ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি সরকারি হাসপাতালের এক চিকিৎসককে নগ্ন অবস্থায় হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলায়। এই জেলা আগে ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছিল।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিডকিন গ্রামীণ সরকারি হাসপাতালের ৪৫ বছর বয়সী ওই চিকিৎসক নেশাগ্রস্ত ছিলেন। দ্বিগম্বর হয়ে হাসপাতালে ঘোরাফেরা করছিলেন তিনি।
জেলার স্বাস্থ্য পরিষেবার প্রধান জেলার সিভিল সার্জন ডা. দয়ানন্দ মতিপাভলে, এ ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন, তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে ওই চিকিৎসকেরা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি সরকারি হাসপাতালের এক চিকিৎসককে নগ্ন অবস্থায় হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলায়। এই জেলা আগে ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছিল।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিডকিন গ্রামীণ সরকারি হাসপাতালের ৪৫ বছর বয়সী ওই চিকিৎসক নেশাগ্রস্ত ছিলেন। দ্বিগম্বর হয়ে হাসপাতালে ঘোরাফেরা করছিলেন তিনি।
জেলার স্বাস্থ্য পরিষেবার প্রধান জেলার সিভিল সার্জন ডা. দয়ানন্দ মতিপাভলে, এ ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন, তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে ওই চিকিৎসকেরা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
২২ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২৩ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২৪ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫