এর কোনো যোগসূত্র নেই।
তথ্যসূত্র: মেন্টালফ্লস ডটকম, হাউজস্টাফওয়ার্কস ডটকম
অনেক সময় বৈদ্যুতিক প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র দেখা যায়। তবে কেন এই ছিদ্র, কী তার কার্যকারিতা, তা হয়তো জানা নেই অনেকের। অনেকের মনে কৌতূহল, কেন এমন ছিদ্র, এটি কি কেবল নকশা, নাকি রয়েছে কোনো যথাযথ কারণ? বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকার কিছু প্রচলিত ধারণা রয়েছে।
সকেটের সঙ্গে ভালোভাবে আটকে থাকার জন্য
খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, সকেটের মধ্যে দুই পাশে কিছুটা অমসৃণ অংশ রয়েছে। আর এই অংশ প্লাগের ধাতব অংশে থাকা ছিদ্রের সঙ্গে সেট হয়ে শক্তভাবে আটকে থাকে। অনেক সময় প্লাগ এবং তারের ওজনের কারণে সকেট থেকে প্লাগ খুলে যায়। ধাতব অংশে থাকা ছিদ্রের কারণে প্লাগটি আলগা হতে পারে না। এতে সংযোগ অনেকটা নিরবচ্ছিন্ন হয়।
নির্দেশাবলি দেখাতে
একটি প্লাস্টিকের তার বা ছোট তালা ব্যবহার করে প্রস্তুতকারক দ্বারা বৈদ্যুতিক ডিভাইসগুলো সিল করা থাকে। আর তা প্লাগের ধাতবের একটি বা উভয় ছিদ্রে বাঁধা অবস্থায় থাকে। নিরাপত্তার প্রয়োজনীয়তায় এই ধরনের সিলিং প্রয়োজন হতে পারে। অনেক সময় ছিদ্রের মধ্যে একটি প্লাস্টিকের ব্যান্ড দিয়ে এর সঙ্গে একটি ট্যাগ সংযুক্ত করা থাকে। এসব ট্যাগে ‘এই ডিভাইসটি প্লাগ করার আগে আপনাকে অবশ্যই যা যা করতে হবে...’ মর্মে কিছু নির্দেশাবলি লেখা থাকে। আর ব্যবহারকারী ট্যাগ অপসারণ ছাড়া ডিভাইস প্লাগ-ইন করতে পারবেন না। ফলে অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীকে নিরাপত্তা কিংবা করণীয় নির্দেশাবলি পড়তে হয়।
কাঁচামাল সাশ্রয়ী
প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র থাকার কারণে ওই অংশের কাঁচামাল (ধাতু) বেঁচে যায়, যা নির্মাণ খরচ অনেকটা কমিয়ে আনে। ফলে প্রস্তুতকারকদের জন্য এটি ছোট্ট সঞ্চয় বলা যায়। আর এই ধারণাটিই বেশি প্রচলিত। এমনকি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের (এএনএসআই) মতে, বৈদ্যুতিক প্লাগগুলোতে ছিদ্র রাখতেই হবে—এমন কোনো নিয়ম নেই। এটি কাঁচামাল সাশ্রয়ের লক্ষ্যে সম্পূর্ণ উৎপাদন উদ্দেশ্যে করা। বৈদ্যুতিক প্লাগকে মানসম্মত করার ক্ষেত্রে এর কোনো যোগসূত্র নেই।
তথ্যসূত্র: মেন্টালফ্লস ডটকম, হাউজস্টাফওয়ার্কস ডটকম
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫