ল-র-ব-য-হ ডেস্ক
১) মানব মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তবে প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন প্রোগ্রাম চালাতে পারত। বিশ্বের সবচেয়ে শক্তশালী সুপার কম্পিউটার ব্লুজিনের সক্ষমতা এর মাত্র .০০২ শতাংশ।
২) ১০০ বছরের বেশি সময় ধরে হন্ডুরাস ও ইওরোতে 'মৎস্য বৃষ্টি' হচ্ছে। এ বৃষ্টিতে আকাশ থেকে প্রচুর মাছ পড়ে। এই অঞ্চলে বছরে ৪ বার পর্যন্ত এমন বৃষ্টি হয়ে থাকে।
৩) মশার দাঁত সংখ্যা ৪৭টি। মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না! মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পাড়ে। তাইতো পুরুষ মশা কখনো হুল ফোটায় না।
৪) বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির অ্যাম্বাসেডর হিসেবে বছরে যে পরিমাণ অর্থ উপার্জন করতেন তা মালয়েশিয়ায় প্রতিষ্ঠানটির সকল কর্মীর আয়ের চেয়ে বেশি ছিল।
৫) স্টার ফিসের দেহ পুনর্গঠন হয়। এমনকি একটি বাহু থেকেও পুরো শরীরও সৃষ্টি হতে পারে।
তথ্যসূত্র: অলদ্যাইন্টারেস্টিং.কম
১) মানব মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তবে প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন প্রোগ্রাম চালাতে পারত। বিশ্বের সবচেয়ে শক্তশালী সুপার কম্পিউটার ব্লুজিনের সক্ষমতা এর মাত্র .০০২ শতাংশ।
২) ১০০ বছরের বেশি সময় ধরে হন্ডুরাস ও ইওরোতে 'মৎস্য বৃষ্টি' হচ্ছে। এ বৃষ্টিতে আকাশ থেকে প্রচুর মাছ পড়ে। এই অঞ্চলে বছরে ৪ বার পর্যন্ত এমন বৃষ্টি হয়ে থাকে।
৩) মশার দাঁত সংখ্যা ৪৭টি। মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না! মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পাড়ে। তাইতো পুরুষ মশা কখনো হুল ফোটায় না।
৪) বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির অ্যাম্বাসেডর হিসেবে বছরে যে পরিমাণ অর্থ উপার্জন করতেন তা মালয়েশিয়ায় প্রতিষ্ঠানটির সকল কর্মীর আয়ের চেয়ে বেশি ছিল।
৫) স্টার ফিসের দেহ পুনর্গঠন হয়। এমনকি একটি বাহু থেকেও পুরো শরীরও সৃষ্টি হতে পারে।
তথ্যসূত্র: অলদ্যাইন্টারেস্টিং.কম
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫