কত কারণেই তো মানুষের হাড়গোড় ভেঙে যেতে পারে। তাই বলে আলিঙ্গনের কারণে? চীনের হুনান প্রদেশে এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে। সেখানকার এক নারী জানিয়েছেন, তাঁর সহকর্মী তাঁকে এতটাই জোরে আলিঙ্গন করেছেন যে, তাঁর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। পরে তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অন্যরকম আলিঙ্গনের ঘটনা ঘটেছে গত বছর। সম্প্রতি চীনের ইউনসি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছেন।
ওই নারীর ভাষ্যমতে, ঘটনার দিন তাঁর একজন সহকর্মী কথা বলতে বলতে তাঁকে সজোরে আলিঙ্গন করেন। তাঁর আলিঙ্গন এতই তীব্র ছিল যে ওই নারী ব্যথায় চিৎকার করে ওঠেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বাসায় ফিরে যান। আস্তে আস্তে তাঁর বুক ও পাঁজরে ব্যথা বাড়তে থাকে। তিনি কিছু ঘরোয়া চিকিৎসাও নেন। কিন্তু অবস্থার খুব একটা হেরফের হয় না তাতে, বরং তাঁর ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে।
পরদিনও তাঁর ব্যথা যখন কমছিল না, তখন তিনি অনন্যোপায় হয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে এক্স-রে করতে বলেন। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর পাঁজরের বাম দিকে দুটি এবং ডান দিকে একটি হাড় ভেঙে গেছে।
কী আর করা! কয়েক দিন অফিসে না গিয়ে চিকিৎসা করাতে শুরু করেন তিনি। এতে অবশ্য তাঁর কয়েক দিনের বেতন খোয়া যায়। সঙ্গে যোগ হয় চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয়।
সুস্থ হয়ে অফিসে ফিরে এসে তিনি তাঁর সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু সহকর্মী ভদ্রলোক তাঁর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর আলিঙ্গনের কারণেই যে পাঁজর ভেঙেছে, এমন কোনো প্রমাণ নেই। এতে ওই নারী ক্ষুব্ধ হয়ে ইউনসি আদালতে মামলা করেন।
আদালত সম্প্রতি ওই নারীর পক্ষেই রায় দিয়েছেন এবং সহকর্মী ব্যক্তিটিকে ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কত কারণেই তো মানুষের হাড়গোড় ভেঙে যেতে পারে। তাই বলে আলিঙ্গনের কারণে? চীনের হুনান প্রদেশে এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে। সেখানকার এক নারী জানিয়েছেন, তাঁর সহকর্মী তাঁকে এতটাই জোরে আলিঙ্গন করেছেন যে, তাঁর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। পরে তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অন্যরকম আলিঙ্গনের ঘটনা ঘটেছে গত বছর। সম্প্রতি চীনের ইউনসি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছেন।
ওই নারীর ভাষ্যমতে, ঘটনার দিন তাঁর একজন সহকর্মী কথা বলতে বলতে তাঁকে সজোরে আলিঙ্গন করেন। তাঁর আলিঙ্গন এতই তীব্র ছিল যে ওই নারী ব্যথায় চিৎকার করে ওঠেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বাসায় ফিরে যান। আস্তে আস্তে তাঁর বুক ও পাঁজরে ব্যথা বাড়তে থাকে। তিনি কিছু ঘরোয়া চিকিৎসাও নেন। কিন্তু অবস্থার খুব একটা হেরফের হয় না তাতে, বরং তাঁর ব্যথা ও অস্বস্তি বাড়তে থাকে।
পরদিনও তাঁর ব্যথা যখন কমছিল না, তখন তিনি অনন্যোপায় হয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে এক্স-রে করতে বলেন। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায়, তাঁর পাঁজরের বাম দিকে দুটি এবং ডান দিকে একটি হাড় ভেঙে গেছে।
কী আর করা! কয়েক দিন অফিসে না গিয়ে চিকিৎসা করাতে শুরু করেন তিনি। এতে অবশ্য তাঁর কয়েক দিনের বেতন খোয়া যায়। সঙ্গে যোগ হয় চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয়।
সুস্থ হয়ে অফিসে ফিরে এসে তিনি তাঁর সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু সহকর্মী ভদ্রলোক তাঁর অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর আলিঙ্গনের কারণেই যে পাঁজর ভেঙেছে, এমন কোনো প্রমাণ নেই। এতে ওই নারী ক্ষুব্ধ হয়ে ইউনসি আদালতে মামলা করেন।
আদালত সম্প্রতি ওই নারীর পক্ষেই রায় দিয়েছেন এবং সহকর্মী ব্যক্তিটিকে ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫