অনলাইন ডেস্ক
সাইপ্রাসের লিমাসলের বাসিন্দা লিউবভ সিরিকের (২০) একটি অদ্ভুত খাদ্যাভ্যাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। বেশির ভাগ মানুষ চা পান করতে ভালোবাসেন, কিন্তু মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করা লিউবভ পছন্দ করেন চা-পাতা ও টি-ব্যাগ। তাঁর মতে, এটি ‘সুস্বাদু’ এবং তিনি দিনে দুবার চা-পাতা ও সপ্তাহে দু-তিনবার টি-ব্যাগ খান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী লিউবভের বয়স যখন ১৪ বছর, তখন তাঁর দাদি তাঁকে পুদিনাপাতা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুদিনাপাতার স্বাদ তাঁর কাছে ভালো লেগে যায়। এরপর তিনি চা-পাতা খাওয়ার চেষ্টা করেন। একসময় চা-পাতাও তাঁর ভালো লেগে যায়। লিউবভ বলেন, ‘একদিন ভাবলাম, চা-পাতা খেলে কেমন হয়? আমি চেষ্টা করলাম। আমার কাছে চা-পাতা ভালোই লাগল। তারপর ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে গেল।’ এখন তিনি দিনে তিন-চার কাপ চা পান করেন আর চা-পাতা খান অন্তত দুই কাপ পরিমাণ।
লিউবভের প্রিয় চা ইংলিশ ব্রেকফাস্ট, চায়নিজ পুয়ের ও থাই ব্ল্যাক টি। তিনি বলেন, ‘চা-পাতার টাটকা স্বাদ থেকে আমি নিজেকে দূরে রাখতে পারি না।’
লিউবভ মাঝেমধ্যে অন্যের ব্যবহৃত টি-ব্যাগও খান। যাঁরা জানেন লিউবভ এটা খান, তাঁরা তাঁকে তাঁদের টি-ব্যাগ দেন। বিশেষত—তাঁর বন্ধুরা, তাঁরা চা পান শেষ করে তাঁকে টি-ব্যাগ দিয়ে দেন। লিউবভ বলেন, ‘আমার কাছের বন্ধুরা এটা জানে। তারা চা শেষ করে আমাকে তাদের টি-ব্যাগ দিয়ে দেয়।’
তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে লিউবভ শুধু অরগানিক বা জৈব কাগজের তৈরি টি-ব্যাগ খান। তিনি বলেন, ‘আমি প্লাস্টিক বা নাইলনের প্যাকেট এড়িয়ে চলি। তবে কিছু কাগজের প্যাকেটে কাপড় থাকে, যা চিবানো কঠিন, কিন্তু আমার খুব ইচ্ছা হলে আমি সেগুলোও খাই।’
লিউবভ জানান, তিনি এই অদ্ভুত খাদ্যাভ্যাস ছাড়ার চেষ্টা করেছিলেন। বলেন, ‘এটার প্রতি আমার একটা অন্য রকম লোভ ছিল, তাই ছাড়তে পারিনি।’ লিউবভ জানান, তিনি ভবিষ্যতে চায়ের প্যাকেট খাওয়া ছাড়তে চান, কিন্তু চা-পাতা খাওয়া ছাড়বেন না।
চা-পাতা খাওয়ার ঝুঁকি নিয়ে লিউবভ বলেন, ‘আমি সবকিছু গুগল করেছি এবং দেখেছি, এটি তেমন ক্ষতিকর নয়। বিশেষ করে, ধূমপান বা মদ্যপানের তুলনায় এটা ভালো। আমি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি, আমি সুস্থ। আমি ধূমপান করি না, মদ পান করি না, সুষম খাদ্য খাই। আমার শুধু এই অদ্ভুত অভ্যাসটাই আছে।’
প্রসঙ্গত, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চা-পাতায় সিসা বা অ্যালুমিনিয়াম থাকতে পারে, যা গর্ভাবস্থায় বা দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হতে পারে। তাই অভ্যস্ত না হলে এটি খাওয়ার চেষ্টা করা বা খাওয়া উচিত নয়।
সাইপ্রাসের লিমাসলের বাসিন্দা লিউবভ সিরিকের (২০) একটি অদ্ভুত খাদ্যাভ্যাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। বেশির ভাগ মানুষ চা পান করতে ভালোবাসেন, কিন্তু মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করা লিউবভ পছন্দ করেন চা-পাতা ও টি-ব্যাগ। তাঁর মতে, এটি ‘সুস্বাদু’ এবং তিনি দিনে দুবার চা-পাতা ও সপ্তাহে দু-তিনবার টি-ব্যাগ খান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সী লিউবভের বয়স যখন ১৪ বছর, তখন তাঁর দাদি তাঁকে পুদিনাপাতা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুদিনাপাতার স্বাদ তাঁর কাছে ভালো লেগে যায়। এরপর তিনি চা-পাতা খাওয়ার চেষ্টা করেন। একসময় চা-পাতাও তাঁর ভালো লেগে যায়। লিউবভ বলেন, ‘একদিন ভাবলাম, চা-পাতা খেলে কেমন হয়? আমি চেষ্টা করলাম। আমার কাছে চা-পাতা ভালোই লাগল। তারপর ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে গেল।’ এখন তিনি দিনে তিন-চার কাপ চা পান করেন আর চা-পাতা খান অন্তত দুই কাপ পরিমাণ।
লিউবভের প্রিয় চা ইংলিশ ব্রেকফাস্ট, চায়নিজ পুয়ের ও থাই ব্ল্যাক টি। তিনি বলেন, ‘চা-পাতার টাটকা স্বাদ থেকে আমি নিজেকে দূরে রাখতে পারি না।’
লিউবভ মাঝেমধ্যে অন্যের ব্যবহৃত টি-ব্যাগও খান। যাঁরা জানেন লিউবভ এটা খান, তাঁরা তাঁকে তাঁদের টি-ব্যাগ দেন। বিশেষত—তাঁর বন্ধুরা, তাঁরা চা পান শেষ করে তাঁকে টি-ব্যাগ দিয়ে দেন। লিউবভ বলেন, ‘আমার কাছের বন্ধুরা এটা জানে। তারা চা শেষ করে আমাকে তাদের টি-ব্যাগ দিয়ে দেয়।’
তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে লিউবভ শুধু অরগানিক বা জৈব কাগজের তৈরি টি-ব্যাগ খান। তিনি বলেন, ‘আমি প্লাস্টিক বা নাইলনের প্যাকেট এড়িয়ে চলি। তবে কিছু কাগজের প্যাকেটে কাপড় থাকে, যা চিবানো কঠিন, কিন্তু আমার খুব ইচ্ছা হলে আমি সেগুলোও খাই।’
লিউবভ জানান, তিনি এই অদ্ভুত খাদ্যাভ্যাস ছাড়ার চেষ্টা করেছিলেন। বলেন, ‘এটার প্রতি আমার একটা অন্য রকম লোভ ছিল, তাই ছাড়তে পারিনি।’ লিউবভ জানান, তিনি ভবিষ্যতে চায়ের প্যাকেট খাওয়া ছাড়তে চান, কিন্তু চা-পাতা খাওয়া ছাড়বেন না।
চা-পাতা খাওয়ার ঝুঁকি নিয়ে লিউবভ বলেন, ‘আমি সবকিছু গুগল করেছি এবং দেখেছি, এটি তেমন ক্ষতিকর নয়। বিশেষ করে, ধূমপান বা মদ্যপানের তুলনায় এটা ভালো। আমি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি, আমি সুস্থ। আমি ধূমপান করি না, মদ পান করি না, সুষম খাদ্য খাই। আমার শুধু এই অদ্ভুত অভ্যাসটাই আছে।’
প্রসঙ্গত, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চা-পাতায় সিসা বা অ্যালুমিনিয়াম থাকতে পারে, যা গর্ভাবস্থায় বা দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হতে পারে। তাই অভ্যস্ত না হলে এটি খাওয়ার চেষ্টা করা বা খাওয়া উচিত নয়।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১৮ দিন আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১৯ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২০ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২১ দিন আগে