বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে।
মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন।
ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’।
আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’
সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়।
ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়।
বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে।
মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন।
ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’।
আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’
সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়।
ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫