হঠাৎ যদি দেখেন বিশাল একটা জলহস্তী বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেমন লাগবে বলুন তো! সত্যি এমন ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের শহরতলিতে। সেখানকার বাসিন্দাদের চমকে দেয় সংরক্ষিত এলাকা থেকে পালিয়ে আসা একটি জলহস্তী।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত শনিবার মধ্যরাতের ঠিক পরে রোনডেভলি ন্যাশনাল রিজার্ভের বেড়া ভেঙে জলহস্তীটি বেরিয়ে এসে গ্রাসি পার্ক এলাকার রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। তখন শহরতলির বাসিন্দারা প্রাণীটির ছবি তোলেন এবং ভিডিও করেন।
এই এলাকার বাসিন্দা আশরাফ শর্টজ জানান, পুলিশ জলহস্তীটির পিছু নিয়ে তাঁদের বাড়ির উঠান পর্যন্ত আসে।
‘আমার ৭৪ বছর বয়স্ক মা ভেতর থেকে ঘটনাটা দেখছিলেন। তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ জলহস্তীটি সোজা বাড়ির দরজার দিকে আসছিল। পুলিশ উঠানের ঠিক বাইরেই দাঁড়িয়ে ছিল।’ ইনডিপেনডেন্ট অনলাইনকে বলেন আশরাফ।
তিনি আরও বলেন, ‘তারপরে এটি ঘুরে দাঁড়ায় এবং রাস্তায় দৌড়ে যায়। কিন্তু তার আগেই এটি আমার দেয়ালের ওপর লাফিয়ে পড়ে সেটা ভেঙে ফেলে। জলহস্তী বিপজ্জনক একটি প্রাণী এবং এটি কাউকে হত্যাও করতে পারে। আমাদের নিরাপত্তার জন্য নেচার রিজার্ভে আরও শক্তিশালী বেড়া দেওয়া উচিত।’
স্থানীয় গবেষকেরা জলহস্তী পালানোর কারণ অবশ্য বের করেছেন। তাঁরা জানিয়েছেন, স্পষ্টতই রিজার্ভের অভ্যন্তরে একটি শক্তিশালী মদ্দা জলহস্তীর সঙ্গে রেষারেষির কারণে প্রাণীটি পালিয়ে যেতে উৎসাহী হয়ে ওঠে।
দ্য কেপ অব গুড হোপ এসপিসিএ ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টে জানিয়েছে, পুলিশ ও পার্কের রেঞ্জাররা নিরাপদেই জলহস্তীটিকে সংরক্ষিত এলাকায় ফেরত পাঠাতে সক্ষম হয়। এ ঘটনায় শহরের বাসিন্দা কিংবা জলহস্তী কোনো তরফেই আঘাত পাওয়ার ঘটনা ঘটেনি।
হঠাৎ যদি দেখেন বিশাল একটা জলহস্তী বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেমন লাগবে বলুন তো! সত্যি এমন ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের শহরতলিতে। সেখানকার বাসিন্দাদের চমকে দেয় সংরক্ষিত এলাকা থেকে পালিয়ে আসা একটি জলহস্তী।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত শনিবার মধ্যরাতের ঠিক পরে রোনডেভলি ন্যাশনাল রিজার্ভের বেড়া ভেঙে জলহস্তীটি বেরিয়ে এসে গ্রাসি পার্ক এলাকার রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। তখন শহরতলির বাসিন্দারা প্রাণীটির ছবি তোলেন এবং ভিডিও করেন।
এই এলাকার বাসিন্দা আশরাফ শর্টজ জানান, পুলিশ জলহস্তীটির পিছু নিয়ে তাঁদের বাড়ির উঠান পর্যন্ত আসে।
‘আমার ৭৪ বছর বয়স্ক মা ভেতর থেকে ঘটনাটা দেখছিলেন। তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ জলহস্তীটি সোজা বাড়ির দরজার দিকে আসছিল। পুলিশ উঠানের ঠিক বাইরেই দাঁড়িয়ে ছিল।’ ইনডিপেনডেন্ট অনলাইনকে বলেন আশরাফ।
তিনি আরও বলেন, ‘তারপরে এটি ঘুরে দাঁড়ায় এবং রাস্তায় দৌড়ে যায়। কিন্তু তার আগেই এটি আমার দেয়ালের ওপর লাফিয়ে পড়ে সেটা ভেঙে ফেলে। জলহস্তী বিপজ্জনক একটি প্রাণী এবং এটি কাউকে হত্যাও করতে পারে। আমাদের নিরাপত্তার জন্য নেচার রিজার্ভে আরও শক্তিশালী বেড়া দেওয়া উচিত।’
স্থানীয় গবেষকেরা জলহস্তী পালানোর কারণ অবশ্য বের করেছেন। তাঁরা জানিয়েছেন, স্পষ্টতই রিজার্ভের অভ্যন্তরে একটি শক্তিশালী মদ্দা জলহস্তীর সঙ্গে রেষারেষির কারণে প্রাণীটি পালিয়ে যেতে উৎসাহী হয়ে ওঠে।
দ্য কেপ অব গুড হোপ এসপিসিএ ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টে জানিয়েছে, পুলিশ ও পার্কের রেঞ্জাররা নিরাপদেই জলহস্তীটিকে সংরক্ষিত এলাকায় ফেরত পাঠাতে সক্ষম হয়। এ ঘটনায় শহরের বাসিন্দা কিংবা জলহস্তী কোনো তরফেই আঘাত পাওয়ার ঘটনা ঘটেনি।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে