নিজের ঝুলিতে ২৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশের। অভিনব সব রেকর্ড গড়তে ওস্তাদ তিনি। এবার কম সময়ে সবচেয়ে বেশি বেলুন ফাটানোর রেকর্ড গড়েছেন রাশ।
একটি আলপিন ব্যবহার করে মাত্র ১১ দশমিক ৮৩ সেকেন্ডে ২০০টি বেলুন ফাটান ডেভিড রাশ। মজার ঘটনা রেকর্ডটি আগে তাঁরই ছিল। তখন ১৪.৭৭ সেকেন্ডে বেলুনগুলিকে দেয়ালে একটি সারিতে সাজিয়ে এবং দৌড়ানোর সময় পেরেক দিয়ে ফাটিয়ে রেকর্ডটি গড়েছিলেন। তবে ১২.১ সেকেন্ডে জাপানের রেন নাগাসি ২০০টি বেলুন এভাবে ফাটিয়ে রাশের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদন থেকে।
এবার প্রথম দৌড়ে রাশ সবগুলি বেলুন ফাটাতে পারেননি। চূড়ান্ত দৌড়ে আগে মিস করা তিনটি বেলুন ফাটাতে গিয়ে কিছুটা সময় ব্যয় হয়েছিল। তবে তারপরও ১১.৮৩ সেকেন্ড সময়ে বেলুন গুলি ফাটিয়ে রেকর্ডটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।
নিজের ঝুলিতে ২৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশের। অভিনব সব রেকর্ড গড়তে ওস্তাদ তিনি। এবার কম সময়ে সবচেয়ে বেশি বেলুন ফাটানোর রেকর্ড গড়েছেন রাশ।
একটি আলপিন ব্যবহার করে মাত্র ১১ দশমিক ৮৩ সেকেন্ডে ২০০টি বেলুন ফাটান ডেভিড রাশ। মজার ঘটনা রেকর্ডটি আগে তাঁরই ছিল। তখন ১৪.৭৭ সেকেন্ডে বেলুনগুলিকে দেয়ালে একটি সারিতে সাজিয়ে এবং দৌড়ানোর সময় পেরেক দিয়ে ফাটিয়ে রেকর্ডটি গড়েছিলেন। তবে ১২.১ সেকেন্ডে জাপানের রেন নাগাসি ২০০টি বেলুন এভাবে ফাটিয়ে রাশের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদন থেকে।
এবার প্রথম দৌড়ে রাশ সবগুলি বেলুন ফাটাতে পারেননি। চূড়ান্ত দৌড়ে আগে মিস করা তিনটি বেলুন ফাটাতে গিয়ে কিছুটা সময় ব্যয় হয়েছিল। তবে তারপরও ১১.৮৩ সেকেন্ড সময়ে বেলুন গুলি ফাটিয়ে রেকর্ডটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে