মাত্র সাত মাস বয়সী এক শিশুর পেট থেকে চিকিৎসকেরা দুই কেজি ওজনের একটি ভ্রূণ অপসারণ করেছেন। দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচারে ভ্রূণটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারটি করা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, শিশুটির ক্ষেত্রে যা ঘটেছে সেটি চিকিৎসাবিজ্ঞানে বিরল। হাসপাতালের চিকিৎসক ডি কুমার এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিশুটি এখন সুস্থ রয়েছে।
শিশুটির বাবা প্রতাপগড় জেলার কুণ্ডা এলাকার একজন কৃষক। গত ২৪ জুলাই তিনি সন্তানকে স্বরূপ রানী নেহরু হাসপাতালে নেন। এরপর তাঁকে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে পাঠানো হয়।
ডাক্তার কুমার বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল এবং প্রচণ্ড ব্যথা করছিল। প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যান করে প্রকৃত বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, শিশুটির তলপেটে রয়েছে একটি ভ্রূণ। শিশুটিকে জন্ম দেওয়ার সময়ই তার মা মারা যান বলে জানা ডাক্তার কুমার।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ভ্রূণের ভেতর ভ্রুণ মূলত যমজ সন্তান ধারণেরই একটি ধরন। এ ধরনের ক্ষেত্রে একটি ভ্রূণের ভেতর আরেকটি ভ্রূণ অনেকটা পরজীবীর মতো বড় হতে থাকে। যখন একজন মা যমজ সন্তান ধারণ করেন তখন ‘প্রাকৃতিক ভুলে’ একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের ভেতর বেড়ে উঠতে থাকে।
মাত্র সাত মাস বয়সী এক শিশুর পেট থেকে চিকিৎসকেরা দুই কেজি ওজনের একটি ভ্রূণ অপসারণ করেছেন। দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচারে ভ্রূণটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারটি করা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, শিশুটির ক্ষেত্রে যা ঘটেছে সেটি চিকিৎসাবিজ্ঞানে বিরল। হাসপাতালের চিকিৎসক ডি কুমার এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিশুটি এখন সুস্থ রয়েছে।
শিশুটির বাবা প্রতাপগড় জেলার কুণ্ডা এলাকার একজন কৃষক। গত ২৪ জুলাই তিনি সন্তানকে স্বরূপ রানী নেহরু হাসপাতালে নেন। এরপর তাঁকে সরোজিনী নাইড়ু শিশু হাসপাতালে পাঠানো হয়।
ডাক্তার কুমার বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল এবং প্রচণ্ড ব্যথা করছিল। প্রাথমিক পরীক্ষা ও সিটি স্ক্যান করে প্রকৃত বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, শিশুটির তলপেটে রয়েছে একটি ভ্রূণ। শিশুটিকে জন্ম দেওয়ার সময়ই তার মা মারা যান বলে জানা ডাক্তার কুমার।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ভ্রূণের ভেতর ভ্রুণ মূলত যমজ সন্তান ধারণেরই একটি ধরন। এ ধরনের ক্ষেত্রে একটি ভ্রূণের ভেতর আরেকটি ভ্রূণ অনেকটা পরজীবীর মতো বড় হতে থাকে। যখন একজন মা যমজ সন্তান ধারণ করেন তখন ‘প্রাকৃতিক ভুলে’ একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের ভেতর বেড়ে উঠতে থাকে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
২২ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২৩ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২৪ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫