লুনকিটো নামে পুরুষ সিংহটিকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক সিংহগুলোর মধ্যে অন্যতম বিবেচনা করা হতো। কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় আম্বোসেলি ন্যাশনাল পার্ক এলাকায় এটি বসবাস করতো। কিন্তু পার্ক সংলগ্ন ওলকেনিয়েত গ্রামের সীমান্তে বৃহস্পতিবার রাতে এক পশু পালকের বর্শার আঘাতে সিংহটির মৃত্যু ঘটেছে।
কেনিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার রাতে এ খবর দিয়েছে বিবিসি।
‘লায়ন গার্ডিয়ান্স’ নামে একটি সংরক্ষণবাদী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের ইকোসিস্টেমে এটি ছিল সবচেয়ে বয়স্ক সিংহ। সম্ভবত এটি সমগ্র আফ্রিকার মধ্যেই সবচেয়ে বয়স্ক ছিল।
কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের মুখপাত্র পল জিনারো বলেন, ‘সিংহটি বৃদ্ধ এবং দুর্বল ছিল। খাবারের সন্ধানে পার্ক থেকে এটি মাঝেমাঝে গ্রামে ঘুরে বেড়াত।
জঙ্গলের বেশিরভাগ সিংহই সাধারণত ১৩-১৪ বছরের মধ্যেই বুড়ো হয়ে মারা যায়। তবে লুনকিটোর বয়স হয়েছিল ১৯ বছর।
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশনের তথ্যমতে, পৃথিবীর প্রায় সব বুনো সিংহই বর্তমানে আফ্রিকায় বসবাস করে। এ ছাড়া খুব অল্প সংখ্যক ভারতে বসবাস করে।
লুনকিটো নামে পুরুষ সিংহটিকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক সিংহগুলোর মধ্যে অন্যতম বিবেচনা করা হতো। কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় আম্বোসেলি ন্যাশনাল পার্ক এলাকায় এটি বসবাস করতো। কিন্তু পার্ক সংলগ্ন ওলকেনিয়েত গ্রামের সীমান্তে বৃহস্পতিবার রাতে এক পশু পালকের বর্শার আঘাতে সিংহটির মৃত্যু ঘটেছে।
কেনিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার রাতে এ খবর দিয়েছে বিবিসি।
‘লায়ন গার্ডিয়ান্স’ নামে একটি সংরক্ষণবাদী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের ইকোসিস্টেমে এটি ছিল সবচেয়ে বয়স্ক সিংহ। সম্ভবত এটি সমগ্র আফ্রিকার মধ্যেই সবচেয়ে বয়স্ক ছিল।
কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের মুখপাত্র পল জিনারো বলেন, ‘সিংহটি বৃদ্ধ এবং দুর্বল ছিল। খাবারের সন্ধানে পার্ক থেকে এটি মাঝেমাঝে গ্রামে ঘুরে বেড়াত।
জঙ্গলের বেশিরভাগ সিংহই সাধারণত ১৩-১৪ বছরের মধ্যেই বুড়ো হয়ে মারা যায়। তবে লুনকিটোর বয়স হয়েছিল ১৯ বছর।
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশনের তথ্যমতে, পৃথিবীর প্রায় সব বুনো সিংহই বর্তমানে আফ্রিকায় বসবাস করে। এ ছাড়া খুব অল্প সংখ্যক ভারতে বসবাস করে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫