একটি কোভিড টিকাকেন্দ্র অপ্রত্যাশিতভাবে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। কারণ দুটি সাপ। টিকাকেন্দ্রের ভবনের ভেতরে ঢুকে পড়েছিল ওগুলো। ঘটনাটি ওয়েলসের সেরডিওন নামের একটি গ্রামের। এদিকে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিন কেন্দ্রটির দায়িত্বে থাকা হাওয়েল ডডা হেলথ বোর্ড বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছেন।
সাপ দুটির নাম রাখা হয় কুম এবং কু। এ দুটি সাপের মধ্যে কু আকারে বড় এবং ধারণা করা হচ্ছে সে একটি অ্যাডার সাপ। অন্যদিকে কুম একটি গ্রাস স্নেক বলে মনে করা হচ্ছে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
অ্যাডারটি পরে দালানটি ছেড়ে চলে গেলেও অপর সাপটি সেখানেই অবস্থান করছিল। হাওয়েল ডডা হেলথ বোর্ড ওই সরীসৃপকে সরিয়ে নিতে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলেও জানায় তারা।
‘আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আবার টিকাকেন্দ্রটি খুলতে সক্ষম হব।’ স্বাস্থ্য বোর্ড ফেসবুকে একটি পোস্টে বলেছে।
ওয়াইল্ডলাইফ ট্রাস্টের মতে, গ্রাস সাপ ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে বিস্তৃত নিরীহ একটি সাপ। অ্যাডার হলো যুক্তরাজ্যের একমাত্র বিষাক্ত সাপ, তবে এর বিষ কিছুটা যন্ত্রণা হওয়া ছাড়া সাধারণত মানুষের জন্য বড় বিপদের কারণ হয় না। তবে শিশু, অসুস্থ বা বৃদ্ধদের জন্য এই বিষ বিপজ্জনক হতে পারে।
একটি কোভিড টিকাকেন্দ্র অপ্রত্যাশিতভাবে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। কারণ দুটি সাপ। টিকাকেন্দ্রের ভবনের ভেতরে ঢুকে পড়েছিল ওগুলো। ঘটনাটি ওয়েলসের সেরডিওন নামের একটি গ্রামের। এদিকে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিন কেন্দ্রটির দায়িত্বে থাকা হাওয়েল ডডা হেলথ বোর্ড বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছেন।
সাপ দুটির নাম রাখা হয় কুম এবং কু। এ দুটি সাপের মধ্যে কু আকারে বড় এবং ধারণা করা হচ্ছে সে একটি অ্যাডার সাপ। অন্যদিকে কুম একটি গ্রাস স্নেক বলে মনে করা হচ্ছে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
অ্যাডারটি পরে দালানটি ছেড়ে চলে গেলেও অপর সাপটি সেখানেই অবস্থান করছিল। হাওয়েল ডডা হেলথ বোর্ড ওই সরীসৃপকে সরিয়ে নিতে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলেও জানায় তারা।
‘আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আবার টিকাকেন্দ্রটি খুলতে সক্ষম হব।’ স্বাস্থ্য বোর্ড ফেসবুকে একটি পোস্টে বলেছে।
ওয়াইল্ডলাইফ ট্রাস্টের মতে, গ্রাস সাপ ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে বিস্তৃত নিরীহ একটি সাপ। অ্যাডার হলো যুক্তরাজ্যের একমাত্র বিষাক্ত সাপ, তবে এর বিষ কিছুটা যন্ত্রণা হওয়া ছাড়া সাধারণত মানুষের জন্য বড় বিপদের কারণ হয় না। তবে শিশু, অসুস্থ বা বৃদ্ধদের জন্য এই বিষ বিপজ্জনক হতে পারে।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে