সাপের ব্যাপারে অনেকেরই অস্বস্তি আছে। কারও কারও বেশ ভয়ও কাজ করে। এখন কেউ যদি নিজের গাড়ির বনেটের ভেতর জ্যান্ত একটা সাপ আবিষ্কার করে বসেন, কী অবস্থা হবে বলুন তো?
এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লি কাউন্টিতে। শেষ পর্যন্ত অবশ্য শহরের শেরিফের একজন ডেপুটি সাপটিকে সেখান থেকে নিয়ে আসেন। লি কাউন্টি শেরিফ অফিসের ফেসবুক পোস্টের সূত্রে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই।
লিহাই একা এলাকার এক বাসিন্দা শেরিফ অফিসকে জানান, তাঁর কারের ইঞ্জিন কম্পার্টমেন্টে ১৫-২০ ফুট লম্বা মস্ত এক অজগর কুণ্ডলী পাকিয়ে আছে। শেরিফের ডেপুটি ভ্যান পেল্ট সরকার অনুমোদিত অজগরের ঠিকাদার। কাজেই ঘটনাস্থলে হাজির হলেন তিনি। তবে সেখানে গিয়ে আবিষ্কার করলেন, গাড়ির মালিকের বর্ণনার চেয়ে আকারে ছোট সাপটি। এমনকি এটা অজগরও নয়, একটি রেট স্নেক।
ভ্যান পেল্ট তারপর সাবধানে এটিকে বের করে আনেন। শেরিফের কার্যালয় জানিয়েছে, ভ্যান পেল্ট সাপটিকে পাশের একটি জঙ্গলে ছেড়ে দিয়েছেন।
তবে সাপটি কীভাবে গাড়ির বনেটের ভেতরে গেল তা জানা যায়নি। অবশ্য এই সাপ নিয়ে খুব বেশি ভয়ের কিছু ছিল না। কারণ এরা খুবই সামান্য মাত্রায় বিষধর।
সাপের ব্যাপারে অনেকেরই অস্বস্তি আছে। কারও কারও বেশ ভয়ও কাজ করে। এখন কেউ যদি নিজের গাড়ির বনেটের ভেতর জ্যান্ত একটা সাপ আবিষ্কার করে বসেন, কী অবস্থা হবে বলুন তো?
এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লি কাউন্টিতে। শেষ পর্যন্ত অবশ্য শহরের শেরিফের একজন ডেপুটি সাপটিকে সেখান থেকে নিয়ে আসেন। লি কাউন্টি শেরিফ অফিসের ফেসবুক পোস্টের সূত্রে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই।
লিহাই একা এলাকার এক বাসিন্দা শেরিফ অফিসকে জানান, তাঁর কারের ইঞ্জিন কম্পার্টমেন্টে ১৫-২০ ফুট লম্বা মস্ত এক অজগর কুণ্ডলী পাকিয়ে আছে। শেরিফের ডেপুটি ভ্যান পেল্ট সরকার অনুমোদিত অজগরের ঠিকাদার। কাজেই ঘটনাস্থলে হাজির হলেন তিনি। তবে সেখানে গিয়ে আবিষ্কার করলেন, গাড়ির মালিকের বর্ণনার চেয়ে আকারে ছোট সাপটি। এমনকি এটা অজগরও নয়, একটি রেট স্নেক।
ভ্যান পেল্ট তারপর সাবধানে এটিকে বের করে আনেন। শেরিফের কার্যালয় জানিয়েছে, ভ্যান পেল্ট সাপটিকে পাশের একটি জঙ্গলে ছেড়ে দিয়েছেন।
তবে সাপটি কীভাবে গাড়ির বনেটের ভেতরে গেল তা জানা যায়নি। অবশ্য এই সাপ নিয়ে খুব বেশি ভয়ের কিছু ছিল না। কারণ এরা খুবই সামান্য মাত্রায় বিষধর।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে