অনলাইন ডেস্ক
অনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। ব্যতিক্রমী এই পানীয়ের নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হচ্ছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ঔষধিগুণ।
স্নেক ওয়াইন বা সাপের ওয়াইনের উৎপত্তি মনে করা হয় প্রাচীন চীনা চিকিৎসাব্যবস্থা, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা ইউনানী চিকিৎসাশাস্ত্র থেকে। এই শাস্ত্রে বহুদিন ধরেই প্রাণিজ উপাদান ব্যবহার করে নানা রোগ নিরাময় ও স্বাস্থ্যোন্নয়ন করা হতো। সাপের নাম ঔষধি উপাদান হিসেবে প্রথম পাওয়া যায় ‘দ্য ডিভাইন ফার্মারস ম্যাটেরিয়া মেডিকা’ নামে একটি গ্রন্থে। বইটি লেখা হয় হান রাজবংশের (২০২–২২০ খ্রিষ্টাব্দ) আমলে।
মিং রাজবংশের (১৩৬৮–১৬৪৪) বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ছিলেন লি শিজেন। তিনি প্রাণিজ ও উদ্ভিজ্জ উপাদান দিয়ে ওষুধ প্রস্তুত করতেন। তাঁর লেখা বিখ্যাত বই ‘কমপেন্ডিয়াম অব ম্যাটেরিয়া মেডিকা’য় সাপের ঔষধিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। প্রাচীন এই গ্রন্থ অনুযায়ী, সাপের বিষ শরীরকে উদ্দীপিত করে, রক্তসঞ্চালন উন্নত করে এবং অস্থিসন্ধির ব্যথা ও ত্বকের সমস্যার বিরুদ্ধে কার্যকর।
চীন ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান ও ভিয়েতনামের মতো অন্যান্য এশীয় দেশেও ‘স্নেক ওয়াইন’ পান করা হয়। বিশ্বজুড়ে প্রায় ৩ হাজার প্রজাতির সাপ থাকলেও, যেসব সাপের বিষ সবচেয়ে তীব্র, সেগুলো দিয়েই সবচেয়ে উন্নতমানের সাপের ওয়াইন তৈরি হয় বলে ধারণা করা হয়।
জাপানে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপে সাপের এই ওয়াইনকে বলা হয় ‘হাবুশু’। নামটি এসেছে হাবু নামের একধরনের বিষধর সাপের নাম থেকে, যা ওই দ্বীপাঞ্চলে ব্যাপকভাবে পাওয়া যায়। ওকিনাওয়ায় হাবুশু তৈরি হয় ‘আওমোরি’ নামে একটি শক্তিশালী আঞ্চলিক মদে হাবু সাপ ডুবিয়ে রেখে।
স্নেক ওয়াইন তৈরির পদ্ধতি বেশ সূক্ষ্ম ও নিখুঁত। প্রথমে একটি বিষধর সাপ ধরা হয়। এরপর সতর্কতার সঙ্গে সেটিকে পরিষ্কার করা হয় এবং সেটির ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ অপসারণ করা হয়, যাতে মদ দূষিত না হয়। পরে সাপটিকে একটি পরিষ্কার বোতল বা পাত্রে রাখা হয়। তারপর সেখানে উচ্চমাত্রার অ্যালকোহল—যেমন বাইজিউ, চাল থেকে তৈরি মদ বা অন্য কোনো শক্তিশালী স্পিরিট ঢেলে দেওয়া হয়, যেন সাপটি পুরোপুরি মদের মধ্যে ডুবে থাকে। তারপর বোতলটি সিল করে রাখা হয় এবং তা মাসের পর মাস বা বছরের পর বছর ধরে মাটির নিচে বা অন্ধকার স্থানে রেখে ফারমেন্ট করানো হয়। এই সময়ের মধ্যে সাপের বিষ ধীরে ধীরে অ্যালকোহলের মধ্যে মিশে যায়।
সাপের ওয়াইনের রয়েছে নানা বৈচিত্র্য। কোথাও একাধিক সাপ দিয়ে তৈরি করা হয়, কোথাও আবার নির্দিষ্ট ধরনের প্রাণী বা ভেষজ উপাদান যোগ করা হয় নির্দিষ্ট শারীরিক উপকারের লক্ষ্যে। যদিও অনেকের বিশ্বাস, সাপের মদ এখনো স্বাস্থ্যকর, তবে এর কিছু ঝুঁকিও রয়েছে। যদি প্রস্তুত প্রণালি যথাযথ না হয়, তবে এতে পরজীবী বা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে সংক্রমণের আশঙ্কা থাকে। পাশাপাশি, সাপের বিষ যদি মাত্রাতিরিক্তভাবে শরীরে প্রবেশ করে, তবে তা প্রাণঘাতী হতে পারে।
দক্ষিণ কোরিয়ায় বর্তমানে সাপের মদ তৈরি, বিক্রি ও পান সম্পূর্ণ নিষিদ্ধ। চীনে যদিও এই পানীয় নিষিদ্ধ নয়, তবে যেসব সাপ সংরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত, সেগুলো শিকার, হত্যা বা বেচাকেনা বেআইনি।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
অনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। ব্যতিক্রমী এই পানীয়ের নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হচ্ছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ঔষধিগুণ।
স্নেক ওয়াইন বা সাপের ওয়াইনের উৎপত্তি মনে করা হয় প্রাচীন চীনা চিকিৎসাব্যবস্থা, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা ইউনানী চিকিৎসাশাস্ত্র থেকে। এই শাস্ত্রে বহুদিন ধরেই প্রাণিজ উপাদান ব্যবহার করে নানা রোগ নিরাময় ও স্বাস্থ্যোন্নয়ন করা হতো। সাপের নাম ঔষধি উপাদান হিসেবে প্রথম পাওয়া যায় ‘দ্য ডিভাইন ফার্মারস ম্যাটেরিয়া মেডিকা’ নামে একটি গ্রন্থে। বইটি লেখা হয় হান রাজবংশের (২০২–২২০ খ্রিষ্টাব্দ) আমলে।
মিং রাজবংশের (১৩৬৮–১৬৪৪) বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ছিলেন লি শিজেন। তিনি প্রাণিজ ও উদ্ভিজ্জ উপাদান দিয়ে ওষুধ প্রস্তুত করতেন। তাঁর লেখা বিখ্যাত বই ‘কমপেন্ডিয়াম অব ম্যাটেরিয়া মেডিকা’য় সাপের ঔষধিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। প্রাচীন এই গ্রন্থ অনুযায়ী, সাপের বিষ শরীরকে উদ্দীপিত করে, রক্তসঞ্চালন উন্নত করে এবং অস্থিসন্ধির ব্যথা ও ত্বকের সমস্যার বিরুদ্ধে কার্যকর।
চীন ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান ও ভিয়েতনামের মতো অন্যান্য এশীয় দেশেও ‘স্নেক ওয়াইন’ পান করা হয়। বিশ্বজুড়ে প্রায় ৩ হাজার প্রজাতির সাপ থাকলেও, যেসব সাপের বিষ সবচেয়ে তীব্র, সেগুলো দিয়েই সবচেয়ে উন্নতমানের সাপের ওয়াইন তৈরি হয় বলে ধারণা করা হয়।
জাপানে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপে সাপের এই ওয়াইনকে বলা হয় ‘হাবুশু’। নামটি এসেছে হাবু নামের একধরনের বিষধর সাপের নাম থেকে, যা ওই দ্বীপাঞ্চলে ব্যাপকভাবে পাওয়া যায়। ওকিনাওয়ায় হাবুশু তৈরি হয় ‘আওমোরি’ নামে একটি শক্তিশালী আঞ্চলিক মদে হাবু সাপ ডুবিয়ে রেখে।
স্নেক ওয়াইন তৈরির পদ্ধতি বেশ সূক্ষ্ম ও নিখুঁত। প্রথমে একটি বিষধর সাপ ধরা হয়। এরপর সতর্কতার সঙ্গে সেটিকে পরিষ্কার করা হয় এবং সেটির ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ অপসারণ করা হয়, যাতে মদ দূষিত না হয়। পরে সাপটিকে একটি পরিষ্কার বোতল বা পাত্রে রাখা হয়। তারপর সেখানে উচ্চমাত্রার অ্যালকোহল—যেমন বাইজিউ, চাল থেকে তৈরি মদ বা অন্য কোনো শক্তিশালী স্পিরিট ঢেলে দেওয়া হয়, যেন সাপটি পুরোপুরি মদের মধ্যে ডুবে থাকে। তারপর বোতলটি সিল করে রাখা হয় এবং তা মাসের পর মাস বা বছরের পর বছর ধরে মাটির নিচে বা অন্ধকার স্থানে রেখে ফারমেন্ট করানো হয়। এই সময়ের মধ্যে সাপের বিষ ধীরে ধীরে অ্যালকোহলের মধ্যে মিশে যায়।
সাপের ওয়াইনের রয়েছে নানা বৈচিত্র্য। কোথাও একাধিক সাপ দিয়ে তৈরি করা হয়, কোথাও আবার নির্দিষ্ট ধরনের প্রাণী বা ভেষজ উপাদান যোগ করা হয় নির্দিষ্ট শারীরিক উপকারের লক্ষ্যে। যদিও অনেকের বিশ্বাস, সাপের মদ এখনো স্বাস্থ্যকর, তবে এর কিছু ঝুঁকিও রয়েছে। যদি প্রস্তুত প্রণালি যথাযথ না হয়, তবে এতে পরজীবী বা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে সংক্রমণের আশঙ্কা থাকে। পাশাপাশি, সাপের বিষ যদি মাত্রাতিরিক্তভাবে শরীরে প্রবেশ করে, তবে তা প্রাণঘাতী হতে পারে।
দক্ষিণ কোরিয়ায় বর্তমানে সাপের মদ তৈরি, বিক্রি ও পান সম্পূর্ণ নিষিদ্ধ। চীনে যদিও এই পানীয় নিষিদ্ধ নয়, তবে যেসব সাপ সংরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত, সেগুলো শিকার, হত্যা বা বেচাকেনা বেআইনি।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৭ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৮ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১৯ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২০ দিন আগে