ল—র—ব—য—হ ডেস্ক
অতো বিনয়ী হইয়েন না—আপনি কিন্তু আসলে অতোটা মহান না!
গোল্ডা মায়ার, ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী (৩ মে, ১৮৯৮—৮ ডিসেম্বর, ১৯৭৮)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
লোকের মুখ বন্ধ করার সুযোগ কখনো হেলায় হারাবেন না!
উইল রজার্স, মার্কিন অভিনেতা (৪ নভেম্বর, ১৮৭৯—১৫ আগস্ট, ১৯৩৫)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
অসুখী হওয়ার চেয়ে কৌতুকের বিষয় আর নেই।
স্যামুয়েল বেকেট, আইরিশ ঔপন্যাসিক ও নাট্যকার (১৩ এপ্রিল, ১৯০৬—২২ ডিসেম্বর, ১৯৮৯)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
কারো সমালোচনা করার আগে তাঁর জুতো পায়ে দিয়ে অন্তত এক কিলোমিটার হাঁটুন। কারণ, যখন আপনি তাঁর সমালোচনা করছেন, তখন আপনার সঙ্গে তাঁর ব্যবধান এক মাইল, আর তাঁর জুতো জোড়া আপনার দখলে।
স্টিভ মার্টিন, মার্কিন লেখক ও অভিনেতা (১৪ আগস্ট, ১৯৪৫—)
ছবি: রয়টার্স
পৃথিবীর সব মানুষ যদি একই সময়ে চুপ থাকে, চোখ বন্ধ করে থাকে এবং শান্তি ও সৌহার্দ্যের প্রতি সর্বোচ্চ মনোনিবেশ করে, তবে পৃথিবীতে হত্যা ও নিষ্ঠুরতা চলতেই থাকবে এবং সম্ভবত আরও বাড়বে।
জর্জ কারলিন, মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ান (১২ মে, ১৯৩৭—২২ জুন, ২০০৮)
ছবি: রয়টার্স
অতো বিনয়ী হইয়েন না—আপনি কিন্তু আসলে অতোটা মহান না!
গোল্ডা মায়ার, ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী (৩ মে, ১৮৯৮—৮ ডিসেম্বর, ১৯৭৮)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
লোকের মুখ বন্ধ করার সুযোগ কখনো হেলায় হারাবেন না!
উইল রজার্স, মার্কিন অভিনেতা (৪ নভেম্বর, ১৮৭৯—১৫ আগস্ট, ১৯৩৫)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
অসুখী হওয়ার চেয়ে কৌতুকের বিষয় আর নেই।
স্যামুয়েল বেকেট, আইরিশ ঔপন্যাসিক ও নাট্যকার (১৩ এপ্রিল, ১৯০৬—২২ ডিসেম্বর, ১৯৮৯)
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে
কারো সমালোচনা করার আগে তাঁর জুতো পায়ে দিয়ে অন্তত এক কিলোমিটার হাঁটুন। কারণ, যখন আপনি তাঁর সমালোচনা করছেন, তখন আপনার সঙ্গে তাঁর ব্যবধান এক মাইল, আর তাঁর জুতো জোড়া আপনার দখলে।
স্টিভ মার্টিন, মার্কিন লেখক ও অভিনেতা (১৪ আগস্ট, ১৯৪৫—)
ছবি: রয়টার্স
পৃথিবীর সব মানুষ যদি একই সময়ে চুপ থাকে, চোখ বন্ধ করে থাকে এবং শান্তি ও সৌহার্দ্যের প্রতি সর্বোচ্চ মনোনিবেশ করে, তবে পৃথিবীতে হত্যা ও নিষ্ঠুরতা চলতেই থাকবে এবং সম্ভবত আরও বাড়বে।
জর্জ কারলিন, মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ান (১২ মে, ১৯৩৭—২২ জুন, ২০০৮)
ছবি: রয়টার্স
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে