যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনসহ মোট ৪৬ জন প্রেসিডেন্টের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে রেসলারদের আদলে তৈরি করেছেন ক্যাম হারলেস নামের এক ব্যক্তি। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রেসিডেন্টদের এমন শক্তিশালী মাংসপেশি, সিক্সপ্যাক দেখে হাস্যরস চলছে।
আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রফেশনাল রেসলারদের আদলে তাঁদের এসব ছবি তৈরি করা হয়েছে। সৃজনশীল এই কাজটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। এ পর্যন্ত টুইটারে ৪০ লাখের বেশি মানুষ এটি দেখেছেন। এসব ছবিতে কমেন্টের বন্যা বইছে। মানুষজন ছবিগুলো দেখে নানা মত তুলে ধরছেন।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি মন্তব্য করেন, লিংকন সত্যি সত্যিই রেসলার ছিলেন। তাঁর উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি। রেসলার হিসেবে তাঁর পরিচিতি ছিল। এক যুগে মাত্র একবার তিনি পরাজিত হয়েছিলেন।
আরেকজন লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্যাম হারলেসের তৈরি করা আরও বেশ কিছু ছবি ইতিপূর্বেও ভাইরাল হয়েছিল।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনসহ মোট ৪৬ জন প্রেসিডেন্টের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে রেসলারদের আদলে তৈরি করেছেন ক্যাম হারলেস নামের এক ব্যক্তি। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রেসিডেন্টদের এমন শক্তিশালী মাংসপেশি, সিক্সপ্যাক দেখে হাস্যরস চলছে।
আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রফেশনাল রেসলারদের আদলে তাঁদের এসব ছবি তৈরি করা হয়েছে। সৃজনশীল এই কাজটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। এ পর্যন্ত টুইটারে ৪০ লাখের বেশি মানুষ এটি দেখেছেন। এসব ছবিতে কমেন্টের বন্যা বইছে। মানুষজন ছবিগুলো দেখে নানা মত তুলে ধরছেন।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি মন্তব্য করেন, লিংকন সত্যি সত্যিই রেসলার ছিলেন। তাঁর উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি। রেসলার হিসেবে তাঁর পরিচিতি ছিল। এক যুগে মাত্র একবার তিনি পরাজিত হয়েছিলেন।
আরেকজন লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্যাম হারলেসের তৈরি করা আরও বেশ কিছু ছবি ইতিপূর্বেও ভাইরাল হয়েছিল।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫