ইংল্যান্ডের এক গ্রামের কাছে বানের জলে কুমির চলে এসেছে বলে খবর পায় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের একটি দল তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে তারা যেটা দেখল, তার জন্য প্রস্তুত ছিলেন না মোটেই।
টেমস ভ্যালি পুলিশের সাউথ বাকিংহামশায়ার শাখার সদস্যরা গত সপ্তাহে হার্টফোর্ডশায়ারের সীমান্ত এলাকায় ট্রিংয়ের কাছে একটি গ্রাম চোলসবারির কাছে পানির ওপর কুমিরের একটা মাথা দেখা যাওয়ার সংবাদ পান। একাধিক সূত্রে সংবাদটি আসায় দেরি না করে জায়গাটিতে হাজির হন তাঁরা।
তবে সেখানে যাওয়ার পর রীতিমতো চমকে উঠলেন পুলিশ সদস্যরা। তাঁরা ভাবছিলেন বেপরোয়া এক সরীসৃপের মোকাবিলা করতে হবে। কিন্তু আবিষ্কার করলেন, এটা জ্যান্ত কোনো কুমির নয়, বরং কুমিরের মাথার এক রেপ্লিকা। এগুলো খেলনার দোকানে ৬ দশমিক ৯৯ পাউন্ডেই পাওয়া যায়।
এসব তথ্য পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
পুলিশ সদস্যরাও বিষয়টিতে মজা পেয়েছেন। তাঁরা ফেসবুকে এটা নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ‘ওয়াও! চোলসবারির কাছে বন্যার পানিতে ভেসে আসা কুমিরের খবর আপনাকে প্রতিদিন পাঠানো হয় না।’
পুলিশের গাড়ির কাছে পানিতে ‘কুমিরের মাথা’র একটি ছবি এবং থানার একটি টেবিলে বসানো ‘কুমিরের মাথার’ দুটি ছবি আপলোডও করেন তাঁরা ফেসবুকে।
আর ফেসবুকের ওই পোস্টে অনেকেই মজা পেয়ে নানা ধরনের কমেন্ট করেছেন। একজন যেমন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ সাহসী!’
ইংল্যান্ডের এক গ্রামের কাছে বানের জলে কুমির চলে এসেছে বলে খবর পায় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের একটি দল তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে তারা যেটা দেখল, তার জন্য প্রস্তুত ছিলেন না মোটেই।
টেমস ভ্যালি পুলিশের সাউথ বাকিংহামশায়ার শাখার সদস্যরা গত সপ্তাহে হার্টফোর্ডশায়ারের সীমান্ত এলাকায় ট্রিংয়ের কাছে একটি গ্রাম চোলসবারির কাছে পানির ওপর কুমিরের একটা মাথা দেখা যাওয়ার সংবাদ পান। একাধিক সূত্রে সংবাদটি আসায় দেরি না করে জায়গাটিতে হাজির হন তাঁরা।
তবে সেখানে যাওয়ার পর রীতিমতো চমকে উঠলেন পুলিশ সদস্যরা। তাঁরা ভাবছিলেন বেপরোয়া এক সরীসৃপের মোকাবিলা করতে হবে। কিন্তু আবিষ্কার করলেন, এটা জ্যান্ত কোনো কুমির নয়, বরং কুমিরের মাথার এক রেপ্লিকা। এগুলো খেলনার দোকানে ৬ দশমিক ৯৯ পাউন্ডেই পাওয়া যায়।
এসব তথ্য পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
পুলিশ সদস্যরাও বিষয়টিতে মজা পেয়েছেন। তাঁরা ফেসবুকে এটা নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ‘ওয়াও! চোলসবারির কাছে বন্যার পানিতে ভেসে আসা কুমিরের খবর আপনাকে প্রতিদিন পাঠানো হয় না।’
পুলিশের গাড়ির কাছে পানিতে ‘কুমিরের মাথা’র একটি ছবি এবং থানার একটি টেবিলে বসানো ‘কুমিরের মাথার’ দুটি ছবি আপলোডও করেন তাঁরা ফেসবুকে।
আর ফেসবুকের ওই পোস্টে অনেকেই মজা পেয়ে নানা ধরনের কমেন্ট করেছেন। একজন যেমন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ সাহসী!’
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে