ল-র-ব-য-হ ডেস্ক
দেহটা হাড়ের খাঁচা। সে খাঁচায় আছে ২০৬টি হাড়। কিন্তু সবচেয়ে ছোট হাড় কোনটি, জানেন কি?
অসসিকেলস! ভাবছেন, এটা আবার কী? তাহলে আরও তিনটি অদ্ভূত শব্দ শুনুন। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস।
এই তিনটি শব্দ আপনার কানের সঙ্গে সম্পৃক্ত। শব্দ তিনটিকে একসঙ্গে বলা হয় ‘অসসিকেলস’। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস আপনার শরীরের তিনটি হাড়ের নাম এবং এদের অবস্থান আপনার কানের ভেতর। শুনে আরও আশ্চর্য হবেন, এই তিনটি হাড়ই আপনার শীরের সবচেয়ে ছোট তিনটি হাড়। আর এদের মধ্যে সবচেয়ে ছোটটির নাম স্টেপিস।
তিনটি শব্দই এসেছে ল্যাটিন থেকে।
হাড় তিনটি আপনার মধ্যকর্ণ, কানের পর্দা এবং অন্তঃকর্ণে রয়েছে। এদের কাজ শব্দকম্পন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া। প্রথমে শব্দকম্পন আপনার মধ্যকর্ণের ভেতর দিয়ে যায়। তারপর ক্লকিয়াতে আঘাত করে এবং নিউরাল সংকেতে রূপান্তরিত করে। আপনার মস্তিষ্ক সেই সংকেত শব্দ হিসেবে গ্রহণ করে।
অন্যদিকে ফিমার হচ্ছে আপনার শরীরের সবচেয়ে বড় হাড়। এটি কোথায় থাকে, জানেন? আপনার ঊরুতে। ব্যক্তিভেদে ফিমারের আকার এদিক সেদিক হতে পারে। সাধারণত প্রাপ্ত বয়স্ক পুরুষের ফিমার হয় ১৯ ইঞ্চি। আর প্রাপ্ত বয়স্ক নারীর ফিমার হয় ১৭ থেকে ১৮ ইঞ্চি।
সূত্র: মেন্টাল ফ্লস
ল–র–ব–য–হ সম্পর্কিত পড়ুন:
দেহটা হাড়ের খাঁচা। সে খাঁচায় আছে ২০৬টি হাড়। কিন্তু সবচেয়ে ছোট হাড় কোনটি, জানেন কি?
অসসিকেলস! ভাবছেন, এটা আবার কী? তাহলে আরও তিনটি অদ্ভূত শব্দ শুনুন। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস।
এই তিনটি শব্দ আপনার কানের সঙ্গে সম্পৃক্ত। শব্দ তিনটিকে একসঙ্গে বলা হয় ‘অসসিকেলস’। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস আপনার শরীরের তিনটি হাড়ের নাম এবং এদের অবস্থান আপনার কানের ভেতর। শুনে আরও আশ্চর্য হবেন, এই তিনটি হাড়ই আপনার শীরের সবচেয়ে ছোট তিনটি হাড়। আর এদের মধ্যে সবচেয়ে ছোটটির নাম স্টেপিস।
তিনটি শব্দই এসেছে ল্যাটিন থেকে।
হাড় তিনটি আপনার মধ্যকর্ণ, কানের পর্দা এবং অন্তঃকর্ণে রয়েছে। এদের কাজ শব্দকম্পন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া। প্রথমে শব্দকম্পন আপনার মধ্যকর্ণের ভেতর দিয়ে যায়। তারপর ক্লকিয়াতে আঘাত করে এবং নিউরাল সংকেতে রূপান্তরিত করে। আপনার মস্তিষ্ক সেই সংকেত শব্দ হিসেবে গ্রহণ করে।
অন্যদিকে ফিমার হচ্ছে আপনার শরীরের সবচেয়ে বড় হাড়। এটি কোথায় থাকে, জানেন? আপনার ঊরুতে। ব্যক্তিভেদে ফিমারের আকার এদিক সেদিক হতে পারে। সাধারণত প্রাপ্ত বয়স্ক পুরুষের ফিমার হয় ১৯ ইঞ্চি। আর প্রাপ্ত বয়স্ক নারীর ফিমার হয় ১৭ থেকে ১৮ ইঞ্চি।
সূত্র: মেন্টাল ফ্লস
ল–র–ব–য–হ সম্পর্কিত পড়ুন:
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫