একটি প্যান্টের দৈর্ঘ্য কত হতে পারে? আর যা-ই হোক, আপনি নিশ্চয় ২৫০ ফুট লম্বা কোনো জিনসের প্যান্ট কথা ভাবছিলেন না। সত্যি এমন একটি প্যান্ট বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এক চীনা পোশাক কারখানা। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এত লম্বা প্যান্ট পরবে কে? রূপকথার দৈত্য-দানোকে হাজির করলেও তো কুলাবে না!
ঘটনা অবশ্য সাধারণ। এই বিশাল প্যান্ট কেউ পরবে না। শুধু রেকর্ড গড়ার উদ্দেশ্যেই বানানো হয়েছে। আর টেক্সটাইল কোম্পানিটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ থেকে সে স্বীকৃতিও পেয়েছে।
এত লম্বা একটি জিনসের প্যান্ট বানানো তো চাট্টিখানি কথা নয়। ৩০ জন পোশাকশ্রমিক খেটেছেন এর জন্য। চীনের ইউলিং শহরের ইসিং টেক্সটাইল কোম্পানির কর্মীদের ১৮ দিন সময় লাগে প্যান্টটি তৈরি করতে। ২৫০ ফুট ৫ ইঞ্চি দীর্ঘ জিনসটি চওড়ায় ১৯০ ফুট ১০ ইঞ্চি।
১৮ হাজার ৪৪ ফুট ডেনিম কাপড় লেগেছে এটি বানাতে। প্যান্টটিতে আছে ২৫ দশমিক ৫৯ ফুটের একটি জিপার ও ৩ দশমিক ৯৪ ফুটের একটি ইস্পাতের বোতাম। এর ওজন কত শুনবেন, ৭ হাজার ৯৩৬ পাউন্ড।
আগের রেকর্ডটি গড়ে পেরুর লিমায় অবস্থিত প্রতিষ্ঠান প্যারিস পেরু, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি। কোম্পানিটির বানানো জিনসের প্যান্টটির দৈর্ঘ্য ছিল ২১৪ ফুট ১০ ইঞ্চি, চওড়ায় ছিল ১৪০ ফুট ১ ইঞ্চি।
একটি প্যান্টের দৈর্ঘ্য কত হতে পারে? আর যা-ই হোক, আপনি নিশ্চয় ২৫০ ফুট লম্বা কোনো জিনসের প্যান্ট কথা ভাবছিলেন না। সত্যি এমন একটি প্যান্ট বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এক চীনা পোশাক কারখানা। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এত লম্বা প্যান্ট পরবে কে? রূপকথার দৈত্য-দানোকে হাজির করলেও তো কুলাবে না!
ঘটনা অবশ্য সাধারণ। এই বিশাল প্যান্ট কেউ পরবে না। শুধু রেকর্ড গড়ার উদ্দেশ্যেই বানানো হয়েছে। আর টেক্সটাইল কোম্পানিটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ থেকে সে স্বীকৃতিও পেয়েছে।
এত লম্বা একটি জিনসের প্যান্ট বানানো তো চাট্টিখানি কথা নয়। ৩০ জন পোশাকশ্রমিক খেটেছেন এর জন্য। চীনের ইউলিং শহরের ইসিং টেক্সটাইল কোম্পানির কর্মীদের ১৮ দিন সময় লাগে প্যান্টটি তৈরি করতে। ২৫০ ফুট ৫ ইঞ্চি দীর্ঘ জিনসটি চওড়ায় ১৯০ ফুট ১০ ইঞ্চি।
১৮ হাজার ৪৪ ফুট ডেনিম কাপড় লেগেছে এটি বানাতে। প্যান্টটিতে আছে ২৫ দশমিক ৫৯ ফুটের একটি জিপার ও ৩ দশমিক ৯৪ ফুটের একটি ইস্পাতের বোতাম। এর ওজন কত শুনবেন, ৭ হাজার ৯৩৬ পাউন্ড।
আগের রেকর্ডটি গড়ে পেরুর লিমায় অবস্থিত প্রতিষ্ঠান প্যারিস পেরু, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি। কোম্পানিটির বানানো জিনসের প্যান্টটির দৈর্ঘ্য ছিল ২১৪ ফুট ১০ ইঞ্চি, চওড়ায় ছিল ১৪০ ফুট ১ ইঞ্চি।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে