একটা খরগোশের ওজন কত হতে পারে? ভাবছেন কত আর, খুব বেশি হলে কেজি দেড়েক! কিন্তু যদি শোনেন একটা খরগোশের ওজন ২৬ পাউন্ড বা প্রায় ১২ কেজি, তবে নিশ্চয় চমকাবেন। এমন একটি বিশাল খরগোশ উদ্ধার করা হয়েছে ব্যস্ত এক মহাসড়ক থেকে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। হাইওয়ে ১৭-র কাছে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিশালাকায় খরগোশটিকে ঘুরে বেড়াতে দেখে সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল অফিসারদের খবর দেন।
পুলিশ কর্মকর্তারা এর নাম দেন বাগস। তাঁরা খরগোশটিকে প্রথমে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর মিল ভ্যালি র্যাবিট রেসকিউ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হয় প্রাণীটিকে। রেসকিউ গ্রুপের কর্মীরা অনুমান করছেন এটি একটি স্ত্রী ফ্লেমিশ জায়ান্ট খরগোশ। বিশাল আকারের কারণে এরা পোষা প্রাণী হিসেবে খুব জনপ্রিয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তারা জানিয়েছেন, বাগসের মুখ এবং ঘাড়ের পেছনের ছোটখাটো আঘাতগুলি ইঙ্গিত দেয় যে ঘেরে ছিল সেখান থেকে খরগোশটিকে কোনো শিকারি প্রাণী তুলে নেয়। তবে মুখরোচক একটি খাবারে পরিণত হওয়ার আগেই এটি পালিয়ে আসতে সক্ষম হয়।
রেসকিউ গ্রুপ জানিয়েছে আগামী চার দিন মালিকহীন প্রাণী হিসেবে রাখা হবে একে। এ সময়ের মধ্যে এর প্রকৃত মালিক চাইলে খরগোশটিকে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চার দিন পেরিয়ে গেলে দত্তক দেওয়ার জন্য তোলা হবে বাগসকে।
একটা খরগোশের ওজন কত হতে পারে? ভাবছেন কত আর, খুব বেশি হলে কেজি দেড়েক! কিন্তু যদি শোনেন একটা খরগোশের ওজন ২৬ পাউন্ড বা প্রায় ১২ কেজি, তবে নিশ্চয় চমকাবেন। এমন একটি বিশাল খরগোশ উদ্ধার করা হয়েছে ব্যস্ত এক মহাসড়ক থেকে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। হাইওয়ে ১৭-র কাছে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিশালাকায় খরগোশটিকে ঘুরে বেড়াতে দেখে সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল অফিসারদের খবর দেন।
পুলিশ কর্মকর্তারা এর নাম দেন বাগস। তাঁরা খরগোশটিকে প্রথমে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর মিল ভ্যালি র্যাবিট রেসকিউ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হয় প্রাণীটিকে। রেসকিউ গ্রুপের কর্মীরা অনুমান করছেন এটি একটি স্ত্রী ফ্লেমিশ জায়ান্ট খরগোশ। বিশাল আকারের কারণে এরা পোষা প্রাণী হিসেবে খুব জনপ্রিয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তারা জানিয়েছেন, বাগসের মুখ এবং ঘাড়ের পেছনের ছোটখাটো আঘাতগুলি ইঙ্গিত দেয় যে ঘেরে ছিল সেখান থেকে খরগোশটিকে কোনো শিকারি প্রাণী তুলে নেয়। তবে মুখরোচক একটি খাবারে পরিণত হওয়ার আগেই এটি পালিয়ে আসতে সক্ষম হয়।
রেসকিউ গ্রুপ জানিয়েছে আগামী চার দিন মালিকহীন প্রাণী হিসেবে রাখা হবে একে। এ সময়ের মধ্যে এর প্রকৃত মালিক চাইলে খরগোশটিকে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চার দিন পেরিয়ে গেলে দত্তক দেওয়ার জন্য তোলা হবে বাগসকে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে