গুগলের ভুলে যুক্তরাষ্ট্রের ওমাহার স্যাম কারি নামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার প্রবেশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্যাম কারি ওমাহায় ইউগা ল্যাবের একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আকস্মিক অর্থ পাওয়ার পর স্থানীয় সময় বুধবার গুগলকে ট্যাগ করে এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘গুগল হুট করে আমার ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ ডলার পাঠানোর পর তিন সপ্তাহ পেরিয়ে গেল। এ নিয়ে এখনো তাদের কাছ থেকে কোনো সাড়া পেলাম না। গুগলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি? এরপর তিনি ব্র্যাকেটে লিখেছেন, আপনারা এটা ফেরত না নিতে চাইলেও আপত্তি নেই...।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাম কারি গুগলের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের সফটওয়্যারের যাবতীয় সমস্যা খুঁজে বের করে দেওয়ার কাজ করেন।
আরেক গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাম বলেছেন, গুগল এই অর্থ ফেরত চাইতে পারে ভেবে তিনি আপাতত সেগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। স্যাম চাইলে তা নিজের কাজে ব্যবহার করতে পারতেন। এ বিষয়ে স্যাম আরও জানান, গুগল যদি এখনই তাঁর সঙ্গে যোগাযোগ না করে, তাহলে হয়তো ট্যাক্স এড়ানোর জন্য এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে।
এ ব্যাপারে গুগলের এক কর্মকর্তা এনপিআরকে বলেছেন, ‘সম্প্রতি আমাদের দলটি নিজেদের ভুলের কারণেই ভুল ব্যক্তির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। ভুলটি সংশোধনের জন্য আমরা কাজ করছি।’
গুগল ওই অর্থ ফেরত পেতে আগ্রহ প্রকাশ করেছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।
গুগলে এ ধরনের ভুল সচরাচর ঘটে কি না এবং তা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন স্যাম। বৃহস্পতিবার বিকেলে স্যাম জানিয়েছেন, ওই অর্থ তাঁর অ্যাকাউন্টেই রয়েছে।
গুগলের ভুলে যুক্তরাষ্ট্রের ওমাহার স্যাম কারি নামের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার প্রবেশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্যাম কারি ওমাহায় ইউগা ল্যাবের একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আকস্মিক অর্থ পাওয়ার পর স্থানীয় সময় বুধবার গুগলকে ট্যাগ করে এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘গুগল হুট করে আমার ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ ডলার পাঠানোর পর তিন সপ্তাহ পেরিয়ে গেল। এ নিয়ে এখনো তাদের কাছ থেকে কোনো সাড়া পেলাম না। গুগলের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি? এরপর তিনি ব্র্যাকেটে লিখেছেন, আপনারা এটা ফেরত না নিতে চাইলেও আপত্তি নেই...।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাম কারি গুগলের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের সফটওয়্যারের যাবতীয় সমস্যা খুঁজে বের করে দেওয়ার কাজ করেন।
আরেক গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাম বলেছেন, গুগল এই অর্থ ফেরত চাইতে পারে ভেবে তিনি আপাতত সেগুলো নিজের কাছে রেখে দিয়েছেন। স্যাম চাইলে তা নিজের কাজে ব্যবহার করতে পারতেন। এ বিষয়ে স্যাম আরও জানান, গুগল যদি এখনই তাঁর সঙ্গে যোগাযোগ না করে, তাহলে হয়তো ট্যাক্স এড়ানোর জন্য এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে।
এ ব্যাপারে গুগলের এক কর্মকর্তা এনপিআরকে বলেছেন, ‘সম্প্রতি আমাদের দলটি নিজেদের ভুলের কারণেই ভুল ব্যক্তির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। ভুলটি সংশোধনের জন্য আমরা কাজ করছি।’
গুগল ওই অর্থ ফেরত পেতে আগ্রহ প্রকাশ করেছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।
গুগলে এ ধরনের ভুল সচরাচর ঘটে কি না এবং তা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন স্যাম। বৃহস্পতিবার বিকেলে স্যাম জানিয়েছেন, ওই অর্থ তাঁর অ্যাকাউন্টেই রয়েছে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫