গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যমে রসবোধসম্পন্ন পোস্টের জন্য সমাদৃত। সবশেষ শুক্রবার (১৯ আগস্ট) একটি অদ্ভুত গেটের ভিডিও শেয়ার করে বাহবা কুড়াচ্ছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাড়ি থেকে একটি গাড়ির গেট দিয়ে বের হচ্ছেন। শুনতে যতটা স্বাভাবিক শোনাচ্ছে, ঠিক ততটা নয়। কারণ গাড়িটি গেটের সঙ্গে এমনভাবে যুক্ত করা যে প্রথম দেখায় অনেকেই দ্বিধায় পড়বেন। ভাববেন, গাড়ি থেকে, নাকি বাড়ি থেকে বের হচ্ছেন!
তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যায়, একটি গাড়ির বডি এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে সদর দরজা খোলা ও বন্ধের সময় গাড়ির চাকা গেটটিকে স্লাইড করতে পারে।
আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি শেয়ার করে একটু অন্যরকম ক্যাপশন জুড়ে দিয়েছেন। অনেকটা নৈর্ব্যক্তিক আকারে লিখেছেন এই ব্যক্তি: ১) একজন গাড়িপ্রেমী? ২) একজন অন্তর্মুখী, যিনি চান না কেউ তাঁর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করুক? ৩) একজন রসবোধসম্পন্ন ও উদ্ভাবনী ব্যক্তি? ৪) ওপরের সবগুলো?
টুইটারে পোস্ট করার পর দারুণ সাড়া পড়েছে। কয়েক ঘণ্টায় কয়েক লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। সেই সঙ্গে ভিন্নরকমের মন্তব্যও করেছেন অনেক। অনেকে এমন ব্যতিক্রমী আইডিয়ার প্রশংসা করেছেন।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যমে রসবোধসম্পন্ন পোস্টের জন্য সমাদৃত। সবশেষ শুক্রবার (১৯ আগস্ট) একটি অদ্ভুত গেটের ভিডিও শেয়ার করে বাহবা কুড়াচ্ছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাড়ি থেকে একটি গাড়ির গেট দিয়ে বের হচ্ছেন। শুনতে যতটা স্বাভাবিক শোনাচ্ছে, ঠিক ততটা নয়। কারণ গাড়িটি গেটের সঙ্গে এমনভাবে যুক্ত করা যে প্রথম দেখায় অনেকেই দ্বিধায় পড়বেন। ভাববেন, গাড়ি থেকে, নাকি বাড়ি থেকে বের হচ্ছেন!
তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যায়, একটি গাড়ির বডি এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে সদর দরজা খোলা ও বন্ধের সময় গাড়ির চাকা গেটটিকে স্লাইড করতে পারে।
আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি শেয়ার করে একটু অন্যরকম ক্যাপশন জুড়ে দিয়েছেন। অনেকটা নৈর্ব্যক্তিক আকারে লিখেছেন এই ব্যক্তি: ১) একজন গাড়িপ্রেমী? ২) একজন অন্তর্মুখী, যিনি চান না কেউ তাঁর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করুক? ৩) একজন রসবোধসম্পন্ন ও উদ্ভাবনী ব্যক্তি? ৪) ওপরের সবগুলো?
টুইটারে পোস্ট করার পর দারুণ সাড়া পড়েছে। কয়েক ঘণ্টায় কয়েক লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। সেই সঙ্গে ভিন্নরকমের মন্তব্যও করেছেন অনেক। অনেকে এমন ব্যতিক্রমী আইডিয়ার প্রশংসা করেছেন।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১২ আগস্ট ২০২৫তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১১ আগস্ট ২০২৫গত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১০ আগস্ট ২০২৫ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৫